Advertisement
২০ এপ্রিল ২০২৪

জঙ্গি ডেরায় বিস্ফোরণ, মিলল ৭ দেহ

নব্য জেএমবি-র মাথা হিসেবে আবদুল্লার নাম জানা গেলেও তাকে ধরতে পারেনি পুলিশ। সোমবার টাঙ্গাইলে ধরা পড়া দুই জঙ্গি পুলিশকে আবদুল্লার ডেরার খবর দেয়।

অগ্নিগ্রাসে: বুধবার মিরপুরে বিস্ফোরণের পরে। নিজস্ব চিত্র

অগ্নিগ্রাসে: বুধবার মিরপুরে বিস্ফোরণের পরে। নিজস্ব চিত্র

নিজস্ব সংবাদদাতা
ঢাকা শেষ আপডেট: ০৭ সেপ্টেম্বর ২০১৭ ০৩:০১
Share: Save:

সপরিবার আত্মসমর্পণের জন্য বারবার নির্দেশ দেওয়া হয় ঢাকার মিরপুরে ঘিরে রাখা বহুতলের বাসিন্দা দুই জঙ্গিকে। অন্তত চার বার তারা জানিয়েছিল, আত্মসমর্পণে রাজি। তাদের সময় দিতে অভিযান বন্ধ রেখে অপেক্ষা করা হয় প্রায় ২৪ ঘণ্টা। শেষ পর্যন্ত আত্মঘাতী বিস্ফোরণে নিজেদের উড়িয়ে দিল মিরপুরের দারুস সালাম রোডে ‘কমলপ্রভা’ বহুতলের পাঁচ তলার ফ্ল্যাটের জঙ্গিরা। দমকল বাহিনী আগুন নেভানোর পরে ভিতরে গিয়ে ৭টি পোড়া দেহ উদ্ধার করে পুলিশ। তার মধ্যে তিনটি শিশু ও দুই মহিলার দেহ মিলেছে।

নব্য জেএমবি-র মাথা হিসেবে আবদুল্লার নাম জানা গেলেও তাকে ধরতে পারেনি পুলিশ। সোমবার টাঙ্গাইলে ধরা পড়া দুই জঙ্গি পুলিশকে আবদুল্লার ডেরার খবর দেয়। পুলিশ মঙ্গলবার ভোরে মিরপুরের বহুতলটি ঘিরে ফেলার পরে পাঁচতলা থেকে গুলি ও গ্রেনেড ছোড়া শুরু হয়। পুলিশ জঙ্গিদের আত্মসমর্পণ করতে বলে। অন্তত চার বার তারা এর জন্য সময় চায়। শেষ বার তারা সময় চায় রাত ন’টা নাগাদ। তার পরে রাত দশ’টা নাগাদ পর পর তিন চারটি ভয়ানক বিস্ফোরণে কেঁপে ওঠে গোটা এলাকা। পুলিশ জানিয়েছে, বিস্ফোরণে মেঝেতে গর্ত হয়ে চারতলাতেও আগুন ছড়িয়ে পড়ে। এর পরে আগুন নিভিয়ে বুধবার সকালে ওই ফ্ল্যাটে ঢুকে ৭টি পোড়া দেহ মেলে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Mirpur Extremist den Rapid Action Battalion
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE