Advertisement
২৫ এপ্রিল ২০২৪

মনসান্টো কিনতে ৪ লক্ষ কোটির প্রস্তাব বেয়ারের

মার্কিন কৃষিপণ্য ও বীজ নির্মাতা সংস্থা মনসান্টো কিনতে আগ্রহ প্রকাশ করল বেয়ার। এ জন্য ৬,২০০ কোটি ডলার ( প্রায় ৪,১৫,৪০০ কোটি টাকা) দেওয়ার কথা জানিয়েছে জার্মান ওষুধ ও কীটনাশক প্রস্তুতকারক সংস্থাটি।

ফ্রাঙ্কফুর্ট
সংবাদ সংস্থা  শেষ আপডেট: ২৪ মে ২০১৬ ০২:৫০
Share: Save:

মার্কিন কৃষিপণ্য ও বীজ নির্মাতা সংস্থা মনসান্টো কিনতে আগ্রহ প্রকাশ করল বেয়ার। এ জন্য ৬,২০০ কোটি ডলার ( প্রায় ৪,১৫,৪০০ কোটি টাকা) দেওয়ার কথা জানিয়েছে জার্মান ওষুধ ও কীটনাশক প্রস্তুতকারক সংস্থাটি। প্রস্তাবে মনসান্টোর পরিচালন পর্ষদ সায় দেবে বলেই মনে করছে তারা। প্রসঙ্গত, গত সপ্তাহেই বেয়ারের কাছ থেকে অধিগ্রহণের প্রস্তাব পেলেও, তা নিয়ে তখন বিশদে কোনও কথা বলতে রাজি হয়নি মনসান্টো। তবে এই খবরে মনসান্টোর শেয়ার দর যেমন বেড়েছে, তেমনই কমেছে বেয়ারের দর।

গত কয়েক বছর ধরে বিশ্ব জুড়েই কৃষিপণ্যের দাম কমার জেরে টান পড়ছে সংস্থাগুলির মুনাফায়। যে কারণে বীজ ও কীটনাশক সংস্থাগুলি নিজেদের মধ্যে সংযুক্তি ও অধিগ্রহণের পথে পা বাড়াচ্ছে।

ইতিমধ্যেই ৪,৩০০ কোটি ডলারে সুইৎজারল্যান্ডের সিনজেন্টাকে কেনার কথা ঘোষণা করেছে কেম-চায়না। একে অন্যের হাত ধরে ১৩,০০০ কোটি ডলারের সাম্রাজ্য তৈরির কথা ঘোষণা করেছে ডাও এবং দু’পঁ। এ বার সেই পথে হাঁটতে প্রস্তুত বেয়ারও। অপেক্ষা শুধু মনসান্টোর সায়ের।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE