Advertisement
২৪ এপ্রিল ২০২৪

দশটি শহর হবে ইন্টালিজেন্ট সিটি, ঘোষণা রাজ্যের

রাজ্যে শিল্প সহায়ক জমিনীতি নেই, নেই সঠিক পরিকাঠামো। বিনিয়োগকারীরা ফিরেও তাকাচ্ছেন না। এ দিকে জানুয়ারির প্রথম সপ্তাহে কলকাতায় বসছে বিশ্ববঙ্গ সম্মেলন। লগ্নিকারীদের কাছে মুখরক্ষা করতে এ বার রাজ্য সরকারের ‘চমক’-‘ইন্টালিজেন্ট সিটি’।

নিজস্ব সংবাদদাতা
দুর্গাপুর শেষ আপডেট: ২৮ নভেম্বর ২০১৫ ০১:৫৮
Share: Save:

রাজ্যে শিল্প সহায়ক জমিনীতি নেই, নেই সঠিক পরিকাঠামো। বিনিয়োগকারীরা ফিরেও তাকাচ্ছেন না। এ দিকে জানুয়ারির প্রথম সপ্তাহে কলকাতায় বসছে বিশ্ববঙ্গ সম্মেলন। লগ্নিকারীদের কাছে মুখরক্ষা করতে এ বার রাজ্য সরকারের ‘চমক’-‘ইন্টালিজেন্ট সিটি’।

রাজ্যের দশটি শহরকে বিনিয়োগ সহায়ক ‘ইন্টালিজেন্ট সিটি’ হিসাবে গড়ে তোলা হবে বলে দুর্গাপুরে এক অনুষ্ঠানে জানান রাজ্যের পুর ও নগরোন্নয়ন দফতরের প্রধান সচিব দেবাশিস সেন। আসানসোল, বোলপুর, শিলিগুড়ি, হাওড়া ও বারুইপুর ছাড়াও তালিকায় আছে কেন্দ্রের স্মার্ট সিটির তালিকায় থাকা দুর্গাপুর, বিধাননগর, নিউটাউন ও হলদিয়া। দেবাশিসবাবু জানান, লগ্নি টানতে শহরগুলিতে অত্যাধুনিক পরিকাঠামো গড়া হবে। ঘেরা হবে পর্যাপ্ত সবুজে। তথ্যপ্রযুক্তির যথাযথ ব্যবহারের মাধ্যমে কাজের গতি বাড়বে। দূষণ রোধে কার্যকরী ব্যবস্থা নেওয়া হবে। সৌরশক্তির সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করা হবে। দেবাশিসবাবু বলেন, ‘‘জানুয়ারির প্রথম সপ্তাহে কলকাতায় গ্লোবাল বিজনেস সামিটে এই শহরগুলির উপরেই প্রধান নজর থাকবে।’’

দুর্গাপুরে স্মার্ট সিটি সংক্রান্ত এক আলোচনা এবং ‘স্মার্ট দুর্গাপুর’ অ্যাপস এর উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেন দেবাশিসবাবু।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE