Advertisement
২০ এপ্রিল ২০২৪

নগদ লেনদেনে ঊর্ধ্বসীমা কমছে ২ লক্ষে, রিটার্ন জমায় আবশ্যিক আধার

অর্থ বিলে ৪০টি সংশোধনী আনল নরেন্দ্র মোদী সরকার। ফলে বাজেটে যোগ হল ওই সব নতুন প্রস্তাব। আর, তার আওতাতেই আয়কর রিটার্ন জমার সময়ে আধার কার্ড বাধ্যতামূলক করার প্রস্তাব আনা হয়েছে।

সংবাদ সংস্থা
নয়াদিল্লি শেষ আপডেট: ২২ মার্চ ২০১৭ ০২:৫৫
Share: Save:

অর্থ বিলে ৪০টি সংশোধনী আনল নরেন্দ্র মোদী সরকার। ফলে বাজেটে যোগ হল ওই সব নতুন প্রস্তাব। আর, তার আওতাতেই আয়কর রিটার্ন জমার সময়ে আধার কার্ড বাধ্যতামূলক করার প্রস্তাব আনা হয়েছে। পার্মানেন্ট অ্যাকাউন্ট নম্বর (প্যান)-এর জন্য আবেদনপত্র দাখিলের জন্যও আধার জানানোর প্রস্তাব রয়েছে। অন্য দিকে, নগদ লেনদেনের ঊর্ধ্বসীমা ২ লক্ষে কমিয়ে আনার প্রস্তাব দিয়েছে কেন্দ্র।

মঙ্গলবার আলোচনার জন্য অর্থ বিল লোকসভায় পেশ করার পরেই তাতে এত বেশি সংশোধনী আনা নিয়ে প্রতিবাদে সরব হন বিরোধী সদস্যরা। তৃণমূল কংগ্রেস, বিজেডি, আরএসপি-র মতো বিরোধী সদস্যদের অভিযোগ এটি ‘নজিরবিহীন’। তাঁদের মন্তব্য, ‘পিছনের দরজা’ দিয়ে বাজেটে এই সব রদবদল আনছে কেন্দ্র। জেটলি অবশ্য এ ধরনের সংশোধনী আনার বিষয়টি সমর্থন করেন। আগামী কাল তাঁর জবাবি ভাষণ দেওয়ার কথা।

আরও পড়ুন: ৫,৬২,২২৫,০০,০০,০০০ টাকার মালিক বিল গিটস! ভারতীয় বিলিয়নিয়র ১০০ ছাড়াল

এ দিন অর্থ প্রতিমন্ত্রী সন্তোষ কুমার গাঙ্গোয়ার আধার নম্বর জমা দেওয়া প্রসঙ্গে লোকসভায় লিখিত জবাবে বলেন, আধারের ‘ই-কেওয়াইসি’ কাজে লাগিয়ে প্যান দেওয়ার বিষয়টি আয়কর বিভাগের নজরে রয়েছে। তবে তা এখনও প্রাথমিক স্তরে। ১ জুলাই থেকে এই প্রস্তাব কার্যকর হতে পারে বলে সংশ্লিষ্ট সূত্রের ইঙ্গিত।

অন্য দিকে নগদ লেনদেনের ঊর্ধ্বসীমা আগামী ১ এপ্রিল থেকেই কমানোর প্রস্তাব দিয়েছে কেন্দ্র। গত ১ ফেব্রুয়ারি বাজেট পেশ করার সময়ে এই সীমা এপ্রিল থেকে ৩ লক্ষে বেঁধে দেওয়ার প্রস্তাব আনেন জেটলি। এখন তা ২ লক্ষ করা হলে ওই নিয়ম ভাঙলে সম পরিমাণ জরিমানা দিতে হবে বলে এ দিন এক টুইট-বার্তায় জানিয়েছেন রাজস্ব সচিব হাসমুখ অধিয়া।

৫০০ টাকার নোট বাড়বে: কেন্দ্র এ বার ৫০০ টাকা ও তার চেয়ে কম মূল্যের নোট বাজারে আরও বেশি করে জোগান দিতে উদ্যোগী। আর্থিক বিষয়ক সচিব শক্তিকান্ত দাস এ কথা জানিয়ে বলেন, বড় অঙ্কের নোটে বিপুল অর্থ মজুতের সম্ভাবনা বেশি। তা ঠেকাতে এ বার কম মূল্যের নোটের জোগান বাড়ানো হবে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Finanace Bill Cash Transactions
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE