Advertisement
১৯ এপ্রিল ২০২৪

টুকরো খবর

বিভিন্ন লগ্নিকারী সংস্থার কাছ থেকে ৭০ কোটি ডলার (৪,২৭০ কোটি টাকা) সংগ্রহ করল ই-কমার্স সংস্থা ফ্লিপকার্ট। এ ছাড়া, সিঙ্গাপুরের শেয়ার বাজারে নথিভুক্ত হতে সেখানকার নিয়ন্ত্রকের কাছেও আবেদনপত্র জমা দিয়েছে সংস্থা। অনেকেই মনে করছেন, অ্যামাজন, স্ন্যাপডিলের মতো সংস্থার সঙ্গে পাল্লা দিতেই টাকা তুলে শক্তি বাড়াচ্ছে ফ্লিপকার্ট।

শেষ আপডেট: ২১ ডিসেম্বর ২০১৪ ০০:৫৩
Share: Save:

৪,২৭০ কোটি তুলল ফ্লিপকাটর‌্, আবেদন বাজারে নথিভুক্তিরও
সংবাদ সংস্থা • মুম্বই

বিভিন্ন লগ্নিকারী সংস্থার কাছ থেকে ৭০ কোটি ডলার (৪,২৭০ কোটি টাকা) সংগ্রহ করল ই-কমার্স সংস্থা ফ্লিপকার্ট। এ ছাড়া, সিঙ্গাপুরের শেয়ার বাজারে নথিভুক্ত হতে সেখানকার নিয়ন্ত্রকের কাছেও আবেদনপত্র জমা দিয়েছে সংস্থা। অনেকেই মনে করছেন, অ্যামাজন, স্ন্যাপডিলের মতো সংস্থার সঙ্গে পাল্লা দিতেই টাকা তুলে শক্তি বাড়াচ্ছে ফ্লিপকার্ট।

চিনে ব্যাঙ্কিং সংস্কার

চিনে ব্যবসা করতে আগ্রহী বিদেশি ব্যাঙ্কগুলির জন্য বিধিনিষেধ শিথিল করল বেজিং। সংশোধিত নিয়মে বাধ্যতামূলক ভাবে নির্দিষ্ট পরিমাণ অর্থ মূল সংস্থা থেকে চিনা শাখায় পাঠানোর পুরনো নিয়ম আর থাকছে না। প্রথমে সে দেশে অফিস খুলে তারপর শাখার জন্য আবেদনের প্রক্রিয়া তুলে দেওয়া হয়েছে। শিথিল করা হয়েছে চিনা মুদ্রা লেনদেনের নিয়মও।

ব্যাঙ্ক ধর্মঘটের হুমকি

বেতন বৃদ্ধি-সহ বিভিন্ন দাবিতে জানুয়ারিতে ফের ব্যাঙ্ক ধর্মঘটের হুমকি দিল নানা কর্মী সংগঠন। ৭ জানুয়ারি ধর্মঘটের পর, ২১-২৪ জানুয়ারি কর্মবিরতি পালন করা হবে বলে দাবি।

ঋণ দিতে শাখা

ছোট ও মাঝারি শিল্প-সহ বিভিন্ন ক্ষেত্রে ঋণ দিতে মাঠপুকুরে বিশেষ শাখা খুলল বঙ্গীয় গ্রামীণ বিকাশ ব্যাঙ্ক। এর মাধ্যমে উত্তর এবং দক্ষিণ ২৪ পরগনার ছোট শিল্পকে দ্রুত ঋণ দেওয়া সম্ভব হবে বলে দাবি তাদের।

জিই-র উদ্যোগ

গোড়াতেই ক্যান্সারের কোষ নির্দিষ্ট করতে প্রয়োজনীয় ‘পেট সিটি স্ক্যান’ যন্ত্র বাজারে আনছে জিই হেলথকেয়ার। সংস্থার কর্তা মিলন রাওয়ের দাবি, প্রায় ৪০% কম দামে ভারতে তৈরি এই যন্ত্র পাওয়া যাচ্ছে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE