Advertisement
২৫ এপ্রিল ২০২৪

টুকরো খবর

সাধারণ মানুষকে আরও কিছুটা স্বস্তি দিয়ে ৩৬টি অত্যাবশ্যক ওষুধের দাম বেঁধে দিল কেন্দ্র। সরকারি সূত্রে খবর, ইনফেক্শন ও ডায়াবেটিসের মতো রোগের চিকিৎসায় যে ওষুধ লাগে, সেগুলিও রয়েছে ওই তালিকায়। জুলাইয়েও হৃদ্রোগ, এইচআইভি, ডায়বেটিস-সহ কিছু রোগের ১০৮টি ওষুধের দামের ঊর্ধ্বসীমা স্থির করে দিয়েছিল ন্যাশনাল ফার্মাসিউটিক্যাল প্রাইসিং অথরিটি।

শেষ আপডেট: ২০ সেপ্টেম্বর ২০১৪ ০২:১২
Share: Save:

আরও ৩৬টি ওষুধের দাম বেঁধে দিল কেন্দ্র

সংবাদ সংস্থা • মুম্বই

সাধারণ মানুষকে আরও কিছুটা স্বস্তি দিয়ে ৩৬টি অত্যাবশ্যক ওষুধের দাম বেঁধে দিল কেন্দ্র। সরকারি সূত্রে খবর, ইনফেক্শন ও ডায়াবেটিসের মতো রোগের চিকিৎসায় যে ওষুধ লাগে, সেগুলিও রয়েছে ওই তালিকায়। জুলাইয়েও হৃদরোগ, এইচআইভি, ডায়বেটিস-সহ কিছু রোগের ১০৮টি ওষুধের দামের ঊর্ধ্বসীমা স্থির করে দিয়েছিল ন্যাশনাল ফার্মাসিউটিক্যাল প্রাইসিং অথরিটি। তবে সেগুলি তখন অত্যাবশ্যক তালিকায় ছিল না। শুক্রবার দেশে ওষুধের দাম নিয়ন্ত্রকের এক উচ্চপদস্থ আধিকারিক জানান, অত্যাবশ্যক ওষুধের দাম কমিয়ে সেগুলিকে সাধারণের নাগালে আনার লক্ষ্যেই এই পদক্ষেপ। বস্তুত, দেশে ওষুধের দাম নিয়ন্ত্রণের বিষয়টি নিয়ে তর্ক-বিতর্ক চলছে বহু দিন ধরেই। ২০১২ সালেই তৎকালীন ইউপিএ সরকারের মন্ত্রিসভার সায় পায় ওষুধের দাম সংক্রান্ত জাতীয় নীতি। উদ্দেশ্য ছিল এর দাম নির্ধারণের বিষয়টি নিয়ন্ত্রণ কাঠামোর মধ্যে নিয়ে আসা, যাতে সুস্থ জীবনযাপন করতে গিয়ে সাধারণ মানুষ অসুবিধায় না পড়েন। তার পর ২০১৩ সালে দৈনন্দিন জীবনে অপরিহার্য ৩৪৮টি ওষুধকে মূল্য নিয়ন্ত্রণ ব্যবস্থার আওতায় আনার কথা ঘোষণা করা হয়। এগুলি ছিল দেশে মোট বিক্রি হওয়া ওষুধের প্রায় ৩০%। ক্ষমতায় আসার পর নরেন্দ্র মোদী সরকারও অত্যাবশ্যক তালিকায় আরও বেশি ওষুধকে এনে সেগুলির দামের ঊর্ধ্বসীমা বাঁধার কথা বলে। সেই লক্ষ্যেই অন্যতম পদক্ষেপ ৩৬টি ওষুধের দাম কমানো। সংশ্লিষ্ট ওষুধ শিল্পের অবশ্য দাবি, এমনিতেই ভারতে ওষুধের দাম বিশ্বে সর্বাপেক্ষা কম। ওষুধ সংক্রান্ত গবেষণা সংস্থাগুলির একাংশের মতে, এই ৩৬টি ওষুধের দাম কমানোয় সব থেকে বেশি ভুগবে সিপ্লা, র‌্যানব্যাক্সি ও ক্যাডিলার মতো সংস্থা।

ঘুষ কাণ্ডে চিনে রেকর্ড জরিমানা জিএসকে-র

সংবাদ সংস্থা • বেজিং

ওষুধ বিক্রি বাড়াতে ডাক্তারদের ঘুষ দেওয়ায় গ্ল্যাক্সোস্মিথক্লাইন-কে রেকর্ড ৪৮.৯০ কোটি ডলার (২,৯৩৪ কোটি টাকা) জরিমানা করল চিনা আদালত। ঘটনায় জড়িত থাকা সংস্থার শীর্ষ কর্তাদের শাস্তির কথাও ঘোষণা করেছে তারা। শুক্রবার এ নিয়ে রুদ্ধদ্বার শুনানির পর আদালত জানায়, সে দেশে বিক্রি বাড়াতে ডাক্তার ও ওষুধ ব্যবসায় জড়িত বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানকে বিপুল ঘুষ দিয়েছে জিএসকে-র চিনা শাখা। সেই কারণেই এই জরিমানা। ২০০৯-এ রিও টিন্টো কেলেঙ্কারি সামনে আসার পর এটিই চিনে সব থেকে বড় মাপের কর্পোরেট দুর্নীতি। আগে কোনও সংস্থাকে এত বড় অঙ্কের জরিমানাও করেনি চিনা আদালত। নিজেদের বিরুদ্ধে ওঠা অভিযোগ মেনে নিয়ে বিবৃতি দিয়েছে জিএসকে। সিইও অ্যান্ড্রু উইটি জানিয়েছেন, এই ঘটনা হতাশাজনক। এর জন্য চিনের সরকার, ডাক্তার, রোগী, চিকিৎসা প্রতিষ্ঠান এবং জনতার কাছে তাঁরা ক্ষমাপ্রার্থী। তবে এই ভুল থেকে শিক্ষা নিয়ে আগামী দিনে চিনের স্বাস্থ্য পরিষেবায় স্বচ্ছতার সঙ্গে কাজ করার প্রতিশ্রুতি দিয়েছে সংস্থা।

সিইও পদ ছাড়লেন ওর‌্যাকল প্রতিষ্ঠাতা

সংবাদ সংস্থা • নিউ ইয়র্ক

তথ্যপ্রযুক্তি সংস্থা ওর‌্যাক্ল-এর চিফ এগজিকিউটিভ অফিসারের (সিইও) পদ থেকে সরে দাঁড়ালেন সংস্থাটির অন্যতম প্রতিষ্ঠাতা ল্যারি এলিসন। সেই সঙ্গে সংস্থা পরিচালনার রাশ দিলেন দুই বর্তমান এগজিকিউটিভ সাফ্রা কাৎজ ও মার্ক হার্ড-এর হাতে। বিপুল আয়তনের তথ্যভাণ্ডার সামলানোর সফটওয়্যার ব্যবসায় ওর‌্যাকলকে বিশ্বের অন্যতম বৃহৎ সংস্থা হিসেবে প্রতিষ্ঠিত করার পেছনে এলিসনের ভূমিকা সর্বজনবিদিত। ২০১৩-এ সংস্থাটির আয় ছিল ৩৭১৮ কোটি ডলারেরও বেশি। ৭০ বছরের এলিসন অবশ্য সংস্থার এগজিকিউটিভ চেয়ারম্যান ও মুখ্য টেকনোলজি অফিসার থাকবেন।

চিনি ছাড়া কোক

ভারতের বাজারে চিনি ছাড়া ঠান্ডা পানীয় আনল কোকা-কোলা। এই ‘কোকা-কোলা জিরো’ ব্র্যান্ডের পানীয় ৫ অক্টোবরের পর থেকে দেশের প্রথম সারির ১০০টি শহরের ১.৮ লক্ষেরও বেশি দোকানে মিলবে।

বিমা সংস্থার জরিমানা

নিয়ম ভাঙায় এগন রেলিগেয়ার লাইফকে ৪০ লক্ষ টাকা জরিমানা করল আইআরডিএ। নির্দেশের ১৫ দিনের মধ্যে টাকা দিতে হবে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE