Advertisement
২৪ এপ্রিল ২০২৪

টুকরো খবর

কমলো পেট্রোলের দাম। কলকাতায় কর যোগ করে তা কমছে লিটার পিছু ৬৮ পয়সা। নয়া দাম ৭৫.৪৬ টাকা। বিশ্ব বাজারে অশোধিত তেলের দাম কমার জেরেই এই সিদ্ধান্ত বলে জানিয়েছে ইন্ডিয়ান অয়েল। তবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মার্কিন সফর সেরে দেশে ফেরা না- পর্যন্ত ডিজেলের দাম কমানো নিয়ে সিদ্ধান্ত স্থগিত রেখেছে কেন্দ্র।

শেষ আপডেট: ০১ অক্টোবর ২০১৪ ০২:৪০
Share: Save:

পেট্রোলের দর কমলো ৬৮ পয়সা

সংবাদ সংস্থা • নয়াদিল্লি

কমলো পেট্রোলের দাম। কলকাতায় কর যোগ করে তা কমছে লিটার পিছু ৬৮ পয়সা। নয়া দাম ৭৫.৪৬ টাকা। বিশ্ব বাজারে অশোধিত তেলের দাম কমার জেরেই এই সিদ্ধান্ত বলে জানিয়েছে ইন্ডিয়ান অয়েল। তবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মার্কিন সফর সেরে দেশে ফেরা না- পর্যন্ত ডিজেলের দাম কমানো নিয়ে সিদ্ধান্ত স্থগিত রেখেছে কেন্দ্র। এ দিন ভর্তুকিহীন রান্নার গ্যাস সিলিন্ডারের দামও কমানো হয়েছে। কলকাতায় নয়া দর ৯২২ টাকা। আর বিমান জ্বালানির দামও কমেছে ৩%।

গাড়ি ফেরাচ্ছে মারুতি

নিজস্ব সংবাদদাতা • কলকাতা

দেশ জুড়ে ৬৯,৫৫৫টি ডিজেল গাড়ি ফেরাচ্ছে মারুতি-সুজুকি। তারা জানিয়েছে, ২০১০ -এর ৮ মার্চ থেকে ২০১৩-র ১১ অগস্টের মধ্যে তৈরি রিৎজ এবং পুরনো মডেলের ডিজায়ার ও সুইফ্টের যন্ত্রাংশে সমস্যা থাকতে পারে। ডিলারদের ওয়ার্কশপে বিনামূল্যে তা সারানো হবে। এ জন্য ডিলাররাই ক্রেতার সঙ্গে যোগাযোগ করবে। মারুতির ওয়েবসাইটে গাড়ি তালিকায় আছে কি না দেখতে পাবেন ক্রেতারা।

পিএফ-পেনশন নিয়ে

নিজস্ব সংবাদদাতা • কলকাতা

প্রভিডেন্ট ফান্ডের (পিএফ) পেনশনকে মূল্য সূচকের সঙ্গে যুক্ত করার দাবি জানাল সোশ্যাল সিকিউরিটি অ্যাসোসিয়েশন অব ইন্ডিয়া। ওই পেনশন অন্তত ১,০০০ টাকা করার জন্য পশ্চিমবঙ্গের পিএফ কর্তৃপক্ষ আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে সংগঠনের সেক্রেটারি জেনারেল বি এন সোম বলেন, পেনশন ভোগ্যপণ্য সূচকের সঙ্গে যুক্ত করা জরুরি। পিএফের অতিরিক্ত চিফ কমিশনার ভি বিজয়কুমার জানান, রাজ্যে ২.২৭ লক্ষ পেনশনভোগী নতুন ব্যবস্থায় উপকৃত হবেন।

শীর্ষ ব্যাঙ্কের নির্দেশ

ব্যাঙ্কে অ্যাকাউন্ট খোলার জন্য কেওয়াইসি নিয়ম সরল করল রিজার্ভ ব্যাঙ্ক। এখন থেকে নিজের সই করা (সেল্ফ অ্যাটেস্টেড) কাগজপত্র জমা দিয়েই খোলা যাবে অ্যাকাউন্ট। ই-মেল বা ডাকে কাগজ পাঠালেও তা গ্রহণ করতে হবে ব্যাঙ্ককে।

নতুন হোটেল

কসবায় নয়া হোটেল খুলল অর্ক’জ। আর আর সেন হোটেলস গোষ্ঠীর এই নতুন হোটেলে রয়েছে স্যুইট-সহ ৫৯টি ঘর, ক্লাব, মাল্টি স্পেশালিটি রেস্তোরাঁ ইত্যাদি। লগ্নি ৯০ কোটি টাকা।

সুদ কমাল এসবিআই

এ বার ৭-৪৫ দিনের জমায় ১০০ বেসিস পয়েন্ট সুদ কমাল স্টেট ব্যাঙ্ক। ১ কোটি টাকার কম জমায় নয়া সুদ ৬%। ৭ অক্টোবর থেকে এই হার চালু হবে।

শ্রেয়ীর নয়া ডিবেঞ্চার

বাজার থেকে ১,৫০০ কোটি টাকা পর্যন্ত তুলতে নতুন নন-কনভার্টিবল্ ডিবেঞ্চার ছাড়ল শ্রেয়ী ইনফ্রাস্ট্রাকচার ফিনান্স। ফেস ভ্যালু ১,০০০ টাকা। ইস্যু বন্ধ হওয়ার কথা ৩১ অক্টোবর।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE