Advertisement
২০ এপ্রিল ২০২৪

টুকরো খবর

সংস্থার সমাজকল্যাণমূলক খাতে অর্থ বরাদ্দ নিয়ে নিজেদের সমস্ত দাবি-দাওয়াকে যুক্তিসম্মত দাবি করার পাশাপাশি বজাজ অটো কর্তৃপক্ষকে পক্ষপাতদুষ্ট বলে অভিযোগ তুলল কর্মী ইউনিয়ন। তাদের দাবিকে ক’দিন আগেই পাগলের প্রলাপ বলেছেন সংস্থার এমডি রাজীব বজাজ। কর্তৃপক্ষকে লেখা এক চিঠিতে সংগঠনের প্রেসিডেন্ট দিলীপ পওয়ার ম্যানেজমেন্টের ভাবনা পক্ষপাতমূলক বলে অভিযোগ তুলেছেন।

শেষ আপডেট: ২১ এপ্রিল ২০১৪ ০২:৩৬
Share: Save:

বজাজ অটো কর্তৃপক্ষ পক্ষপাতদুষ্ট, অভিযোগ সংগঠনের

সংবাদ সংস্থা • মুম্বই

সংস্থার সমাজকল্যাণমূলক খাতে অর্থ বরাদ্দ নিয়ে নিজেদের সমস্ত দাবি-দাওয়াকে যুক্তিসম্মত দাবি করার পাশাপাশি বজাজ অটো কর্তৃপক্ষকে পক্ষপাতদুষ্ট বলে অভিযোগ তুলল কর্মী ইউনিয়ন। তাদের দাবিকে ক’দিন আগেই পাগলের প্রলাপ বলেছেন সংস্থার এমডি রাজীব বজাজ। কর্তৃপক্ষকে লেখা এক চিঠিতে সংগঠনের প্রেসিডেন্ট দিলীপ পওয়ার ম্যানেজমেন্টের ভাবনা পক্ষপাতমূলক বলে অভিযোগ তুলেছেন। তাঁর মতে, শিল্প-সম্পর্কের ক্ষেত্রেও সংস্থার ইতিহাস খুব খারাপ। এবং তার কারণ খতিয়ে দেখা জরুরি। দাবি না-মানলে ২৮ এপ্রিল থেকে চাকন কারখানায় ধর্মঘটের ব্যাপারে তারা অনড় বলে আগেই জানিয়েছে ইউনিয়ন।

কিছুটা কমতে পারে স্পেকট্রামের দাম

সংবাদ সংস্থা • নয়াদিল্লি

কমতে পারে স্পেকট্রামের এককালীন ফি। গত ফেব্রুয়ারিতে হওয়া স্পেকট্রাম নিলামের পরিপ্রেক্ষিতে ওই দাম কমানোর ইঙ্গিত দিয়েছে কেন্দ্রীয় টেলিকম দফতর (ডট)। অতিরিক্ত স্পেকট্রাম রাখার জন্য টেলিকম সংস্থাগুলিকে এই এককালীন ফি দিতে হয়। ডট-এর এক আধিকারিক জানান, দিল্লি, মুম্বই, কর্নাটক, রাজস্থান, এই চার সার্কেলে ১৮০০ মেগাহার্ৎজ এবং দিল্লি, মুম্বই, কলকাতায় ৯০০ মেগাহার্ৎজের ওই স্পেকট্রামের এককালীন ফি সংশোধন করা হবে। বাকি সার্কেলগুলিতে অবশ্য তা বদলাবে না। তিনি বলেন, “প্রক্রিয়াটি শুরু হয়েছে। মাসখানেকের মধ্যেই নোটিস পাঠানো হবে।”

চিনি রফতানি নিয়ে

সংবাদ সংস্থা • নয়াদিল্লি

আখ থেকে প্রাথমিক ভাবে যে চিনি তৈরি হয়, তা রফতানিতে টন প্রতি ৩,৩০০ টাকার ভর্তুকি এপ্রিল-মে মাসের জন্যও বহাল রাখল কেন্দ্র। সরকারি সূত্রে খবর, গত সপ্তাহেই কেন্দ্রীয় খাদ্য মন্ত্রক এই সিদ্ধান্ত নিয়েছে। এপ্রিল ও মে-তে ওই চিনি মোট ৪ লক্ষ টন রফতানি হওয়ার কথা। এর আগে গত ফেব্রুয়ারির শেষে আগামী দু’বছর ৪০ লক্ষ টন ওই চিনি রফতানিতে ইনসেনটিভ দেওয়ায় সায় দিয়েছে মন্ত্রিসভার আর্থিক বিষয়ক কমিটি। যাতে নগদের অভাবে ধুঁকতে থাকা আখ চাষিদের সব বকেয়া মিটিয়ে সাহায্য করা সম্ভব হয়।

আবেদন খারিজ

সংবাদ সংস্থা • নিউ ইয়র্ক

মার্কিন জেলা আদালতে খারিজ হল রেঙ্গন রাজারত্নমের আবেদন। বেআইনি ভাবে সংস্থার গোপন তথ্য কাজে লাগিয়ে মুনাফার করার অভিযোগে দাদা রাজ রাজারত্নমের সঙ্গে তাঁকেও অভিযুক্ত করেছিল আদালত। যা তুলে নেওয়ার আবেদন করেন রেঙ্গন।

জেনারেল মোটরসের নতুন শেভ্রলে করভেট। প্রদর্শনে উত্তর আমেরিকায় সংস্থার প্রেসিডেন্ট মার্ক রস। সম্প্রতি নিউ ইয়র্কে আত্মপ্রকাশ করে এই স্পোর্টস কার। যা এখন সেখানে আন্তর্জাতিক অটো শো-এ দেখানো হচ্ছে। বাজারে গাড়িটির বিক্রি শুরু হবে অবশ্য আগামী বছরের প্রথম দিক নাগাদ। ছবি: রয়টার্স ।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE