Advertisement
২৪ এপ্রিল ২০২৪
Barbarity. year 71

রাস্তায় আঁকা আল্পনায় ফুটে উঠেছে ৭১-এর নৃশংসতা

প্রস্তুতি শুরু হয়েছিল সকাল থেকেই। ২৫ মার্চ সূর্যাস্তের সঙ্গে সঙ্গেই রাজধানী ঢাকার মানিক মিঞাঁ অ্যাভিনিউয়ে জাতীয় সংসদ ভবনের সামনের রাস্তায় আঁকা আল্পনায় ফুটিয়ে তোলা হচ্ছে ৭১-এ পাকিস্তানি সেনাবাহিনীর নৃশংসতা।

নিজস্ব চিত্র।

নিজস্ব চিত্র।

নিজস্ব সংবাদদাতা
ঢাকা শেষ আপডেট: ২৫ মার্চ ২০১৭ ২২:২৭
Share: Save:

প্রস্তুতি শুরু হয়েছিল সকাল থেকেই। ২৫ মার্চ সূর্যাস্তের সঙ্গে সঙ্গেই রাজধানী ঢাকার মানিক মিঞাঁ অ্যাভিনিউয়ে জাতীয় সংসদ ভবনের সামনের রাস্তায় আঁকা আল্পনায় ফুটিয়ে তোলা হচ্ছে ৭১-এ পাকিস্তানি সেনাবাহিনীর নৃশংসতা।

বিশাল রাস্তা জুড়ে ক্যানভাস। সেখানেই রংতুলিতে ফুটে উঠছে গণহত্যার বর্বরতা। উপমহাদেশের এটাই সবচেয়ে বড় রোড পেইন্টিং-এর আয়োজন। এমনই দাবি উদ্যোক্তাদের। এই আয়োজনে অংশ নিতে সমবেত হয়েছেন বাংলাদেশের নবীন প্রবীণ চিত্রশিল্পীরা।

শনিবার সন্ধ্যায় মানিক মি়ঞাঁ অ্যাভিনিউয়ের সামনে ইউনিভার্সিটি অব ডেভলপমেন্ট অলটারনেটিভ (ইউডা)-এর শিক্ষার্থীরা তুলির টানে সে সব নৃশংসতা ফুটিয়ে তুলতে ব্যবহার করেছেন লাল, কালো-সহ নানা রং। লাল রং সে দিন রাতে বাঙালির ঝরানো রক্তের প্রতীক।

সূর্যাস্তের পর থেকে শুরু হওয়া এই ছবি আঁকা চলবে ২৬ মার্চ সূর্যোদয় পর্যন্ত। ছবি আঁকা ও অন্যান্য সাংস্কৃতিক অনুষ্ঠানে মানিক মিঞাঁ অ্যাভিনিউ জেগে থাকবে সারা রাত। বাংলাদেশের তরুন শিল্পী চারু পিন্টু এই আয়োজনে অংশ নিয়েছেন। তিনি আনন্দবাজারকে বললেন, ‘‘আজ শহিদ স্বজনদের স্মরণে সারা রাত আমরা ফুটিয়ে তুলব ঘাতক পাকিস্তানের নৃশংসতা।’’

ছবি আঁকায় অংশ নেওয়া এক শিক্ষার্থী বললেন, ‘‘আমরা জেগে আছি স্বদেশের জন্য। সে জেগে থাকা জানান দিতেই আজকে এই আয়োজনে আমরা এসেছি।’’

প্রতি বছর ২৫ মার্চ রাতে জাতীয় সংসদ ভবনের সামনের ওই অ্যাভিনিউয়ে এ আল্পনার আয়োজন করে ইউডা। তাদের মূল উদ্দেশ্য, ২৫ মার্চের স্মৃতিকে মনে রেখে পাকিস্তানি ও রাজাকারদের প্রতি ঘৃণা প্রকাশ করা।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Barbarity Bangladesh
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE