Advertisement
১৯ এপ্রিল ২০২৪

বাংলাদেশের মতো হ্যাকার হানা রুখতে উদ্যোগী সুইফ্‌ট

বাংলাদেশ ব্যাঙ্কের মতো সাইবার হানার শিকার যাতে অন্য আর্থিক প্রতিষ্ঠান আর না-হয়, তা নিশ্চিত করতে তাদের পরামর্শ দিচ্ছে সুইফ্‌ট। সংস্থার মুখপাত্র জানান, নিজেদের প্রযুক্তিগত নিরাপত্তা আঁটোসাটো কি না, প্রতিটি সদস্য ব্যাঙ্ক-কে তা খতিয়ে দেখতে বলছে তারা।

সংবাদ সংস্থা
ঢাকা শেষ আপডেট: ২২ মার্চ ২০১৬ ০২:০৯
Share: Save:

বাংলাদেশ ব্যাঙ্কের মতো সাইবার হানার শিকার যাতে অন্য আর্থিক প্রতিষ্ঠান আর না-হয়, তা নিশ্চিত করতে তাদের পরামর্শ দিচ্ছে সুইফ্‌ট।

সংস্থার মুখপাত্র জানান, নিজেদের প্রযুক্তিগত নিরাপত্তা আঁটোসাটো কি না, প্রতিটি সদস্য ব্যাঙ্ক-কে তা খতিয়ে দেখতে বলছে তারা। হ্যাকারদের হাত থেকে লেনদেন সুরক্ষিত রাখতে যে সমস্ত নিরাপত্তা বিধি মেনে চলা উচিত, সেখানে ফাঁক রয়েছে কি না, যাচাই করে দেখতে বলছে সেই বিষয়টিও। মনে করিয়ে দিচ্ছে নিরাপত্তার আঁটুনি নিয়মিত জরিপ করার কথা। যাতে সেখানে কোনও দুর্বল জায়গা চোখে পড়লে, তা দ্রুত মেরামত করা যায়। এড়ানো যায় বাংলাদেশ ব্যাঙ্কে প্রযুক্তি মারফত সিঁদ কেটে টাকা চুরির মতো ঘটনার পুনরাবৃত্তি।

সম্প্রতি সাইবার হানায় ৮.১০ কোটি ডলার (৫৪২ কোটি টাকা) খোওয়া গিয়েছে বাংলাদেশ ব্যাঙ্কের। যার নৈতিক দায়িত্ব নিয়ে সরে দাঁড়িয়েছেন বাংলাদেশের শীর্ষ ব্যাঙ্কটির কর্ণধার।

উল্লেখ্য, ফেব্রুয়ারিতে বাংলাদেশ ব্যাঙ্কের সাইবার নিরাপত্তার ঘেরাটোপ ভেঙে হানা দেয় হ্যাকাররা। আন্তর্জাতিক লেনদেনের জন্য নিউ ইয়র্কের ফেডারেল রিজার্ভ ব্যাঙ্কে অ্যাকাউন্ট রয়েছে পড়শি দেশের শীর্ষ ব্যাঙ্কটির। সেখান থেকে ৯৫ কোটি ডলারেরও বেশি সরিয়ে নিতে চেষ্টা করেছিল সাইবার দুষ্কৃতিরা। টাকা সরিয়ে নেওয়ার অনেকগুলি চেষ্টা রোখা গেলেও, তা পুরোপুরি আটকানো যায়নি। শেষমেশ দেখা যায়, ফিলিপিন্সের কিছু অ্যাকাউন্টে ৮ কোটি ডলারেরও বেশি সরিয়ে নিয়ে গিয়েছে হ্যাকাররা।

বিশ্বে বিভিন্ন দেশে বিভিন্ন ব্যাঙ্কে সাইবার নিরাপত্তা বিভিন্ন রকম। এমনকী শীর্ষ ব্যাঙ্কগুলির ক্ষেত্রেও তা আলাদা। অথচ দেখা যাচ্ছে, মোটা টাকা হাতাতে বারবারই ব্যাঙ্কগুলিকে নিশানা করছে হ্যাকাররা। তাই সেই হানা রুখতে কোমর বেঁধে নেমেছে সুইফ্‌ট। হ্যাকার হানা আটকাতে প্রতিটি ব্যাঙ্ক-কে সর্বোচ্চ মানের প্রযুক্তিগত নিরাপত্তা নিশ্চিত করতে বলছে তারা।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

bangladesh cyber crime swifts
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE