Advertisement
১৯ এপ্রিল ২০২৪

টুকরো খবর

বিআইএফআর থেকে বেরোচ্ছে রাষ্ট্রায়ত্ত কয়লা সংস্থা ইসিএল। সোমবার সংস্থার সিএমডি-র কারিগরি সচিব নীলাদ্রি রায় জানান, পদ্ধতিগত কাজের পরে কোল ইন্ডিয়া তা ঘোষণা করবে। ১৯৭৩-এ খনি রাষ্ট্রায়ত্তকরণের পর ইসিএল অলাভজনক ছিল।

শেষ আপডেট: ২৩ সেপ্টেম্বর ২০১৪ ০১:২৫
Share: Save:

বিআইএফআর থেকে মুক্তি পাচ্ছে ইসিএল

নিজস্ব সংবাদদাতা • আসানসোল

বিআইএফআর থেকে বেরোচ্ছে রাষ্ট্রায়ত্ত কয়লা সংস্থা ইসিএল। সোমবার সংস্থার সিএমডি-র কারিগরি সচিব নীলাদ্রি রায় জানান, পদ্ধতিগত কাজের পরে কোল ইন্ডিয়া তা ঘোষণা করবে। ১৯৭৩-এ খনি রাষ্ট্রায়ত্তকরণের পর ইসিএল অলাভজনক ছিল। ২০০৯-’১০ সাল থেকে লাভ হলেও ছিল আর্থিক দায়। সংস্থার অফিসার্স অ্যাসোসিয়েশনের সম্পাদক দামোদর বন্দ্যোপাধ্যায় এ দিন বলেন, “আসানসোল-রানিগঞ্জ শিল্পাঞ্চলের অর্থনীতি উপকৃত হবে।”

সেনসেক্স উঠল ১১৬

নিজস্ব সংবাদদাতা • কলকাতা

বিশ্বের বিভিন্ন শেয়ার বাজার নামলেও সোমবার উঠল সেনসেক্স। ১১৬ পয়েন্ট বেড়ে থামল ২৭,২০৬.৭৪ অঙ্কে।

আরআইএনএলের শেয়ার বেচবে কেন্দ্র

রাষ্ট্রায়ত্ত ইস্পাত নিগমে (আরআইএনএল) হাতে থাকা শেয়ারের ১০% বেচবে কেন্দ্র। এ বিষয়ে দু’বছরে বার কয়েক হোঁচট খাওয়ার পর সেবির কাছে ড্রাফট প্রসপেক্টাস দাখিল করল তারা। জানানো হয়েছে, শেয়ারের একাংশ কিনতে পারবেন সাধারণ লগ্নিকারীরা।

সংস্থার শেয়ার বিক্রি

ইউনাইটেড স্পিরিট্স তাদের শাখা পায়োনিয়ার ডিস্টিলেরিসের ১১.৩৫% শেয়ার বেচবে। ২৪ সেপ্টেম্বর ১০ টাকা দামের ১৫ লক্ষেরও বেশি শেয়ার বিক্রি করা হবে।

আয়করের সাইট

আয়কর দফতরের ওয়েবসাইট http://www.incometaxindia.gov.in/ ঢেলে সাজল কেন্দ্র। এখন থেকে তা এক-জানলা পদ্ধতিতে কাজ করবে। এক জায়গাতেই প্যান কার্ডের আর্জি জানানো, আয়কর রিটার্ন জমা ইত্যাদি কাজ করা যাবে।

পিএনবি-র শেয়ার

নিজেদের প্রতিটি ইকুইটি শেয়ারকে পাঁচ ভাগে ভাঙতে সায় দিল পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কের (পিএনবি) পরিচালন পর্ষদ। ১০ টাকা মূল দামের প্রতি শেয়ার ভাঙা হবে দু’টাকা মূল দামের পাঁচটি শেয়ারে।

বরখাস্ত তিন ডিরেক্টর

ওএনজিসি-র পরিচালন পর্ষদ থেকেও ইউপিএ জমানায় নিযুক্ত ৩ স্বাধীন ডিরেক্টরকে সরাল কেন্দ্র। এ দিনই সেল-এর পর্ষদ থেকে পদত্যাগ করেছেন ইউপিএ জমানায় নিযুক্ত দুই স্বাধীন ডিরেক্টরও।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE