Advertisement
১৮ এপ্রিল ২০২৪

বাংলাদেশে সুষমা: আলোচনায় রোহিঙ্গা, তিস্তা থেকে সন্ত্রাস

বৈঠকে সুষমা স্বরাজের কাছে তিস্তা চুক্তির কথাও তোলেন এএইচ মাহমুদ আলি।

বাংলাদেশের বিদেশমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলির সঙ্গে ভারতের বিদেশমন্ত্রী সুষমা স্বরাজ।—নিজস্ব চিত্র।

বাংলাদেশের বিদেশমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলির সঙ্গে ভারতের বিদেশমন্ত্রী সুষমা স্বরাজ।—নিজস্ব চিত্র।

নিজস্ব সংবাদদাতা
ঢাকা শেষ আপডেট: ২২ অক্টোবর ২০১৭ ১৯:৩২
Share: Save:

রোহিঙ্গা ইস্যু নিরসনে কফি আন্নান কমিশনের সুপারিশের বাস্তবায়ন দেখতে চায় ভারত। ঢাকার হোটেল সোনারগাঁওয়ে যৌথ পরামর্শক কমিশনের (জেসিসি) বৈঠক শেষে যৌথ ব্রিফিংয়ে বললেন ভারতের বিদেশমন্ত্রী সুষমা স্বরাজ। রোহিঙ্গা ইস্যুতে ভারত সরকার যে উদ্বিগ্ন, সে কথাও জানিয়েছেন সুষমা। আজ দুপুরে ঢাকা পৌঁছন তিনি। বিকেলে যোগ দেন যৌথ পরামর্শক কমিশনের বৈঠকে। দু’দেশের তরফে দুই বিদেশমন্ত্রী এই বৈঠকে নেতৃত্ব দেন।
সুষমা বলেন, “বাংলাদেশ, ভারতের চ্যালেঞ্জগুলো অভিন্ন। সন্ত্রাসবাদ, উগ্রবাদ ও মৌলবাদ দুই দেশের চ্যালেঞ্জ। সন্ত্রাসের বিরুদ্ধে বাংলাদেশের নেওয়া জিরো টলারেন্স নীতির সঙ্গে আমরাও একমত হয়েছি।”

আরও পড়ুন: ধর্ষিতার নীরবতা তাঁর সম্মতির প্রমাণ নয়, বলল দিল্লি হাইকোর্ট

বাংলাদেশের বিদেশমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলি বলেন, “বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের ফেরত নেওয়ার বিষয়ে ভারত যাতে মায়ানমারের প্রতি চাপ সৃষ্টি করে, সেজন্য অনুরোধ জানানো হয়েছে।”
বৈঠকে সুষমা স্বরাজের কাছে তিস্তা চুক্তির কথাও তোলেন এএইচ মাহমুদ আলি। বাংলাদেশের বিদেশমন্ত্রী ভারতীয় বিদেশমন্ত্রীকে স্মরণ করিয়ে দেন, বাংলাদেশ সফরকালে নরেন্দ্র মোদী বলেছিলেন, তাঁর আমলেই তিস্তা চুক্তি হবে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE