Advertisement
২৪ এপ্রিল ২০২৪
Business News

উৎসবের মেজাজে সূচনা হল শিল্প সম্মেলনের

রাজ্য সরকার আয়োজিত ওই শিল্প সম্মেলনে ইতিমধ্যেই উপস্থিত হয়েছেন লক্ষ্মী মিত্তল এবং মুকেশ অম্বানী। সোমবার রাতেই শহরে এসে গিয়েছেন সজ্জন জিন্দলের মতো প্রথম সারির শিল্পপতি।

উদ্বোধনী অনুষ্ঠান। —নিজস্ব চিত্র।

উদ্বোধনী অনুষ্ঠান। —নিজস্ব চিত্র।

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ১৬ জানুয়ারি ২০১৮ ১১:৩২
Share: Save:

বাকি ‘তেরো পার্বণ’ বাংলায় যে ভাবে পালিত হয়, সেই একই মেজাজে নিউ টাউনের ‘বিশ্ব বাংলা কনভেনশন সেন্টার’-এ শুরু হল ‘বেঙ্গল গ্লোবাল বিজনেস সামিট’ (বিজিবিএস-’১৮)। এই সম্মেলনকে গিরে গোটা কনভেনশন সেন্টার চত্বর রীতিমতো উৎসবের চেহারা নিয়েছে।

মঙ্গলবার সকাল সাড়ে ১১টায় রাজ্য সরকার আয়োজিত ওই শিল্প সম্মেলনের সূচনা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্যের ডাকে সাড়া দিয়ে সম্মেলনে উপস্থিত হয়েছেন সস্ত্রীক লক্ষ্মী মিত্তল, মুকেশ অম্বানী, সজ্জন জিন্দলের মতো প্রথম সারির শিল্পপতিরা। উদ্বোধনের সময় মঞ্চে উপস্থিত ছিলেন শিল্পপতি পূর্ণেন্দু চট্টোপাধ্যায়, প্রসূন মুখোপাধ্যায়, কিশোর বিয়ানি, হিরানন্দানি, উদয় কোটাক, অজয় সিংহ, সঞ্জীব গোয়েন্কা, হর্ষ নেওটিয়া। ছিলেন বেঙ্গল চেম্বার অব কমার্সের চেয়ারম্যান ইন্দ্রজিৎ ঘোষও। এ দিন মুখ্যমন্ত্রীর সঙ্গে সম্মেলনের সূচনা পর্বে ছিলেন রাজ্যের অর্থমন্ত্রী অমিত মিত্র। উদ্বোধনের পর মঞ্চে উপস্থিত শিল্পপতিদের উত্তরীয় পরিয়ে বরণ করে নেওয়া হয় রাজ্য সরকারের তরফে। উদ্বোধনের পর মুকেশ অম্বানী বলেন, ‘‘আজকের কলকাতা একেবারে নতুন। ওয়েস্ট বেঙ্গলকে বেস্ট বেঙ্গল করতে আমরা বদ্ধ পরিকর।’’

মমতা এ দিন সকালেই কনভেনশন সেন্টারে পৌঁছে যান। ঘনিষ্ঠ মহলে তিনি এ বারের শিল্প সম্মেলন নিয়ে যথেষ্ট আশা প্রকাশ করেছেন। এ বারের সম্মেলনে ন’টি সহযোগী দেশ-সহ অন্তত ৩০টি দেশ যোগ দিয়েছে। রয়েছে, ব্রিটেন, জাপান, ফ্রান্স, দক্ষিণ কোরিয়া, নেদারল্যান্ডস, চিন এবং রাশিয়ার মতো দেশ। সব দেশে থেকেই প্রতিনিধিরা এসেছেন বলে রাজ্য সরকার সূত্রে খবর। কয়েকটি দেশের প্রতিনিধিরা আগেই রাজ্যে পা রেখে স্থানীয় শিল্পমহলের সঙ্গে এক প্রস্ত আলাপ সেরেছেন।

বাণিজ্য সম্মেলনের আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, অর্থমন্ত্রী অমিত মিত্র এবং মুকেশ অম্বানী।

‘বেঙ্গল গ্লোবাল বিজনেস সামিট’কে ঘিরে গোটা চত্বর রীতিমতো উৎসবের মেজাজে সেজে উঠেছে। সম্মেলনে আগত অভ্যগতদের গাড়ি কনভেনশন সেন্টার থেকে কয়েকশো মিটার দূরে পার্ক করতে হচ্ছিল। তার পর তাঁদের মূল প্রবেশপথ পর্যন্ত ছোট গাড়ি করে আনা হয়। সেখানে তখন বাংলার বিভিন্ন প্রান্তের নিজস্ব সংস্কৃতির প্রদর্শন অপেক্ষা করছে। কীর্তন থেকে লোকনৃত্য, লোকসঙ্গীত থেকে পাহাড়ি সংস্কৃতি— কী নেই সেই তালিকায়।

আরও পড়ুন
চার টুকরোয় ভেঙে বিক্রি এয়ার ইন্ডিয়া

বাণিজ্য সম্মেলনের আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, অর্থমন্ত্রী অমিত মিত্র, পুরমন্ত্রী ববি হাকিম এবং সস্ত্রীক লক্ষ্মী মিত্তল।

‘বেঙ্গল গ্লোবাল বিজনেস সামিট’কে ঘিরে গোটা চত্বর রীতিমতো উৎসবের মেজাজে সেজে উঠেছে। সম্মেলনে আগত অভ্যগতদের গাড়ি কনভেনশন সেন্টার থেকে কয়েকশো মিটার দূরে পার্ক করতে হচ্ছিল। তার পর তাঁদের মূল প্রবেশপথ পর্যন্ত ছোট গাড়ি করে আনা হয়। সেখানে তখন বাংলার বিভিন্ন প্রান্তের নিজস্ব সংস্কৃতির প্রদর্শন অপেক্ষা করছে। কীর্তন থেকে লোকনৃত্য, লোকসঙ্গীত থেকে পাহাড়ি সংস্কৃতি— কী নেই সেই তালিকায়।

সোমবার রাতেই শহরে পৌঁছে গিয়েছিলেন সজ্জন জিন্দল। এ দিন সকালেই তিনি কনভেনশন সেন্টারে পৌঁছে যান। নির্ধারিত সময়ের অনেকটা আগেই সেন্টারে পৌঁছন মুকেশ অম্বানী। স্ত্রী ঊষাকে নিয়ে হাজির হন শিল্পপতি লক্ষ্মী মিত্তল। সকাল ১১টার পর থেকেই একে একে সকল অভ্যাগতরা সম্মলনে আসতে শুরু করেন। ঠিক সাড়ে ১১টার সময় মুখ্যমন্ত্রী মঞ্চে আসেন। সঙ্গে সস্ত্রীক লক্ষ্মী মিত্তল, মুকেশ অম্বানী, অমিত মিত্র।

—নিজস্ব চিত্র।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE