Advertisement
১৯ এপ্রিল ২০২৪

শীঘ্রই উঠবে ২৪ হাজারের সীমা, দাবি কেন্দ্রের

ব্যাঙ্ক, এটিএম মিলিয়ে সপ্তাহে ২৪ হাজার টাকার বেশি তুলতে না পারার বিধিনিষেধ শীঘ্রই ফিরিয়ে নেওয়া হবে বলে দাবি করলেন আর্থিক বিষয়ক সচিব শক্তিকান্ত দাস। তিনি বলেন, ‘‘বাজারে নগদের জোগান নোট বাতিলের ঘোষণার তিন মাসের মধ্যেই প্রায় স্বাভাবিক হয়ে এসেছে।

সংবাদ সংস্থা
নয়াদিল্লি শেষ আপডেট: ০৪ ফেব্রুয়ারি ২০১৭ ০৩:০২
Share: Save:

ব্যাঙ্ক, এটিএম মিলিয়ে সপ্তাহে ২৪ হাজার টাকার বেশি তুলতে না পারার বিধিনিষেধ শীঘ্রই ফিরিয়ে নেওয়া হবে বলে দাবি করলেন আর্থিক বিষয়ক সচিব শক্তিকান্ত দাস। তিনি বলেন, ‘‘বাজারে নগদের জোগান নোট বাতিলের ঘোষণার তিন মাসের মধ্যেই প্রায় স্বাভাবিক হয়ে এসেছে। সপ্তাহে ২৪ হাজারের বেশি তুলতে না দেওয়ার বিষয়টি বাদে ফিরিয়ে নেওয়া হয়েছে প্রায় সব নিষেধাজ্ঞাই। তা-ও তুলে নেওয়া স্রেফ সময়ের অপেক্ষা।’’

আমজনতার অনেকে অবশ্য বলছেন, হাতে নোট পেতে ভোগান্তি এখনও কাটেনি। অনেক এটিএমেই নোটের খরা রয়েছে। বিশেষত ১০০ ও ৫০০ টাকার। তা ছাড়া, বাজারে নগদ ফিরলেও অর্থনীতিকে নোট বাতিলের খেসারত বহু দিন দিতে হবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। তবে সচিব জানান, এ বার ছোট (মূলত ১০০, ৫০০) নোটের জোগান বাড়াতে নজর দেবে রিজার্ভ ব্যাঙ্ক।

রিলায়্যান্স মিউচুয়াল ফান্ড, এবেলা ও আনন্দবাজার পত্রিকার যৌথ উদ্যোগে লগ্নির বিভিন্ন দিক নিয়ে আলোচনাসভা ‘বিনিয়োগেই বিকাশ’। সম্প্রতি তার মঞ্চে (বাঁ দিক থেকে) লগ্নি বিশেষজ্ঞ অমিতাভ গুহ সরকার ও রিলায়্যান্স কর্তা প্রসূনজিৎ মুখোপাধ্যায়।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

withdrawal money Bank ATM
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE