Advertisement
২৫ এপ্রিল ২০২৪

রাজ্যে বিপিসিএল প্রস্তাবিত প্রকল্পকে পরিবেশ-ছাড়পত্র

পরিবেশ মন্ত্রকের ছাড়পত্র পেল হলদিয়া ডক কমপ্লেক্সে রাষ্ট্রায়ত্ত জ্বালানি বিক্রেতা ভারত পেট্রোলিয়াম কর্পোরেশন লিমিটেডের (বিপিসিএল) ৬৯৪ কোটি টাকার প্রস্তাবিত প্রকল্প। সেখানে রান্নার গ্যাস (এলপিজি) আমদানির টার্মিনাল গড়ছে সংস্থাটি। সেই সঙ্গে তৈরি হচ্ছে ওই গ্যাস মজুত করা, সিলিন্ডারে ভরা এবং বণ্টনের ব্যবস্থাও।

সংবাদ সংস্থা
নয়াদিল্লি শেষ আপডেট: ২৬ এপ্রিল ২০১৬ ০৩:৪২
Share: Save:

পরিবেশ মন্ত্রকের ছাড়পত্র পেল হলদিয়া ডক কমপ্লেক্সে রাষ্ট্রায়ত্ত জ্বালানি বিক্রেতা ভারত পেট্রোলিয়াম কর্পোরেশন লিমিটেডের (বিপিসিএল) ৬৯৪ কোটি টাকার প্রস্তাবিত প্রকল্প। সেখানে রান্নার গ্যাস (এলপিজি) আমদানির টার্মিনাল গড়ছে সংস্থাটি। সেই সঙ্গে তৈরি হচ্ছে ওই গ্যাস মজুত করা, সিলিন্ডারে ভরা এবং বণ্টনের ব্যবস্থাও।

এক উচ্চপদস্থ সরকারি আধিকারিক জানিয়েছেন, শিল্প সংক্রান্ত বিষয়ে এক বিশেষজ্ঞ মূল্যায়ন কমিটির সুপারিশের উপর ভিত্তি করেই পশ্চিমবঙ্গে বিপিসিএলের এই প্রকল্পটিকে পরিবেশ ও উপকূল অঞ্চলের বিধি সংক্রান্ত ছাড়পত্র দিয়েছে কেন্দ্রীয় পরিবেশ মন্ত্রক। যার অর্থ, এই সব বিষয়ে নির্দিষ্ট কিছু শর্ত মেনেই ওই প্রকল্প গড়তে হবে সংস্থাকে।

বস্তুত, বর্তমানে দেশের অন্দরে যতটা এলপিজি উৎপাদিত হয়, তাতে চলতি বছরে মোট চাহিদার অনেকখানিই অপূর্ণ রয়ে যাওয়ার আশঙ্কা। বিপিসিএলের প্রস্তাবিত প্রকল্প জোগান বাড়ানোর বন্দোবস্ত করে দিয়ে সেই ঘাটতি পুষিয়ে দেওয়ার লক্ষ্য নিয়েছে। ফলে ২০১৮-এর মধ্যে দেশের প্রতিটি পরিবারে রান্নার গ্যাস পৌঁছে দেওয়ার যে-সঙ্কল্প কেন্দ্রীয় সরকার করেছে, তার রাস্তা পাকা হবে বলেও মনে করছে সংশ্লিষ্ট মহল।

প্রস্তাবিত এলপিজি প্রকল্পটি মূলত দেশের পূর্ব ও উত্তর-পূর্ব অঞ্চলগুলিতে রান্নার গ্যাস সরবরাহ নিশ্চিত করবে। এবং একই সঙ্গে তৈরি করবে পরিবেশ সহায়ক এলপিজি জ্বালানি আমদানি করার উপযুক্ত পরিকাঠামো, জানিয়েছেন ওই সরকারি আধিকারিক।

নতুন নিয়োগ

রবি এ মেনন এসকর্টসের কৃষি যন্ত্রপাতি ব্যবসার চিফ এগ্‌জিকিউটিভ অফিসার হয়েছেন।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

BPCL green nod LPG project West Bengal
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE