Advertisement
১৬ এপ্রিল ২০২৪

ভারতে চালু অ্যাপলের মানচিত্র তৈরির কেন্দ্র

নিজেদের ব্যবসার মানচিত্রে ভারতকে কতটা অগ্রাধিকার দেওয়া হচ্ছে বৃহস্পতিবার তা আরও স্পষ্ট করল অ্যাপল।

সৌজন্যের আলিঙ্গন। রাও -এর সঙ্গে কুক।  ছবি: এএফপি।

সৌজন্যের আলিঙ্গন। রাও -এর সঙ্গে কুক। ছবি: এএফপি।

সংবাদ সংস্থা
হায়দরাবাদ শেষ আপডেট: ২০ মে ২০১৬ ০১:৫৬
Share: Save:

নিজেদের ব্যবসার মানচিত্রে ভারতকে কতটা অগ্রাধিকার দেওয়া হচ্ছে বৃহস্পতিবার তা আরও স্পষ্ট করল অ্যাপল। সংস্থার সিইও টিম কুকের উপস্থিতিতে এ দিন হায়দরাবাদে চালু হয়ে গেল এ দেশে মার্কিন সংস্থাটির প্রথম উন্নয়ন কেন্দ্র (ডেভেলপমেন্ট সেন্টার)। যেখানে আই ফোন, আই প্যাড, ম্যাক, অ্যাপল ওয়াচ ইত্যাদির জন্য ডিজিটাল মানচিত্র তৈরি করবে তারা। কাজ হবে পথ-নির্দেশের (ন্যাভিগেশন) পরিষেবা নিয়েও।

কেন্দ্রটির উদ্বোধনে কুকের সঙ্গে হাজির ছিলেন তেলঙ্গানার মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখর রাও। সেই মঞ্চে দাঁড়িয়েই এ দিন অ্যাপল-কর্তার দাবি, ‘‘সব সময়ে বিশ্বের সেরা পণ্য তৈরি ও সেরা পরিষেবা দেওয়াই আমাদের লক্ষ্য।’’ আর ভারতের সম্ভাবনাময় বাজারে ব্যবসার ভিত মজবুত করতে এই ‘সেরা’টা তুলে দেওয়ার কাজে তাঁরা যে এ বার এ দেশকেও শরিক করছেন তা ইতিমধ্যেই খানিকটা স্পষ্ট। যে-কারণে কুকের সফর শুরুর প্রথম দিন, বুধবারেই অ্যাপল জানিয়ে দিয়েছে বেঙ্গালুরুতেও একটি উন্নয়ন কেন্দ্র খোলার কথা। আইওএস ভিত্তিক অ্যাপ তৈরি হবে সেখানে। হায়দরাবাদের কেন্দ্রটিতে লগ্নির অঙ্ক অবশ্য জানায়নি সংস্থা। তবে দাবি, এখানে কর্মসংস্থান হবে ৪,০০০ জনের।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Apple Mapping centre Hydrabad
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE