Advertisement
১৯ এপ্রিল ২০২৪

সেজে উঠেছে সূর্য সেনের গ্রাম রাউজান

কাল রাউজানে আসছেন ভারতের প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়। রাউজানের নোয়াপাড়ায় সূর্য সেনের বাড়ি ও স্মৃতি বিজড়িত নানা স্থান ঘুরে দেখবেন। যাবেন পাহাড়তলির তৎকালীন ইউরোপীয় ক্লাবে, যেখানে ব্রিটিশদের ওপরে হামলা চালিয়েছিলেন বিপ্লবী কন্যা প্রীতিলতা ওয়াদ্দেদার।

ছবি: সংগৃহীত।

ছবি: সংগৃহীত।

কুদ্দুস আফ্রাদ
ঢাকা শেষ আপডেট: ১৬ জানুয়ারি ২০১৮ ০৩:৪৩
Share: Save:

সেজে উঠেছে চট্টগ্রামের রাউজান, মাস্টারদা সূর্য সেনের জন্মস্থান। রাস্তার দু’পাশে গাছের গোড়ায় পড়েছে সাদা ও গোলাপি রঙের পোঁচ। লাগানো হয়েছে নতুন ঝাড়বাতি। রাস্তার মোড়ে শ্বেতপাথরের ওপর খোদাই করা এক যুবকের ছবি, যার নীচে লেখা— ‘মুক্তির মন্দির সোপান তলে, কত প্রাণ হল বলিদান...’।

কাল রাউজানে আসছেন ভারতের প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়। রাউজানের নোয়াপাড়ায় সূর্য সেনের বাড়ি ও স্মৃতি বিজড়িত নানা স্থান ঘুরে দেখবেন। যাবেন পাহাড়তলির তৎকালীন ইউরোপীয় ক্লাবে, যেখানে ব্রিটিশদের ওপরে হামলা চালিয়েছিলেন বিপ্লবী কন্যা প্রীতিলতা ওয়াদ্দেদার। দামপাড়ায় ব্রিটিশ আমলের অস্ত্রাগারটিও গিয়ে দেখবেন প্রণববাবু।

রাউজান উপজেলা পরিষদের চেয়ারম্যান এহসেনুল হায়দর চৌধুরী জানালেন, মাস্টারদার বসত ভিটেয় এখন ‘সূর্য সেন মা ও শিশু কল্যাণ কেন্দ্র’ চলে। নতুন সাজে সেজে উঠেছে সে’টি। সাজানো হয়েছে সূর্য সেন চত্বর, গেট এলাকা ও বিপ্লবী নেতার ভাস্কর্যও। প্রণববাবুকে স্বাগত জানাবেন স্থানীয় সাংসদ এবিএম ফজলে করিম চৌধুরী।

কাল ঢাকা থেকে গিয়ে চট্টগ্রামের একটি পাঁচতারা হোটেলে উঠবেন প্রণববাবু। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বিশেষ সমাবর্তন অনুষ্ঠানে তাঁকে ডি লিট দেওয়া হবে। সোমবার সেখানেও ছিল প্রণববাবুকে বরণ করে নেওয়ার জোর প্রস্তুতি। চট্টগ্রামে যে হোটেলে বাংলাদেশের বন্ধু ভারতের এই প্রবীণ রাজনীতিক থাকবেন, সেখানে তাঁকে নাগরিক সংবর্ধনাও দেওয়া হবে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Raozan Village Dhaka রাউজান
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE