Advertisement
২০ এপ্রিল ২০২৪

ফের জিও-র বিরুদ্ধে নালিশ প্রতিযোগীদের

টেলিকম শিল্পের সমস্যা নিয়ে সব সংস্থার সঙ্গেই চলতি সপ্তাহে এক-এক করে বৈঠক করছে কেন্দ্রের তৈরি ওই গোষ্ঠী। এর আগেই সপ্তাহের শুরুতে জিও-র সঙ্গে বৈঠকে বসেছে তারা।

সংবাদ সংস্থা
নয়াদিল্লি শেষ আপডেট: ১৭ জুন ২০১৭ ০২:৫৬
Share: Save:

রিলায়্যান্স জিও-র বিরুদ্ধে গ্রাহক টানতে গোড়ায় বিনামূল্যে ও পরে কার্যত নামমাত্র খরচায় পরিষেবা দেওয়ার অভিযোগে গোড়া থেকেই সরব হয়েছে প্রতিযোগী টেলিকম সংস্থাগুলি। দ্বারস্থ হয়েছে প্রতিযোগিতা কমিশনের। এ বার জিও-র বিরুদ্ধে আন্তঃমন্ত্রক গোষ্ঠীর কাছে একই অভিযোগ জানাল তারা।

টেলিকম শিল্পের সমস্যা নিয়ে সব সংস্থার সঙ্গেই চলতি সপ্তাহে এক-এক করে বৈঠক করছে কেন্দ্রের তৈরি ওই গোষ্ঠী। এর আগেই সপ্তাহের শুরুতে জিও-র সঙ্গে বৈঠকে বসেছে তারা। টেলিকম শিল্পের একাংশ তাদের বেহাল আর্থিক দশার জন্য জিও-র দিকে আঙুল তুললেও, এই সমস্যার জন্য পুরনো সংস্থাগুলির ব্যবসা কৌশলকেই দায়ী করেছে জিও।

শুক্রবার এয়ারটেল, ভোডাফোন ও আইডিয়া-র সঙ্গে আলাদা ভাবে বৈঠক করে ওই মন্ত্রিগোষ্ঠী। সেখানেই সংস্থাগুলি দাবি করে, এক সংস্থার থেকে অন্য সংস্থার পরিষেবায় ফোন করা হলে সেই সংযোগের জন্য এক সংস্থা অন্যকে যে মাসুল দেয়, (ইন্টারকানেকশন ইউসেজ চার্জ) তা এখনই যথেষ্ট কম। পরিষেবা দেওয়ার খরচের চেয়েও কম। তাদের অভিযোগ, জিও নতুন ও অন্য সংস্থার গ্রাহক টানতে ইচ্ছে করে কম মাসুল স্থির করছে। ফল ভুগছে বাকিরা।

এ দিকে, জিও-র বিরুদ্ধে এয়ারটেলের আনা নিয়ম ভেঙে ব্যবসা করার অভিযোগ ফের খারিজ করল প্রতিযোগিতা কমিশন। এক সপ্তাহের মধ্যে এই নিয়ে দু’বার।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

জিও Reliance Jio
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE