Advertisement
২৪ এপ্রিল ২০২৪

ত্রৈমাসিক আর্থিক ফলাফল

চলতি অর্থবর্ষের প্রথম ত্রৈমাসিকে (এপ্রিল-জুন) পরিকাঠামোয় ঋণদানকারী সংস্থাটির নিট মুনাফা ৩৮ শতাংশ কমে হয়েছে ২২.৯১ কোটি টাকা। সংস্থার মোট আয়ও কমে হয়েছে ৪৭৬.১৬ কোটি টাকা।

শেষ আপডেট: ০২ অগস্ট ২০১৫ ০২:৪৮
Share: Save:

শ্রেয়ি ইনফ্রাস্ট্রাকচার ফিনান্স

চলতি অর্থবর্ষের প্রথম ত্রৈমাসিকে (এপ্রিল-জুন) পরিকাঠামোয় ঋণদানকারী সংস্থাটির নিট মুনাফা ৩৮ শতাংশ কমে হয়েছে ২২.৯১ কোটি টাকা। সংস্থার মোট আয়ও কমে হয়েছে ৪৭৬.১৬ কোটি টাকা। গত বছর একই সময়ে তা ছিল ৫৫৯.৬৬ কোটি।

আইসিআইসিআই ব্যাঙ্ক

অনুৎপাদক সম্পদ কিছুটা কমার হাত ধরে এপ্রিল-জুন ত্রৈমাসিকে ব্যাঙ্কটির সামগ্রিক নিট মুনাফা ১৪ শতাংশ বেড়ে হয়েছে ৩,২৩২ কোটি টাকা। একক ভাবেও তাদের মুনাফা বেড়েছে ১২ শতাংশ। দাঁড়িয়েছে ২,৯৭৬ কোটি টাকায়। মোট আয়ও বেড়ে পৌঁছে গিয়েছে ১৫,৮০২ কোটিতে। একই সঙ্গে সুদ বাবদ আয় দাঁড়িয়েছে ৫,১১৫ কোটি। যা গত বছরের একই সময়ের তুলনায় ১৪ শতাংশ বেশি।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE