Advertisement
২৫ এপ্রিল ২০২৪
Business news

জিএসটি-র ফল, সাড়ে ৭ শতাংশ পর্যন্ত দাম কমল আইফোনের

ঘোষণা অনুযায়ী, আইফোন ৭ (৩২জিবি) যার দাম ৬০ হাজার, তার দাম কমে হয়েছে ৫৬ হাজার ২০০ টাকা। ৭০ হাজার টাকার আইফোন ৭ (১২৮ জিবি)-র দাম দাঁড়িয়েছে ৬৫ হাজার ২০০ টাকা।

প্রতীকী ছবি।

প্রতীকী ছবি।

নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ০২ জুলাই ২০১৭ ১৫:৫৯
Share: Save:

জিএসটি চালু হওয়ার দু’দিন পরই আইফোনের বিভিন্ন মডেলের দাম কমানোর কথা ঘোষণা করল অ্যাপল। শুধু ফোনই নয়, অ্যাপল তাদের আইপ্যাড, ম্যাক এবং ঘড়ির বিভিন্ন মডেলেরও দাম কমানোর কথা জানিয়েছে। ৪ শতাংশ থেকে ৭.৫ শতাংশ পর্যন্ত দাম কমেছে আইফোন সহ অ্যাপলের বিভিন্ন সামগ্রীর।

এই ঘোষণা অনুযায়ী, আইফোন ৭ (৩২জিবি) যার দাম ৬০ হাজার, তার দাম কমে হয়েছে ৫৬ হাজার ২০০ টাকা। ৭০ হাজার টাকার আইফোন ৭ (১২৮ জিবি)-র দাম দাঁড়িয়েছে ৬৫ হাজার ২০০ টাকা। ৮০ হাজার টাকার আইফোন (২৫৬ জিবি)-র দাম কমে হয়েছে ৭৪ হাজার ৪০০ টাকা। ৭২ হাজার টাকার আইফোন ৭ প্লাস কিনতে ক্রেতাকে দিতে হবে ৬৭ হাজার ৩০০ টাকা। বেঙ্গালুরুতে উৎপাদন করা ২৭ হাজার ২০০ টাকার ৩২ জিবি মডেলের আইফোন-এসই পাওয়া যাবে ২৬ হাজার টাকায়। ৫০ হাজার টাকার পরিবর্তে ৩২ জিবি আইফোন ৬এস-র দাম কমে দাঁড়িয়েছে ৪৬ হাজার ৯০০ টাকায়।

আরও পড়ুন: জিএসটির সভায় জিএসটি নিয়েই মোদীকে মোক্ষম খোঁচা প্রণবের

অর্থনীতিবিদদের একাংশের মতে, জিএসটি-র ফলে দাম যেহেতু খানিকটা কমে গিয়েছে তাতে বিক্রি কিছুটা বাড়বে এবং আখেরে লাভবান হবে অ্যাপলই।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE