Advertisement
E-Paper

ওয়ান ডে দলে জায়গা পেতে ফিটনেস পরীক্ষা দিতে হবে মুস্তাফিজুরকে

গত ১১ অগস্ট লন্ডনে কাঁধের সফল অস্ত্রোপচার শেষে দেশে ফিরেও ফিটনেস ফিরে পেতেই মন দিয়েছিলেন মুস্তাফিজুর রহমান। অক্টোবরের শেষ দিকে বল হাতে নেটেও নেমে পড়েছেন তিনি। কিন্তু এখনও খেলার মতো ফিটনেস ফিরে পাননি।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২১ ডিসেম্বর ২০১৬ ২০:০৮

গত ১১ অগস্ট লন্ডনে কাঁধের সফল অস্ত্রোপচার শেষে দেশে ফিরেও ফিটনেস ফিরে পেতেই মন দিয়েছিলেন মুস্তাফিজুর রহমান। অক্টোবরের শেষ দিকে বল হাতে নেটেও নেমে পড়েছেন তিনি। কিন্তু এখনও খেলার মতো ফিটনেস ফিরে পাননি। বাংলাদেশ দলের নতুন ইংলিশ ফিজিও ডিন কনওয়ে তাঁকে পিটনেস সার্টিফিকেট দিয়েছেন। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ( বিসিবি) প্রধান চিকিৎসক ডাক্তার দেবাশিষ চৌধুরী ফিটনেস সার্টিফিকেটও দিয়েছেন। সেই রিপোর্ট পেয়েই অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ড সফরের দলে রাখা হয়েছে তাঁকে।

আরও খবর: সাকিব, মুস্তাফিজুরকে নিয়ে বেশ টেনশনে নিউজিল্যান্ড কোচ

যদিও পুরোপুরি ফিট না হওয়ায় মুস্তাফিজুরকে নিয়ে ঝুঁকি নেয়নি টিম ম্যানেজমেন্ট। সিডনি সিক্সার্স এবং সিডনি থান্ডারের বিপক্ষে দু’টি অনুশীলন ম্যাচের একটিতেও খেলানো হয়নি মুস্তাফিজুরকে। সিডনির অনুশীলন শিবিরে অনুশীলন করেছেন। ফিল্ডিং অনুশীলনে লম্বা থ্রো করে শারীরিক সামর্থও পরখ করে নিয়েছেন বাংলাদেশ দলের কোচিং স্টাফরা। টি২০ বিশ্বকাপে যার তোপে (৫/২২) কেঁপে উঠেছে নিউজিল্যান্ড দল সেই মুস্তাফিজুর এখন নিউজিল্যান্ড সফরে বলেই তাকে ঘিরে কৌতুহলটা একটু বেশিই। প্রতিপক্ষের অস্ত্রোভান্ডারে এমন কাটার মাস্টার আছে বলেই শিষ্যদের সতর্কবার্তা দিয়ে রেখেছেন নিউজিল্যান্ড কোচ মাইক হেসন। প্রতিপক্ষ যার ভয়ে তটস্থ সেই মুস্তাফিজুরকে ছাড়া ওয়ান ডে স্কোয়াড ঘোষনাও করতে চায়নি বিসিবি। সে কারনেই মঙ্গলবার নিউজিল্যান্ডের ওয়েঙ্গেরিতে লম্বা সেশনের অনুশীলনে মুস্তাফিজুরের আপডেট কোচিং স্টাফের কাছ থেকে টেলিফোনে জেনে নিয়েছেন বাংলাদেশ দলের প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু। টেলিফোনে মুস্তাফিজুর সম্পর্কে যে রিপোর্ট পেয়েছেন,তাতে আশ্বস্ত হয়েই এই বাঁ হাতি কাটার মাস্টারকে ১৩ মাস পর ওয়ান ডে দলে ফিরিয়ে এনেছেন নির্বাচক কমিটি। ‘‘শুনেছি ও প্রায় শতভাগ ফিট। ছোট ছোট স্পেলে বল করতে পারছে। লম্বা থ্রো ও করতে পারছে।’’

১৫ জনের দলে থাকা মুস্তাফিজুরকে ১৩ মাস পর ওয়ানডে ম্যাচে প্রত্যাবর্তনের ছাড়পত্র পেতে সফল হতে হবে আর একটি পরীক্ষায়। বৃহস্পতিবার ওয়েঙ্গেরিতে নিউজিল্যান্ড একাদশের বিপক্ষে ৫০ ওভারের অনুশীলন ম্যাচে নামিয়ে কাটার মাস্টারের সেই পরীক্ষা নিতে চাইছেন মিনহাজুল আবেদিন নান্নু, ‘‘অপারেশনের পর কতটা রিকভারি করেছে, স্কিল ফিটনেসের কতটা উন্নতি করেছে, তা দেখতে চাই। মুস্তাফিজুর যদি অনুশীলন ম্যাচে সাত, আট ওভার বল করতে পারে, তা হলে ওয়ান ডে ম্যাচে ও খেলবে।’’

Mustafizur Rahman Bangladesh One Day
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy