Advertisement
১৭ এপ্রিল ২০২৪

টুকরো খবর

গত সোম থেকে শুক্র এই পাঁচ দিনে উল্লেখযোগ্য ভাবে বেড়েছে বিশ্বের শেয়ার বাজার। মাইক্রোসফট, প্রোক্টর অ্যান্ড গ্যাম্বেল-এর মতো সংস্থার ভাল আর্থিক ফলাফল ও আমেরিকায় ইবোলার আতঙ্ক কমা মূলত এই দুইয়ের জেরে চলতি সপ্তাহে গত দেড় বছরের মধ্যে সবচেয়ে বেশি উঠেছে বিশ্ব বাজার। এমএসসিআই-এর আন্তর্জাতিক শেয়ার সূচক অনুসারে এই সপ্তাহে বাজার উঠেছে ৩.১%। যা ২০১৩-র জুলাইয়ের পর থেকে সবচেয়ে বেশি।

শেষ আপডেট: ২৬ অক্টোবর ২০১৪ ০০:৪৮
Share: Save:

এই সপ্তাহে সূচক উঠেছে বিশ্ব জুড়ে

সংবাদ সংস্থা • নিউ ইয়র্ক

গত সোম থেকে শুক্র এই পাঁচ দিনে উল্লেখযোগ্য ভাবে বেড়েছে বিশ্বের শেয়ার বাজার। মাইক্রোসফট, প্রোক্টর অ্যান্ড গ্যাম্বেল-এর মতো সংস্থার ভাল আর্থিক ফলাফল ও আমেরিকায় ইবোলার আতঙ্ক কমা মূলত এই দুইয়ের জেরে চলতি সপ্তাহে গত দেড় বছরের মধ্যে সবচেয়ে বেশি উঠেছে বিশ্ব বাজার। এমএসসিআই-এর আন্তর্জাতিক শেয়ার সূচক অনুসারে এই সপ্তাহে বাজার উঠেছে ৩.১%। যা ২০১৩-র জুলাইয়ের পর থেকে সবচেয়ে বেশি। পাশাপাশি, সপ্তাহের শেষে ইউরোপীয় ব্যাঙ্কগুলিও ভাল আর্থিক স্বাস্থ্যের কথা ঘোষণা করবে, এই আশায় ডলারের সাপেক্ষে বেড়েছে ইউরোর দরও। অন্য দিকে, আন্তর্জাতিক বাজারে পড়েছে অশোধিত তেলের দাম। -

ভারতে গাড়ি ফেরাচ্ছে নিসান

সংবাদ সংস্থা • নয়াদিল্লি

বিশ্ব জুড়ে গাড়ি ফেরানোর অঙ্গ হিসেবে ভারতেও একই ঘোষণা করল নিসান। জাপানি সংস্থাটি জানিয়েছে, এ দেশের বাজারে বিক্রি হওয়া তাদের ছোট গাড়ি মাইক্রা ও সেডান সানি-তে এয়ারব্যাগের সমস্যা থাকতে পারে। এয়ারব্যাগগুলি তাকাতা সংস্থার তৈরি করা। আর গাড়িগুলি তৈরি করা হয়েছে ২০০৮ থেকে ২০১২-এর মধ্যে। সেই কারণে ভারতে ওই সময়ে তৈরি হওয়া ওই দুই মডেলের ৯,০০০ গাড়ি ফেরাচ্ছে তারা। সারা বিশ্বে তাদের অন্যান্য মডেল মিলিয়ে ফিরিয়ে নেওয়া গাড়ির সংখ্যা ২.৬০ লক্ষ। ডিলাররাই সেগুলি বিনামূল্যে সারিয়ে দেবে বলে দাবি নিসানের। শীঘ্রই এ নিয়ে ক্রেতাদের কাছে খবর পাঠাবে সংস্থা।

গাড়ি ঋণ পেতে

সংবাদ সংস্থা • নয়াদিল্লি

গাড়ি বিক্রি বাড়াতে ব্যাঙ্ক অব মহারাষ্ট্রের সঙ্গে চুক্তি সই করল অশোক লেল্যান্ড। সংস্থার দাবি, এতে ঋণ পাওয়া যাবে আরও সহজে। ব্যাঙ্কটির ১,৭০০ শাখা থেকে সংস্থার বাণিজ্যিক গাড়ি কিনতে এই ঋণ মিলবে।

গুগ্লে গুরুত্ব বাড়ল পিচাইয়ের

সংবাদ সংস্থা • সান ফ্রান্সিসকো

এ বার গুগ্লের আরও বড় দায়িত্বে সুন্দর পিচাই। এখন থেকে সিইও ল্যারি পেজ-এর তত্ত্বাবধানে ইউটিউব বাদে সংস্থার প্রায় সব গুরুত্বপূর্ণ পরিষেবার (সার্চ, ম্যাপ, গুগ্ল প্লাস, বিজ্ঞাপন ইত্যাদি) প্রধান হিসেবে কাজ করবেন ওই অনাবাসী ভারতীয়। অ্যান্ড্রয়েড সফটওয়্যার, অ্যাপ্লিকেশন (অ্যাপ) ও সার্চ ইঞ্জিন ক্রোমের পাশাপাশি এই নয়া দায়িত্ব সামলাবেন তিনি। গুগ্লের দাবি, এর ফলে সমস্ত ব্যবসার দৈনন্দিন কাজ সামলানো থেকে অব্যাহতি পাবেন পেজ। মন দিতে পারবেন উদ্ভাবনে। উল্লেখ্য, ২০০৪-এ গুগ্লে আসার পর থেকেই পিচাইয়ের উত্থান উল্কার মতো। এমনকী ভবিষ্যতে তিনি সংস্থার সিইও পদের দাবিদার বলেও মনে করেন অনেকে।

কলকাতা-সহ পূর্ব ভারতের বাজারে এল স্যামসাঙের গ্যালাক্সি নোট-৪।
প্রদর্শনে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। দাম ৫৮,৩০০ টাকা।—নিজস্ব চিত্র।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE