স্মার্টফোনের সুবাদে ইন্টারনেট এখন আমাদের প্রায় সব সময়ের সঙ্গী। আজকাল তাই  বেশিরভাগ পরিবরেই ওয়াইফাই সংযোগ রয়েছে।

ছবি: সংগৃহীত

কিন্তু ওয়াইফাই থাকা সত্ত্বেও আপনার ইন্টারনেটের সংযোগ থেকে-থেকেই ধীর গতিতে চলছে বা সংযোগ চলে যাচ্ছে?

ছবি: সংগৃহীত

আপনার অজান্তেই আপনার ওয়াইফাই অন্য কেউ ব্যবহার করছে না তো? তা ধরে ফেলারও সহজ উপায় রয়েছে।

ছবি: সংগৃহীত

প্রত্যেক ওয়াইফাই ব্যবহারকারীর একটি অনন্য আইপি এবং ম্যাক অ্যাড্রেস থাকে। সঠিক ইউজ়ার আইডির সঙ্গে রাউটার সংযুক্ত রয়েছে কিনা তা আপনি চাইলেই দেখতে পাবেন মোবাইল ফোন বা কম্পিউটারে ওয়াইফাই সেটিংস-এ গিয়ে।

ছবি: সংগৃহীত

অন্য কোনও ডিভাইস যদি আপনার রাউটারের সঙ্গে সংযুক্ত থেকে থাকে, তাহলে সেটিও আপনি ধরে ফেলতে পারবেন ওয়াইফাই-এর সেটিংস থেকে।

ছবি: সংগৃহীত

সেখানে যদি দেখেন অন্যান্য আইপি অ্যাড্রেসও আপনার রাউটারের সঙ্গে যুক্ত, তাহলে অবিলম্বে আপনার ওয়াইফাই-এর পাসওয়ার্ড বদলে ফেলুন।

ছবি: সংগৃহীত

পাসওয়ার্ড বদলানোর জন্য আপনার ওয়াইফাই সেটিং-এর ‘চেঞ্জ পাসওয়ার্ড’ অপশনটিতে গিয়ে নতুন পাসওয়ার্ড দিন।

ছবি: সংগৃহীত

ওয়াইফাই-এর ক্ষেত্রে সবসময় জটিল পাসওয়ার্ড ব্যবহার করার চেষ্টা করবেন। এতে ওয়াইফাই কিছুটা হলেও সুরক্ষিত থাকে।

ছবি: সংগৃহীত

রাউটারের উপর একটা কোড থাকে, যার নাম এসএসআইডি নম্বর। এই কোডটিকে অন্যের চোখের আড়ালে রাখলে নেটওয়ার্ক সুরক্ষিত থাকবে।

ছবি: সংগৃহীত

বিভিন্ন ধরণের সফটওয়্যার বা অ্যাপ আছে, যেগুলি ব্যবহার করলে বোঝা যায় অন্য কোনও ডিভাইস রাউটারের সঙ্গে যুক্ত রয়েছে কিনা। যেমন: এয়ারস্নেয়ার, ফিং নেটওয়ার্ক অ্যাপ।

ছবি: সংগৃহীত