Advertisement
২০ এপ্রিল ২০২৪

ভারতের ছোট শহরে ব্যবসা বাড়ানোর পথে সিম্বা টয়েজ

ভারতে প্রধানত ছোট শহরগুলিকে পাখির চোখ করেই ব্যবসা বাড়ানোর বড়সড় পরিকল্পনা হাতে নিয়েছে সিম্বা টয়েজ ইন্ডিয়া। তবে তাদের বাণিজ্য কৌশলের অন্যতম অঙ্গ হিসেবে বড় শহরে বিক্রি বাড়ানোর উদ্যোগও থাকছে বলে দাবি জার্মান খেলনা প্রস্তুত -কারক সিম্বা ডিকি গ্রুপের এই ভারতীয় শাখার।

সংবাদ সংস্থা
নয়াদিল্লি শেষ আপডেট: ২২ ডিসেম্বর ২০১৪ ০১:৩৪
Share: Save:

ভারতে প্রধানত ছোট শহরগুলিকে পাখির চোখ করেই ব্যবসা বাড়ানোর বড়সড় পরিকল্পনা হাতে নিয়েছে সিম্বা টয়েজ ইন্ডিয়া। তবে তাদের বাণিজ্য কৌশলের অন্যতম অঙ্গ হিসেবে বড় শহরে বিক্রি বাড়ানোর উদ্যোগও থাকছে বলে দাবি জার্মান খেলনা প্রস্তুত -কারক সিম্বা ডিকি গ্রুপের এই ভারতীয় শাখার। বর্তমানে মেজরেত্তে, স্টেফি, স্কুয়াপের মতো সিম্বার বিভিন্ন ব্র্যান্ডের খেলনা এ দেশের বাজারে বিক্রি হয়। এমনকী সংস্থার দেওয়া পরিসংখ্যান অনুযায়ী, তাদের মোট বিক্রির প্রায় ৭০ শতাংশই হয় ভারতে। এ দেশে সিম্বা টয়েজ-এর ব্যবসার প্রধান নারায়ণ সাভারওয়াল বলেন, “ভারতের বাজারের প্রতি সিম্বা দায়বদ্ধ। তাই এ দেশে আমাদের উপস্থিতি আরও বাড়ানোর চেষ্টা করছি।” সে ক্ষেত্রে মেট্রো শহরের পাশাপাশি মূলত দ্বিতীয় ও তৃতীয় স্তরের বিভিন্ন শহরে ফ্র্যাঞ্চাইজি দিয়ে দোকান খোলার মডেলেই ব্যবসা বাড়ানো হবে বলে জানান তিনি। অবশ্য, পরিকল্পনায় মেট্রো বা বড় শহর থাকলেও, মূল লক্ষ্য যে ছোট শহর, তা স্পষ্ট করে দিয়েছে সিম্বা। সাভারওয়ালের দাবি, তাঁদের বিপণির ৬০% খুলবে মেট্রো নয় এমন শহরে। কারণ, উন্নয়নের হাত ধরে ওই সব অঞ্চলে ভাল খেলনার চাহিদা বাড়ছে বলে মনে করছেন তাঁরা। প্রথম সারির খেলনা প্রস্তুতকারক সিম্বা-র ২০টি বিপণি রয়েছে ভারতে। আগামী বছরের মধ্যে এই তালিকায় আরও ৩০-৪০টি যোগ হওয়ার কথা। তবে এ দেশে সিম্বা-র কোনও কারখানা নেই। তৈরি পণ্য এনেই এখানে বিক্রি করে সংস্থা।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

indian market simba toy's
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE