Advertisement
১৯ এপ্রিল ২০২৪

শেয়ারখানকে কিনে নিল বিএনপি পারিবাস

ভারতে খুচরো ব্রোকিংয়ের ব্যবসা বাড়াতে চায় ফরাসি ব্যাঙ্কিং সংস্থা বিএনপি পারিবাস। তাই বৃহস্পতিবার মুম্বইয়ের ব্রোকারেজ সংস্থা শেয়ারখান-কে কিনে নিল তারা। কত টাকায় এই হাতবদল হয়েছে তা নিয়ে মুখ খোলেনি কোনও পক্ষই। তবে সংশ্লিষ্ট সূত্রের ইঙ্গিত, সেই অঙ্ক ২,০০০ কোটি টাকার কাছাকাছি।

সংবাদ সংস্থা
মুম্বই শেষ আপডেট: ৩১ জুলাই ২০১৫ ০৩:১২
Share: Save:

ভারতে খুচরো ব্রোকিংয়ের ব্যবসা বাড়াতে চায় ফরাসি ব্যাঙ্কিং সংস্থা বিএনপি পারিবাস। তাই বৃহস্পতিবার মুম্বইয়ের ব্রোকারেজ সংস্থা শেয়ারখান-কে কিনে নিল তারা। কত টাকায় এই হাতবদল হয়েছে তা নিয়ে মুখ খোলেনি কোনও পক্ষই। তবে সংশ্লিষ্ট সূত্রের ইঙ্গিত, সেই অঙ্ক ২,০০০ কোটি টাকার কাছাকাছি।

শেয়ারখান-এর পথ চলা শুরু হয় গত ২০০০ সালে। ইতিমধ্যেই তাদের গ্রাহক সংখ্যা ছুঁয়ে ফেলেছে প্রায় ১২ লক্ষ। বিএনপি-র তরফে দাবি, তারা ভারতের ব্রোকারেজ ক্ষেত্রে বাজার বাড়ানোর প্রভূত সম্ভাবনা দেখেছে বলেই এই সিদ্ধান্ত। কারণ, মার্কিন যুক্তরাষ্ট্র ও চিনে যেখানে দেশের মোট পরিবারের যথাক্রমে ২০ ও ১০ শতাংশই শেয়ার বাজারে বিনিয়োগ করে, সেখানে ভারতে সেই হারটা নিতান্তই নগন্য। মাত্র ১.৫ শতাংশ। কাজেই আগামী দিনে সেই বিনিয়োগকারীর সংখ্যা বাড়ার সম্ভাবনাও এ দেশে অনেক বেশি। ব্রোকারেজ সংস্থা অধিগ্রহণ করে এই সম্ভাবনা মুঠো পুরতেই তাই বিএনপি যতটা সম্ভব আগে দৌড় শুরু করার কৌশল নিয়েছে বলে মনে করছে সংশ্লিষ্ট মহল। বিশেষ করে যেখানে ২০১৪ সালের শুরু থেকে বম্বে স্টক এক্সচেঞ্জের সূচক সেনসেক্স এবং ন্যাশনাল স্টক এক্সচেঞ্জের সূচক নিফটি-কে ৪০ শতাংশের বেশি বাড়তে দেখা গিয়েছে। যদিও সাম্প্রতিক কালে নানান কারণে শেয়ার বাজার পড়েওছে। কিন্তু ভবিষ্যৎ সম্ভাবনায় চোখ রেখেই এ বার ভারতে ব্রোকিং ব্যবসা বিস্তারের ছক কষছে বিএনপি-র মতো সংস্থা।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

bnp paribas sharekhan online trading company
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE