Advertisement
২৫ এপ্রিল ২০২৪

সূচক নামল ৩১৮

শেয়ার বিক্রি করতে শুরু করেছে বিদেশি লগ্নিকারী সংস্থাগুলি। পিছিয়ে নেই ভারতীয আর্থিক সংস্থাও। আর তারই জেরে মুখ থুবড়ে পড়ল বাজার।বুধবার এক ধাক্কায় সেনসেক্স নামল ৩১৭.৭৭ পয়েন্ট। দাঁড়াল ২৯১৬৭.৬৮ অঙ্কে। আর এক সূচক নিফ্‌টি ৯১.০৫ পয়েন্ট পড়ে থিতু হয়েছে ৯,০৩০.৪৫ অঙ্কে।

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ২৩ মার্চ ২০১৭ ০২:১৬
Share: Save:

শেয়ার বিক্রি করতে শুরু করেছে বিদেশি লগ্নিকারী সংস্থাগুলি। পিছিয়ে নেই ভারতীয আর্থিক সংস্থাও। আর তারই জেরে মুখ থুবড়ে পড়ল বাজার।

বুধবার এক ধাক্কায় সেনসেক্স নামল ৩১৭.৭৭ পয়েন্ট। দাঁড়াল ২৯১৬৭.৬৮ অঙ্কে। আর এক সূচক নিফ্‌টি ৯১.০৫ পয়েন্ট পড়ে থিতু হয়েছে ৯,০৩০.৪৫ অঙ্কে।

বাজার বিশেষজ্ঞদের মধ্যে অনেকেই আশঙ্কা করেছিলেন বিদেশি লগ্নিকারী সংস্থাগুলি এত দিন টানা শেয়ার কিনেছে। এ বার যে-কোনও সময়েই মুনাফার টাকা তুলতে সেগুলি বেচবে তারা। সেই আশঙ্কাই সত্যি হয়েছে বলে জানিয়েছে বাজার সূত্র। উল্লেখ্য, ওই সব সংস্থা মঙ্গলবার ভারতের বাজারে শেয়ার বিক্রি করেছে মোট ১৬৬২.৭২ কোটি টাকার। পিছিয়ে নেই ভারতীয় আর্থিক সংস্থাগুলিও। হালে যারা টানা শেয়ার কেনার পথে হাঁটছিল, এ দিন তারাও বেচেছে ৭৯৮.৫৭ কোটি টাকার শেয়ার।

অবশ্য বিশেষজ্ঞদের একাংশ বলছেন, পতনে রসদ জুগিয়েছে চলতি আর্থিক বছরের শেষ ত্রৈমাসিকে দেশে বৃদ্ধির হার কমে যাওয়ার ইঙ্গিতও। আর্থিক উপদেষ্টা সংস্থা নোমুরা এ দিনই বলেছে, আর্থিক বছরের চতুর্থ ত্রৈমাসিকে ওই হার ৬.৭ শতাংশে নেমে যেতে পারে। আর এই খবরে হতাশ লগ্নিকারীরা শেয়ার বেচেছেন বলে দাবি তাঁদের।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Sensex
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE