Advertisement
১৭ এপ্রিল ২০২৪

শুধু জঙ্গিদের হাতে নয়, ঢাকায় বাহিনীর গুলিতেও মৃত্যু হয়েছে পণবন্দির

ঢাকার জঙ্গি হামলায় যে ২০ জন পণবন্দি নিহত হয়েছেন, তাঁদের সকলের মৃত্যু জঙ্গিদের হাতে হয়নি। বাংলাদেশের নিরাপত্তা বাহিনীর গুলিতেও এক পণবন্দির মৃত্যু হয়েছে। জানাল পুলিশ।

সংবাদ সংস্থা
শেষ আপডেট: ০৫ জুলাই ২০১৬ ১৭:১৬
Share: Save:

ঢাকার জঙ্গি হামলায় যে ২০ জন পণবন্দি নিহত হয়েছেন, তাঁদের সকলের মৃত্যু জঙ্গিদের হাতে হয়নি। বাংলাদেশের নিরাপত্তা বাহিনীর গুলিতেও এক পণবন্দির মৃত্যু হয়েছে। জানাল পুলিশ।

নিরাপত্তা বাহিনীর গুলিতে ছয় জঙ্গির মৃত্যু হয়েছিল গুলশনের হোলি আর্টিজান বেকারিতে। সপ্তম তথা শেষ জঙ্গিকে জীবিত পাকড়াও করা হয়। ছয় জঙ্গির দেহ ছাড়াও ২০ জনকে মৃত অবস্থায় পাওয়া গিয়েছিল রেস্তোরাঁর ভিতরে। ধরে নেওয়া হয়েছিল, তাঁদের সকলকেই জঙ্গিরাই খুন করেছে। কিন্তু বাংলাদেশের এক পদস্থ পুলিশকর্তা ঢাকায় মঙ্গলবার জানিয়েছেন, ওই ২০ জনের মধ্যে ১৯ জনকে জঙ্গিরা খুন করেছিল। এক জনের মৃত্যু হয়েছে নিরাপত্তা বাহিনীর গুলিতে। তাঁর নাম সইফুল ইসলাম চৌকিদার।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, সইফুল ইসলাম চৌকিদার হোলি আর্টিজানের কর্মী ছিলেন। তিনি পিৎজা বানাতেন। তাঁকেও জঙ্গিরা পণবন্দি বানিয়েছিল। জঙ্গিদের সঙ্গে লড়াই চলাকালীন সইফুলকে জঙ্গি ভেবে গুলি করেছিল নিরাপত্তা বাহিনী।

আরও পড়ুন: ‘আমিও টার্গেট হতে পারি’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE