এতদিন ভালবাসার শূন্যস্থাণ পূরণ করছিল এআই। তবে এখন ভালবাসার মানুষ খুঁজে দেবে কৃত্রিম বুদ্ধিমত্তা স্বয়ং!

ছবি: সংগৃহীত

হাজারের ভিড়ে মনের মতো মানুষ খুজে পেতে এখন আর আপনাকে হয়রান হতে হবে না।

ছবি: সংগৃহীত

আমরা প্রতিদিন নিজের অজান্তেই এআই-কে নানাভাবে ব্যবহার করে থাকি। কৃত্রিম বুদ্ধিমত্তাই নির্বাচন করে দেয় আমরা সমাজমাধ্যমে কী দেখবো, না দেখবো।

ছবি: সংগৃহীত

বিখ্যাত এক ডেটিং অ্যাপের প্রতিষ্ঠাতা জানিয়েছেন খুব শীঘ্রই তাঁদের ‘এআই অবতার’ আমাদের হয়ে ডেটে যাবে।

ছবি: সংগৃহীত

আমাদের পছন্দ-অপছন্দের বিষয় ভাগ করে নিতে হবে সেই ডেটিং অ্যাপের প্রোফাইলে।

ছবি: সংগৃহীত

তার উপর ভিত্তি করে প্রোফাইল স্ক্যানিং-এর মাধ্যমে এআই খুঁজে বের করবে আমাদের জন্য সুযোগ্য জীবনসঙ্গী।

ছবি: সংগৃহীত

এর ফলে ব্যস্ত জীবনে সময় বের করে আমাদের বহু জনের সঙ্গে কথা বলতে বা দেখা করতে হবে না।

ছবি: সংগৃহীত

এআই-এর বাছাই করা প্রোফাইলগুলো থেকে আমরা সহজেই বেছে নিতে পারব পছন্দের মানুষটিকে।

ছবি: সংগৃহীত