Advertisement
২৩ এপ্রিল ২০২৪

টুকরো খবর

ডব্লিউটিও-র অবাধ বাণিজ্য চুক্তিতে সই করা নিয়ে কড়া মনোভাবই বজায় রাখল ভারত। এই চুক্তি সইয়ের সময়সীমা ৩১ জুলাই। খাদ্য সুরক্ষার প্রশ্নে শর্ত মেনে চলা নিয়ে আপসে নারাজ কেন্দ্র। মন্ত্রিসভা এ ব্যাপারে নিজেদের অবস্থানে এককাট্টা থাকার সিদ্ধান্তই নিয়েছে। প্রসঙ্গত, উন্নত দুনিয়ার সঙ্গে মতবিরোধের কেন্দ্রে মূলত গণবণ্টনের জন্য ভারতে শস্য মজুত করার ব্যবস্থা এবং ওই একই লক্ষ্যে দেওয়া খাদ্যে ভর্তুকি। তাদের অভিযোগ, শস্য মজুত করলে ভাঙা হবে অবাধ বাণিজ্যের শর্ত, কারণ তা বিশ্ব বাণিজ্যে বাড়িয়ে দেবে শস্যের দর।

শেষ আপডেট: ২৫ জুলাই ২০১৪ ০১:১৬
Share: Save:

ডব্লিউটিও চুক্তি নিয়ে এককাট্টাই ভারত
সংবাদ সংস্থা • নয়াদিল্লি

ডব্লিউটিও-র অবাধ বাণিজ্য চুক্তিতে সই করা নিয়ে কড়া মনোভাবই বজায় রাখল ভারত। এই চুক্তি সইয়ের সময়সীমা ৩১ জুলাই। খাদ্য সুরক্ষার প্রশ্নে শর্ত মেনে চলা নিয়ে আপসে নারাজ কেন্দ্র। মন্ত্রিসভা এ ব্যাপারে নিজেদের অবস্থানে এককাট্টা থাকার সিদ্ধান্তই নিয়েছে। প্রসঙ্গত, উন্নত দুনিয়ার সঙ্গে মতবিরোধের কেন্দ্রে মূলত গণবণ্টনের জন্য ভারতে শস্য মজুত করার ব্যবস্থা এবং ওই একই লক্ষ্যে দেওয়া খাদ্যে ভর্তুকি। তাদের অভিযোগ, শস্য মজুত করলে ভাঙা হবে অবাধ বাণিজ্যের শর্ত, কারণ তা বিশ্ব বাণিজ্যে বাড়িয়ে দেবে শস্যের দর।

ফের নজির সূচকের
নিজস্ব সংবাদদাতা • কলকাতা

অব্যাহত শেয়ার বাজারের উত্থান। এবং এই নিয়ে টানা আট দিন। বৃহস্পতিবার সেনসেক্স বেড়েছে ১২৪.৫২ পয়েন্ট। থিতু হয়েছে ২৬,২৭১.৮৫ অঙ্কে। যা সূচকের ফের একটি নতুন উচ্চতা। শুধু তা-ই নয়, গত প্রায় দু’বছরের মধ্যে সূচকের এত দিন ধরে টানা উত্থান দেখেনি ভারতের শেয়ার বাজার। এই ক’দিনে সেনসেক্স বেড়েছে মোট ১,২৬৫ পয়েন্ট। বিশেষজ্ঞরা মনে করছেন, বিমা শিল্পে ৪৯% পর্যন্ত বিদেশি লগ্নির প্রস্তাবে এ দিন কেন্দ্রীয় মন্ত্রিসভা সায় দেওয়ায় তার প্রভাব পড়ে বাজারে। সরকারি ঋণপত্রে বিদেশি লগ্নি সংস্থার বিনিয়োগের সীমাও বাড়িয়েছে কেন্দ্র, যার জেরেও চাঙ্গা হয় বাজার।

ইডওয়াটারের সঙ্গে জোট নিপ্পনের
নিজস্ব সংবাদদাতা • কলকাতা

ভারতের গাড়ি বাজারকে নিশানা করে লুব্রিক্যান্ট ব্যবসায় সরাসরি পা রাখল জাপানের জেএক্স নিপ্পন অয়েল। তবে, টাইডওয়াটার অয়েলের সঙ্গে জোট বেঁধে। ৫০% করে মালিকানার ভিত্তিতে গড়া নতুন যৌথ উদ্যোগ জেএক্স নিপ্পন টিডব্লিউও লুব্রিক্যান্টস ইন্ডিয়া ‘ইনিওস’ ব্র্যান্ডের লুব্রিক্যান্ট ভারতেই তৈরি করে বিপণন করবে। এত দিন এটি জাপানে তৈরি হত। ভারতে তা বিপণন করত টাইডওয়াটার। টাইডওয়াটারের চেয়ারম্যান কল্লোল দত্ত জানান, ২০০ কোটি টাকার বেশি ব্যবসা রয়েছে এই লুব্রিক্যান্টের। এ বার তা বাড়বে। ভারতে জেএক্স নিপ্পনের শীর্ষ কর্তা এইচ উচিদা জানিয়েছেন, তাঁদের লক্ষ্য ভারতের বাজারই। তবে ব্যবসা বাড়াতে রফতানিও করতে চান তাঁরা।

বিশ্বে আর্থিক বৃদ্ধির হার কমার ইঙ্গিত

বিশ্ব অর্থনীতির বৃদ্ধির হার কিছুটা কম হবে বলে বৃহস্পতিবার পূর্বাভাস দিল আইএমএফ। ২০১৪ -য় তা কমে হবে ৩.৪%। এর আগের পূর্বাভাস ছিল ৩.৭%। আমেরিকায় বৃদ্ধির হার ১.৭ শতাংশে নেমে আসার প্রভাবেই বিশ্ব জুড়ে এই হার কমবে বলে ইঙ্গিত দিয়েছে তারা। মন্দা পরবর্তী পর্বে এটাই সে ক্ষেত্রে হবে তাদের বৃদ্ধির সবচেয়ে কম হার। এর আগে আমেরিকার জন্য পূর্বাভাস ছিল ২.৮%।

হাতবদলের লক্ষ্যে

বিদ্যুৎ সংস্থা ল্যাঙ্কো ইনফ্রাটেকের ১,২০০ মেগাওয়াট উৎপাদন ক্ষমতাসম্পন্ন উদুপি বিদ্যুৎ কেন্দ্র হাতে নেওয়ার লক্ষ্যে এগোচ্ছে সজ্জন জিন্দলের জেএসডব্লিউ এনার্জি। এই ইঙ্গিত দিয়ে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, হস্তান্তরের অঙ্ক হতে পারে প্রায় ৬,০০০ কোটি টাকা। সংশ্লিষ্ট সূত্রের খবর, চুক্তির কথাবার্তা অনেক দূর এগিয়েছে।

টাটা স্টিলের রেটিং

টাটা স্টিল সম্পর্কে নিজেদের দৃষ্টিভঙ্গি পাল্টাল আন্তর্জাতিক মূল্যায়ন সংস্থা স্ট্যান্ডার্ড অ্যান্ড পুওর্স। তা নেতিবাচক থেকে বাড়িয়ে স্থিতিশীল করেছে তারা। ৩ বছরে টাটা গোষ্ঠীভুক্ত সংস্থাটির ব্যবসা আরও বাড়ার সম্ভাবনাই এর কারণ বলে জানিয়েছে তারা।

এয়ারসেল ফোরজি

দেশে ফোরজি মোবাইল পরিষেবা চালু করল এয়ারসেল। সংস্থাটি জানিয়েছে, অন্ধ্রপ্রদেশ, অসম, বিহার ও ওড়িশায় উন্নত প্রযুক্তির এই পরিষেবা দিতে শুরু করছে তারা। উল্লেখ্য, নিলামে দেশের মোট আটটি সার্কেলে ফোরজি চালুর স্পেকট্রাম জেতে এয়ারসেল। যার মধ্যে ওই চার রাজ্য ছাড়াও রয়েছে পশ্চিমবঙ্গ, তামিলনাড়ু, উত্তর-পূর্বাঞ্চল ও জম্মু-কাশ্মীর।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE