Advertisement
১৬ এপ্রিল ২০২৪

লগ্নি টানতে জমি অধিগ্রহণের পক্ষেই সওয়াল ছত্তীসগঢ়ের শিল্পমন্ত্রীর

বেসরকারি লগ্নি টানতে জমি অধিগ্রহণের পক্ষে সওয়াল করলেন ছত্তীসগঢ়ের শিল্পমন্ত্রী অমর অগ্রবাল। তাঁর বক্তব্য, বর্তমান আইন অনুযায়ী বেসরকারি সংস্থার পক্ষে জমি কিনে শিল্প গড়া কঠিন। ছত্তীসগঢ়ের খাদ্য প্রক্রিয়াকরণ শিল্পে লগ্নি টানতে ইন্ডিয়ান চেম্বারের উদ্যোগে কলকাতায় ‘রোড শো’-তে মঙ্গলবার এ কথা জানান তিনি।

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ০৭ জুলাই ২০১৫ ১৯:২০
Share: Save:

বেসরকারি লগ্নি টানতে জমি অধিগ্রহণের পক্ষে সওয়াল করলেন ছত্তীসগঢ়ের শিল্পমন্ত্রী অমর অগ্রবাল। তাঁর বক্তব্য, বর্তমান আইন অনুযায়ী বেসরকারি সংস্থার পক্ষে জমি কিনে শিল্প গড়া কঠিন। ছত্তীসগঢ়ের খাদ্য প্রক্রিয়াকরণ শিল্পে লগ্নি টানতে ইন্ডিয়ান চেম্বারের উদ্যোগে কলকাতায় ‘রোড শো’-তে মঙ্গলবার এ কথা জানান তিনি।

ছত্তীসগড়ের শিল্পমন্ত্রী এ দিন জানান, তাঁরাও জমি কিনে শিল্পের জন্য ‘ল্যান্ড ব্যাঙ্ক’ তৈরি করছেন। সেখান থেকে লগ্নিকারীদের যেমন শিল্পের জন্য জমি দেওয়া হয়, তেমনই শিল্পতালুক গড়তেও সেই জমি ব্যবহার করা হয়।

পাশাপাশি, বেসরকারি লগ্নিকারীর জন্যও ছত্তীসগঢ়ের সরকার জমি অধিগ্রহণ করেন। তিনি বলেন, ‘‘জমি অধিগ্রহণ আইন সংস্কার না হলে বেসরকারি লগ্নিকারীর পক্ষে জমি কিনে শিল্প গড়া সমস্যার। জমি চিহ্নিত করার পর রাজ্য সরকার সেই জমি কিনে তা শিল্পপতিদের লিজে দেয়।’’ তবে জমিদাতাদের স্বার্থ সুরক্ষিত করতে রক্ষাকবচও তৈরির দাবি জানান তিনি। শিল্পমন্ত্রী জানান, জমিদাতাদের হয় প্রকল্পে চাকরি নয়তো অন্যত্র জমি কিনে দেওয়ার শর্ত রাখা হয় লগ্নিকারীর কাছে।

ছত্তীসগঢ়ের শিল্পসচিব সুনীল মিশ্র জানিয়েছেন, আগামী তিন বছরে সেখানে প্রায় ১৮ হাজার মেগাওয়াটের বিদ্যুৎ প্রকল্প গড়ে উঠবে। এ জন্য প্রায় ১১ হাজার একর জমি অধিগ্রহণ করবেন তাঁরা।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE