Advertisement
১৬ এপ্রিল ২০২৪
ওষুধ শিল্পে বৃহত্তম সংযুক্তি

ফাইজার কিনে নিচ্ছে অ্যালার্গানকে

আয়ারল্যান্ডের অ্যালার্গানকে ১৬ হাজার কোটি ডলারে (১০ লক্ষ ৪০ হাজার কোটি টাকা) কিনে নিচ্ছে মার্কিন ওষুধ প্রস্তুতকারক ফাইজার। এটি বিশ্বে ওষুধ শিল্পের বৃহত্তম অধিগ্রহণ বলে দাবি সংশ্লিষ্ট মহলের। দুই সংস্থার পরিচালন পর্ষদই এই অধিগ্রহণে সায় দিয়েছে।

সংবাদ সংস্থা
নিউ ইয়র্ক শেষ আপডেট: ২৪ নভেম্বর ২০১৫ ০৩:১৯
Share: Save:

আয়ারল্যান্ডের অ্যালার্গানকে ১৬ হাজার কোটি ডলারে (১০ লক্ষ ৪০ হাজার কোটি টাকা) কিনে নিচ্ছে মার্কিন ওষুধ প্রস্তুতকারক ফাইজার। এটি বিশ্বে ওষুধ শিল্পের বৃহত্তম অধিগ্রহণ বলে দাবি সংশ্লিষ্ট মহলের। দুই সংস্থার পরিচালন পর্ষদই এই অধিগ্রহণে সায় দিয়েছে।

চুক্তি অনুসারে, অ্যালার্গানের মূল সংস্থার অধীনে প্রথমে একটি শাখা তৈরি করা হবে। যা মিশবে ফাইজারের সঙ্গে। এর পর সামগ্রিক ভাবে সংস্থার নতুন নাম হবে ফাইজার। সদর দফতর হবে আয়ারল্যান্ডে এবং নিউ ইয়র্কে থাকবে তার কার্যকরী শাখা। এই চুক্তির জেরে ফাইজারের কর বাঁচানোর পথও সহজ হবে, কারণ কোম্পানি করের হার আয়ারল্যান্ডে ১২.৫%, আমেরিকায় ৩৫ %।

ফাইজারের শেয়ারহোল্ডাররা পাবেন নতুন সংস্থার একটি শেয়ার অথবা চাইলে নগদও নিতে পারবেন। আর অ্যালার্গানের বিনিয়োগকারীরা ১১.৩টি শেয়ার। নতুন সংস্থার চেয়ারম্যান এবং সিইও-র দায়িত্ব সামলাবেন ফাইজার-কর্তা ইয়ান রিড। অ্যালার্গান-কর্তা ব্রেন্ট সনডার্স হবেন প্রেসিডেন্ট ও চিফ অপারেটিং অফিসার। প্রসঙ্গত, ফাইজারের ভাঁড়ারে রয়েছে লাইক্রা, ভায়াগ্রা, প্রিভেনারের মতো ওষুধ এবং অ্যালার্গান তৈরি করে বোটোক্স, নামেন্ডা ইত্যাদি।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE