Advertisement
২৬ এপ্রিল ২০২৪

ঢাকায় র‌্যাবের ব্যারাকে এ বার আত্মঘাতী হানা

চট্টগ্রামে জঙ্গি ডেরায় ১৯ ঘণ্টার অভিযানে ৪ জঙ্গি নিকেশের পর দিন শুক্রবারই সন্দেহভাজন জঙ্গিরা আত্মঘাতী হামলা চালাল ঢাকায় পুলিশের বিশেষ বাহিনী র‌্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ন (র‌্যাব)-এর ব্যারাকে।

প্রহরা: র‌্যাবের ছাউনির মধ্যে এখানেই আত্মঘাতী হামলা চলে। শুক্রবার ঢাকায়। ছবি: শাহিন কাওসার

প্রহরা: র‌্যাবের ছাউনির মধ্যে এখানেই আত্মঘাতী হামলা চলে। শুক্রবার ঢাকায়। ছবি: শাহিন কাওসার

কুদ্দুস আফ্রাদ
ঢাকা শেষ আপডেট: ১৮ মার্চ ২০১৭ ০২:৩০
Share: Save:

চট্টগ্রামে জঙ্গি ডেরায় ১৯ ঘণ্টার অভিযানে ৪ জঙ্গি নিকেশের পর দিন শুক্রবারই সন্দেহভাজন জঙ্গিরা আত্মঘাতী হামলা চালাল ঢাকায় পুলিশের বিশেষ বাহিনী র‌্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ন (র‌্যাব)-এর ব্যারাকে। এ ঘটনায় আততায়ীর দেহ ছিন্নভিন্ন হয়ে গেলেও প্রাণহানি এড়ানো গিয়েছে। তবে মারাত্মক আহত হয়েছেন দুই র‌্যাব সদস্য। এ ঘটনার পরে বাংলাদেশের সব বিমানবন্দর, রেল স্টেশন, নদী বন্দর ও কারাগারগুলির নিরাপত্তা বাড়ানো হয়েছে।

কাল পুলিশি অভিযানের মুখে এক মহিলা জঙ্গি দেহে বাঁধা সুইসাইড জ্যাকেটের সুইচ টিপে বিস্ফোরণ ঘটিয়েছিল। বিভিন্ন সময়ে তল্লাশিতে জঙ্গিদের ডেরায় এ ধরনের কিছু জ্যাকেট মিলেছিল। কিন্তু এই ধরনের জ্যাকেট পরে আত্মঘাতী হামলা চালানোর নজির শ্রীলঙ্কা ও পাকিস্তানে থাকলেও বাংলাদেশে এই প্রথম।

ঢাকা বিমানবন্দরের কাছে উত্তরার আশকোনায় র‌্যাব-এর সদর দফতরের জন্য নির্ধারিত স্থানে এখন অস্থায়ী ব্যারাক থেকেই কাজ করে পুলিশের এই ‘এলিট ফোর্স’। শুক্রবার তার সামনের রাস্তায় দুপুরের নমাজে বহু লোক জমা হয়েছিলেন। বিমানবন্দর থানার ওসি নুরে আজম মিয়া জানিয়েছেন, নমাজ ভাঙার পরে হঠাৎই এক যুবক র‌্যাব-এর ব্যারাকের দেওয়াল টপকে ভিতরে ঢুকে যায়। প্রহরায় থাকা দুই র‌্যাব সদস্য তার দিকে এগিয়ে গেলে সে দৌড়তে থাকে। তার পর ব্যারাকের সামনের দিকে স্নানঘরের পাশে দাঁড়িয়ে নিজের দেহে লাগানো বিস্ফোরক ফাটিয়ে দেয়। তার দেহ টুকরো টুকরো হয়ে ছড়িয়ে যায়। কিন্তু একটু দূরে থাকায় তাকে তাড়া করা যাওয়া পুলিশ দু’জন জখম হলেও প্রাণে বেঁচে যান। তাঁরা সামরিক হাসপাতালে ভর্তি।

ব্যারাকের উল্টো দিকের চায়ের দোকানি সাইফুল ইসলাম বলেন, ‘‘বেলা প্রায় সোয়া একটা। রাস্তায় জুম্মার নমাজের পরে ইমাম তখন ‘খুতবা’ পড়ছিলেন। হঠাৎই প্রচণ্ড একটি বোমা ফাটার আওয়াজে চার দিক কেঁপে ওঠে। র‌্যাবের ব্যারাকের মধ্যে দৌড়োদৌড়ি শুরু হয়। শুনি হামলা হয়েছে।’’ তিনি জানান, বোমার সপ্লিন্টারে ব্যারাকের সামনে দাঁড়ানো একটি গাড়ির কাচ চুরমার হয়ে যায়। নমাজিরা হুড়োহুড়ি করে পালিয়ে যান। র‌্যাব গোটা এলাকা ঘিরে ফেলে।

র‌্যাবের মিডিয়া ও লিগ্যাল উইংয়ের পরিচালক মুফতি মাহমুদ খান জানান, আত্মঘাতী যুবক জঙ্গি দলের সদস্য বলেই ধারণা করা হচ্ছে। কিন্তু তার দেহ ছিন্নভিন্ন হয়ে যাওয়ায় পরিচয় এখনও জানা যায়নি। তবে ওই যুবকের পোশাকের পকেটে জঙ্গি দলের কোনও ইস্তাহার বা কাগজপত্র পাওয়া যায়নি। আর কোনও বিস্ফোরক রয়েছে কি না, তার খোঁজেও তল্লাশি চালানো হচ্ছে।

পুলিশের জঙ্গি-বিরোধী শাখার এক কর্তার জানান, গুলশনের হোলি আর্টিজান বেকারির হামলার পরে পুলিশ ও র‌্যাবের একের পর এক অভিযানে জঙ্গি সংগঠনের মেরুদণ্ড কার্যত ভেঙে গিয়েছে। প্রত্যন্ত এলাকায় কিছু কিছু ডেরা বেঁধে তারা ফের সংগঠিত হওয়ার চেষ্টা করছে। কিন্তু কাল সীতাকুণ্ডে অভিযানের পরে তারা যে বাংলাদেশের কোথাওই আর নিরাপদ নয়, জঙ্গিরা তা বুঝে গিয়েছে। সেই আক্রোশ থেকেই তারা হামলার নিশানা করেছে র‌্যাবকে। কারণ জঙ্গি-বিরোধী অভিযানে এই বাহিনীই সবার আগে থাকে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Suicide bomber
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE