Advertisement
১৬ এপ্রিল ২০২৪
International news

নিম্নচাপ, বাংলাদেশের সব সমুদ্রবন্দরে দূরবর্তী সতর্ক সংকেত

বাংলাদেশের দক্ষিণ পূর্ব ও মধ্য বঙ্গোপসাগর এলাকায় থাকা লঘুচাপটি নিম্নচাপে পরিণত হয়েছে। সমুদ্র উত্তাল হচ্ছে ধীরে ধীরে। চট্টগ্রাম, কক্সবাজার, মংলা ও পায়রা সমুদ্র বন্দরকে এক নম্বর দূরবর্তী সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

ছবি: সংগৃহীত।

ছবি: সংগৃহীত।

নিজস্ব সংবাদদাতা
ঢাকা শেষ আপডেট: ২৮ মে ২০১৭ ১৬:১৮
Share: Save:

বাংলাদেশের দক্ষিণ পূর্ব ও মধ্য বঙ্গোপসাগর এলাকায় থাকা লঘুচাপটি নিম্নচাপে পরিণত হয়েছে। সমুদ্র উত্তাল হচ্ছে ধীরে ধীরে। চট্টগ্রাম, কক্সবাজার, মংলা ও পায়রা সমুদ্র বন্দরকে এক নম্বর দূরবর্তী সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। আবহাওয়া অফিসকে উদ্ধৃত করে বাংলাদেশ সংবাদ সংস্থা জানিয়েছে, উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত জেলেদের মাছধরা নৌকা ও ট্রলারগুলোকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছে এসে সাবধানে চলাচলের কথা বলা হয়েছে।

নিম্নচাপটি রবিবার সকাল ৯টায় চট্টগ্রাম বন্দর থেকে ৭৯০ কিলোমিটার দক্ষিণ দক্ষিণ-পশ্চিমে, কক্সবাজার সমুদ্রবন্দর থেকে ৭১০ কিলোমিটার দক্ষিণ-দক্ষিণ-পশ্চিমে, মংলা সমুদ্রবন্দর থেকে ৮১৫ কিমি দক্ষিণে এবং পায়রা সমুদ্রবন্ধর থেকে ৭৫৫ কিলোমিটার দক্ষিণে অবস্থান করছিল। এটি আরও ঘনীভূত হয়ে উত্তর দিকে অগ্রসর হতে পারে বলেই আবহাওয়া অফিস জানিয়েছে।

আরও পড়ুন: ৬৫০ টাকা ফেললেই এখন বাসে খুলনা-কলকাতা

নিম্নচাপ কেন্দ্রের ৪৪ কিলোমিটারের মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটারে বাড়ছে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Dhaka Coastal alert Bay of Bengal
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE