Advertisement
২৪ এপ্রিল ২০২৪

টুকরো খবর

বিমা বিল সংসদে পাশ হলেই দেশ জুড়ে এক দিনের ধর্মঘট করার হুমকি দিয়েছে বিমা শিল্পের বিভিন্ন ইউনিয়ন। তার আগে ওই বিলের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে দেশের বিভিন্ন অঞ্চলে বিক্ষোভ সমাবেশ করবেন বিমাকর্মীরা। বৃহস্পতিবার কলকাতায় বিমা শিল্পের বিভিন্ন ইউনিয়ন এক সংবাদিক বৈঠকে আন্দোলনের ওই কর্মসূচি ঘোষণা করেছে।

শেষ আপডেট: ২১ নভেম্বর ২০১৪ ০২:২৯
Share: Save:

ধর্মঘটের হুমকি বিমাকর্মীদের
নিজস্ব সংবাদদাতা • কলকাতা

বিমা বিল সংসদে পাশ হলেই দেশ জুড়ে এক দিনের ধর্মঘট করার হুমকি দিয়েছে বিমা শিল্পের বিভিন্ন ইউনিয়ন। তার আগে ওই বিলের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে দেশের বিভিন্ন অঞ্চলে বিক্ষোভ সমাবেশ করবেন বিমাকর্মীরা। বৃহস্পতিবার কলকাতায় বিমা শিল্পের বিভিন্ন ইউনিয়ন এক সংবাদিক বৈঠকে আন্দোলনের ওই কর্মসূচি ঘোষণা করেছে। কর্মীদের আপত্তির মূলে ওই বিলে বিমা শিল্পে বিদেশি বিনিয়োগ ২৬% থেকে বাড়িয়ে ৪৯% করার প্রস্তাব। জেনারেল ইনশিওরেন্স এমপ্লয়িজ অ্যাসোসিশনের সাধারণ সম্পাদক গৌতম মৈত্র এবং পূর্বাঞ্চল বিমাকর্মী অ্যাসোসিয়শনের সাধারণ সম্পাদক জয়ন্ত মুখোপাধ্যায় বলেন, “বিলটি এখন সংসদীয় সিলেক্ট কমিটির কাছে। তবে অর্থমন্ত্রী ইতিমধ্যেই ঘোষণা করেছেন, সেটি সংসদের শীতকালীন অধিবেশনে রাজ্যসভায় পাশ করানো হবে। সে ক্ষেত্রে পরদিনই দেশ জুড়ে বিমাকর্মীরা এক দিনের প্রতীক ধমর্ঘট পালন করবেন।” রাজ্য সাধারণ বিমা কর্মচারী সমিতির সভাপতি ধনঞ্জয় বন্দ্যোপাধ্যায়ের অভিযোগ, “বিলের বেশ কিছু প্রস্তাব গ্রাহক স্বার্থের পরিপন্থী।”

মার্কিন সংস্থা এলসিসি-কে কিনে নিচ্ছে টেক মহীন্দ্রা
সংবাদ সংস্থা • নয়াদিল্লি

মার্কিন সফটওয়্যার পরিষেবা সংস্থা লাইটব্রিজ কমিউনিকেশন্স কর্পোরেশন (এলসিসি)-কে ১৪৮৬ কোটি টাকায় (২৪ কোটি ডলার) কিনে নিচ্ছে টেক মহীন্দ্রা। পুরোপুরি নগদে এই অধিগ্রহণ করবে তারা। ভারতে তথ্যপ্রযুক্তি ক্ষেত্রে এটাই চলতি বছরের সবচেয়ে বড় অধিগ্রহণ হতে চলেছে বলে দাবি শিল্পমহলের। ভার্জিনিয়ায় সদর দফতর থাকা এলসিসি বিশ্বের প্রথম সারির সফটওয়্যার প্রযুক্তি পরিষেবা সংস্থাগুলির অন্যতম। ৫০টি দেশে তাদের ৬৭০০ কর্মী রয়েছে, যাঁদের মধ্যে ৮০০ জন রয়েছেন আমেরিকায়। ৪৩ কোটি ডলারের সংস্থা এলসিসি-র অবশ্য ৮.৫ কোটি ডলার ঋণ রয়েছে শেয়ারহোল্ডারদের কাছে। টেক মহীন্দ্রা এর কিছুটা দায় নেবে বলে ইঙ্গিত মিলেছে। টেক মহীন্দ্রার এগ্জিকিউটিভ ভাইস চেয়ারম্যান বিনীত নায়ার জানান, এই অধিগ্রহণ তাঁদের আরও এগিয়ে যেতে সাহায্য করবে।

দু’দিন নামার পরে বাড়ল সেনসেক্স
নিজস্ব সংবাদদাতা • কলকাতা

টানা দু’দিন নেমে যাওয়ার পর বৃহস্পতিবার সামান্য বাড়ল সূচক। এই দিন সেনসেক্স বেড়েছে প্রায় ৩৫ পয়েন্ট এবং আর এক সূচক নিফ্টি ১৯.৬০ পয়েন্ট। দিনের শেষে সূচক দু’টি দাঁড়িয়েছে যথাক্রমে ২৮,০৬৭.৫৬ ও ৮,৪০১.৯০ অঙ্কে। এ দিন ডলারের সাপেক্ষে টাকার দামও বেড়েছে ২ পয়সা। ফলে বিদেশি মুদ্রার বাজার বন্ধের সময় প্রতি ডলারের দাম দাঁড়ায় ৬১.৯৪ টাকায়। বিশেষজ্ঞদের অনেকেই মনে করছেন, বাজার যেখানে দাঁড়িয়ে, তাতে শেয়ারের দামে সংশোধনের এখনও অনেক সুযোগ রয়েছে। তবে এ নিয়ে কোনও রকম উদ্বেগের কারণ আছে বলে তাঁরা মনে করেন না। বরং তাঁদের ধারণা, সংশোধনের ফলে বাজার আরও মজবুত জায়গায় যাবে। সংবাদসংস্থা পিটিআইয়ের খবর, বিদেশি লগ্নিকারী সংস্থাগুলি গত বুধবার ভারতের বাজারে ৭১.৮০ কোটি টাকা লগ্নি করেছে।

আদানির ঋণ নিয়ে যুক্তি এসবিআইয়ের
সংবাদ সংস্থা • নয়াদিল্লি

প্রধানমন্ত্রীর অস্ট্রেলিয়া সফর চলাকালীনই সেখানে আদানি গোষ্ঠীর কয়লা খনি প্রকল্পের জন্য এসবিআইয়ের ১০০ কোটি ডলার ঋণ মঞ্জুর করা নিয়ে প্রশ্ন উঠেছে দেশে। বৃহস্পতিবার এসবিআইয়ের চেয়ারপার্সন অরুন্ধতী ভট্টাচার্যের দাবি, দু’পক্ষের মধ্যে প্রাথমিক চুক্তি হয়েছে। যার মানে ঋণ মঞ্জুর নয়। যোগ্যতা খতিয়ে দেখার পরেই সিদ্ধান্ত হবে।

স্পেকট্রাম নিলাম

ফেব্রুয়ারিতে স্পেকট্রাম নিলাম পরিচালনায় ৩টি সংস্থা বাছাই করল ডট। এর মধ্যে আছে কলকাতার এমজাংশন। চূড়ান্ত বাছাই ২৮ শে।

চালু হল অ্যাড-লাইফ কেয়ারিং মাইন্ডস-এর মুক্তমঞ্চ ‘মাইন্ডস্পিক- ইমপারফেকশন ইজ বিউটি’।
বৃহস্পতিবার সেই অনুষ্ঠানে ছিলেন রাজ্যপাল কেশরীনাথ ত্রিপাঠী। সঙ্গে সঞ্জয় বুধিয়া
এবং বিষয়টির দুই উদ্যোক্তা তাঁর স্ত্রী মিনু (বাঁ দিকে) ও মেয়ে প্রিয়ম বুধিয়া।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE