Advertisement
১৯ এপ্রিল ২০২৪

‘মৈত্রী’র ধাক্কায় মৃত্যু বাংলাদেশে

যশোর-নাভারন হাইওয়ে থানার অফিসার আফজল হুসেন জানান, আগরতলা থেকে ঢাকা হয়ে কলকাতা যাচ্ছিল ‘মৈত্রী’ বাসটি। ওই সড়ক দিয়েই ছুটিতে যশোরের বাড়িতে ফিরছিলেন বেনাপোল বন্দরের উপ-নির্দেশক আমিনূল ইসলাম।

নিজস্ব সংবাদদাতা
আগরতলা শেষ আপডেট: ২৩ জুন ২০১৭ ০৫:৩৪
Share: Save:

বাংলাদেশে ‘মৈত্রী’ বাসের ধাক্কায় মৃত্যু হলো সে দেশের এক আমলার গাড়ির চালকের। গুরুতর জখম সরকারি আধিকারিক ও তাঁর নিরাপত্তারক্ষী। আজ সকালে যশোর-বেনাপোল মহাসড়কে শ্যামলাগাছিতে দুর্ঘটনাটি ঘটে।

যশোর-নাভারন হাইওয়ে থানার অফিসার আফজল হুসেন জানান, আগরতলা থেকে ঢাকা হয়ে কলকাতা যাচ্ছিল ‘মৈত্রী’ বাসটি। ওই সড়ক দিয়েই ছুটিতে যশোরের বাড়িতে ফিরছিলেন বেনাপোল বন্দরের উপ-নির্দেশক আমিনূল ইসলাম। সঙ্গে তাঁর নিরাপত্তারক্ষী সাইফুল ইসলাম। বাসের সঙ্গে সংঘর্ষে ঘটনাস্থলেই মৃত্যু হয় পড়শি দেশের আমলার গাড়ির চালক জহিদুল রহমানের। এলাকার বাসিন্দারা আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।

পুলিশ জানিয়েছে, দুর্ঘটনার পর মৈত্রী বাস বেনাপোল বন্দরে চলে যায়| পুলিশ সেখানে পৌঁছে বাসের চালক বিশ্বজিৎ চক্রবর্তীকে আটক করে। বাজেয়াপ্ত করা হয় বাসটিও।
মৈত্রীর যাত্রীদের অন্য বাসে কলকাতায় পাঠানো হয়। পুলিশ জানায়,বাসের কোনও যাত্রীর আঘাত লাগেনি। প্রশাসনিক সূত্রে খবর, মৈত্রী বাসে ৩৮ জন আগরতলা থেকে কলকাতায় যাচ্ছিলেন। ত্রিপুরা সড়ক পরিবহণ নিগমের ম্যানেজিং ডিরেক্টর কেশব কর জানান, বাসচালকের জামিনের আবেদন জানাতে নিগম প্রতিনিধিরা কাল বাংলাদেশে পৌঁছবেন।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Accident Bus Accident Maitree Death Injured
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE