Advertisement
২৪ এপ্রিল ২০২৪
Haisna will not supports terrorism

সন্ত্রাসের পৃষ্ঠপোষকদেরও ছাড়া হবে না: হাসিনা

যারা জঙ্গিবাদের পৃষ্ঠপোষকতা করছে তাদেরও বিচারের কাঠগড়ায় দাঁড় করানো হবে। হুঁশিয়ারি দিলেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা।বুধবার মার্কিন যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়ায় ‘টাইসন কর্নার’ এর রিত্জ কার্লটন হোটেলে আওয়ামি লিগের নেতাকর্মীদের নিয়ে আয়োজিত এক অনুষ্ঠানে গিয়েছিলেন তিনি।

শেখ হাসিনা।

শেখ হাসিনা।

নিজস্ব সংবাদদাতা
ঢাকা শেষ আপডেট: ২৯ সেপ্টেম্বর ২০১৬ ১৯:০১
Share: Save:

যারা জঙ্গিবাদের পৃষ্ঠপোষকতা করছে তাদেরও বিচারের কাঠগড়ায় দাঁড় করানো হবে। হুঁশিয়ারি দিলেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা।বুধবার মার্কিন যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়ায় ‘টাইসন কর্নার’ এর রিত্জ কার্লটন হোটেলে আওয়ামি লিগের নেতাকর্মীদের নিয়ে আয়োজিত এক অনুষ্ঠানে গিয়েছিলেন তিনি। সেখানে হাসিনা বলেন, “শিক্ষক, ইমাম থেকে শুরু করে যাঁরা ধর্মীয় শিক্ষাগুরু, আমাদের অভিভাবক, সব শ্রেণি-পেশার মানুষ, আমাদের নির্বাচিত প্রতিনিধি, বিভিন্ন দলের নেতাকর্মী, আমাদের সবাইকে নিয়ে এবং বিভিন্ন আইনশৃঙ্খলা রক্ষাকারী সংস্থা-সহ প্রত্যেকে, সবাই মিলে এক হয়ে জঙ্গিবাদবিরোধী ভূমিকা পালন করতে হবে।”

দেশের ভাবমূর্তি উজ্জ্বল করতে প্রবাসীদের বিশেষ ভুমিকা রয়েছে বলেও মনে করিয়ে দেন প্রধানমন্ত্রী। বলেন, “দেশে অপরাধীদের বিচার হচ্ছে। আইনের শাসন প্রতিষ্ঠিত হচ্ছে। জাতির জনকের হত্যার বিচার হয়েছে। যুদ্ধাপরাধীদের বিচার চলছে। জাতীয় চার নেতার হত্যার বিচার-সহ সব হত্যাকাণ্ডের বিচার আইনি প্রক্রিয়ার মধ্যে দিয়ে শেষ হবে।”

বিএনপি প্রসঙ্গে শেখ হাসিনা বলেন, দেশের রাজনীতি নিয়ে তারা বারবার বিদেশিদের কাছে অভিযোগ তুলছে। জনগণের শক্তির ওপর তাদের কোনও ভরসা নেই।

বিএনপি, জামাতের নেতাকর্মীদের বিরুদ্ধে দায়ের করা মামলার প্রসঙ্গ টেনে তিনি বলেন, “এগুলো রাজনৈতিক মামলা নয়। এগুলো মানুষ পোড়ানোর মামলা। দোষী ব্যক্তিদের অবশ্যই শাস্তি পেতে হবে। এছাড়া যারা অপরাধীদের লালন করেছেন, যুদ্ধাপরাধীদের মন্ত্রী বানিয়েছেন তাদেরও বিচারের মুখোমুখি হতে হবে।”

কবি সৈয়দ শামসুল হকের মৃত্যুতে শোকপ্রকাশ করে বাংলাদেশের প্রধানমন্ত্রী বলেন, “দেশ ছাড়ার আগে হাসপাতালে আমি সৈয়দ শামসুল হকের সঙ্গে দেখা করতে যাই। তখন আমার মনেই হয়নি তিনি চলে যাবেন। সৈয়দ হকের মনের জোর ছিল ভীষণ। তাঁর মৃত্যুতে গভীর সমবেদনা প্রকাশ করছি।”

আরও খবর

ইসলামাবাদে সার্ক সম্মেলনে যাচ্ছে না বাংলাদেশ

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Sheikh Hasina Bangladesh Terrorism
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE