Advertisement
২৪ এপ্রিল ২০২৪

কয়লার ঘাটতিতে এ বার সঙ্কটের মুখে দাঁড়িয়ে রাজ্যও

চাহিদামতো কয়লা জোগাতে পারছে না কোল ইন্ডিয়া। যার জেরে কয়লার ব্যাপক ঘাটতি দেখা দিয়েছে রাজ্যের তাপবিদ্যুৎ কেন্দ্রগুলিতে। এই মুহূর্তে পশ্চিমবঙ্গ বিদ্যুৎ উন্নয়ন নিগমের হাতে যতটা কয়লা মজুত রয়েছে, তাতে সবক’টি কেন্দ্র মাত্র ছ’দিন পর্যন্ত উৎপাদন চালিয়ে যেতে পারবে বলে জানিয়েছে একটি বিশেষ সূত্র। যেখানে নিয়ম মাফিক বর্ষার মরসুমে অন্তত ১০-১২ দিনের জন্য তা মজুত থাকার কথা।

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ১৯ জুলাই ২০১৪ ০৩:২৫
Share: Save:

চাহিদামতো কয়লা জোগাতে পারছে না কোল ইন্ডিয়া। যার জেরে কয়লার ব্যাপক ঘাটতি দেখা দিয়েছে রাজ্যের তাপবিদ্যুৎ কেন্দ্রগুলিতে। এই মুহূর্তে পশ্চিমবঙ্গ বিদ্যুৎ উন্নয়ন নিগমের হাতে যতটা কয়লা মজুত রয়েছে, তাতে সবক’টি কেন্দ্র মাত্র ছ’দিন পর্যন্ত উৎপাদন চালিয়ে যেতে পারবে বলে জানিয়েছে একটি বিশেষ সূত্র। যেখানে নিয়ম মাফিক বর্ষার মরসুমে অন্তত ১০-১২ দিনের জন্য তা মজুত থাকার কথা।

তবে এই সঙ্কটের কারণে রাজ্যে লোডশেডিং হতে পারে কিনা, সেই প্রশ্নের উত্তরে বিদ্যুৎ কর্তারা জানাচ্ছেন, এখনও ওই সম্ভাবনা তৈরি হয়নি। তাঁদের দাবি, বর্ষার মরসুম বলে বিদ্যুতের চাহিদা তুলনামূলক ভাবে অনেকটাই কম। ফলে কিছুটা কম কয়লা পুড়িয়েও আপাতত পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখা সম্ভব।

রাজ্যের এক বিদ্যুৎ কর্তা বলেন, “পশ্চিমবঙ্গ-সহ পূর্বাঞ্চলের রাজ্যগুলিতে ভাল বর্ষা শুরু হয়ে যাওয়ায় কোল ইন্ডিয়ার কয়লা উত্তোলনে সমস্যা হচ্ছে। ফলে জোগান কমেছে। এই কারণেই বর্ষা আসার অনেক আগে থাকতেই প্রতিটি তাপবিদ্যুৎ কেন্দ্রে বেশি করে কয়লা মজুত করে রাখা হয়।”

প্রকৃতপক্ষে, রাজ্যের তাপবিদ্যুৎ উৎপাদনের জন্য মোট চাহিদার ৭৫% কয়লাই জোগান দেয় কোল ইন্ডিয়া। সবক’টি তাপবিদ্যুৎ কেন্দ্র চালাতে রাজ্যের প্রতিদিন লাগে ৫০ হাজার টন কয়লা। আর বিদ্যুৎ দফতর সূত্রে খবর, নিগমের তাপবিদ্যুৎ কেন্দ্রগুলিতে এখন মজুত রয়েছে মোট ৩ লক্ষ ১৩ হাজার টন। সঙ্কট থেকে মুক্তি পেতে নিগম কর্তৃপক্ষ ভারত কোকিং কোলের দ্বারস্থ হয়েছিল। তাদের কাছে প্রতিদিন দুই রেক করে বাড়তি কয়লা চাওয়া হয়েছিল। যা কেনার জন্য নিগম অর্থের সংস্থানও করে রাখে। কিন্তু তাতেও অবস্থা সেই তিমিরেই। কারণ কয়লা দিতে পারছে না ভারত কোকিং কোলও। এই পরিস্থিতিতে নিগম কর্তৃপক্ষের অভিযোগ, টাকা দিয়েও বাড়তি কয়লা পাওয়া যাচ্ছে না। দেশজুড়ে বিভিন্ন তাপবিদ্যুৎ কেন্দ্রেই কয়লার ব্যাপক ঘাটতি দেখা দেওয়ায় কোল ইন্ডিয়া ও তার সহযোগী সংস্থাগুলি প্রত্যেকের চাহিদা মতো তা জোগান দিয়ে উঠতে পারছে না বলে জানিয়েছে বিদ্যুৎ উন্নয়ন নিগম।

প্রসঙ্গত, শুধু পশ্চিমবঙ্গ নয়, কয়লা সঙ্কট দেখা দিয়েছে উত্তর, পশ্চিম ও মধ্য ভারতের বিদ্যুৎ কেন্দ্রগুলিতেও। তার মজুত কোথাও দু’দিন, কোথাও বা চার দিন চলার মতো। সম্প্রতি এনটিপিসি কর্তৃপক্ষ কেন্দ্রীয় সরকারকে জানিয়ে দিয়েছে, যে কোনও সময়ে তাদের ছ’টি বিদ্যুৎ কেন্দ্রের উৎপাদন বন্ধ হয়ে যেতে পারে। বিশেষজ্ঞ মহল মনে করছে, গত কয়েক বছরে যে হারে দেশের তাপবিদ্যুৎ উৎপাদন ক্ষমতা বেড়েছে, সেই তুলনায় কোল ইন্ডিয়ার কয়লার উৎপাদন বাড়েনি বলেই এই সঙ্কট শুরু হয়েছে।

বিদ্যুৎ শিল্পের একাংশের অভিমত, নতুন কয়লা খনিগুলিতে জোরকদমে খননের কাজ শুরু না-করতে পারলে এই সঙ্কট আরও বাড়বে। পশ্চিমবঙ্গ বিদ্যুৎ উন্নয়ন নিগমের আশঙ্কা, এনটিপিসি-ই যেখানে কয়লা সঙ্কটে ভুগছে, সেখানে তাদের সমস্যা না মিটিয়ে রাজ্যের তাপবিদ্যুৎ কেন্দ্রগুলির জন্য কয়লা পাওয়া সম্ভব নয়।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Coal deficit electricity crisis
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE