Advertisement
২০ এপ্রিল ২০২৪

ব্যাঙ্ক ধর্মঘটের ডাক ২ ফেব্রুয়ারি

আগামী ২ ফেব্রুয়ারি দেশ জুড়ে ব্যাঙ্ক ধর্মঘটের ডাক দিল কর্মী ও অফিসারদের তিনটি সংগঠন। বেফি, এআইবিইএ, অল ইন্ডিয়া ব্যাঙ্ক অফিসার্স অ্যাসোসিয়েশনের ডাকা এই ধর্মঘটের উদ্দেশ্য, নোট বাতিলের জেরে মানুষের হয়রানির প্রতিবাদ ও ব্যাঙ্কের অনুৎপাদক সম্পদ উদ্ধারের দাবি তোলা।

নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ২২ জানুয়ারি ২০১৭ ০২:৪৫
Share: Save:

আগামী ২ ফেব্রুয়ারি দেশ জুড়ে ব্যাঙ্ক ধর্মঘটের ডাক দিল কর্মী ও অফিসারদের তিনটি সংগঠন। বেফি, এআইবিইএ, অল ইন্ডিয়া ব্যাঙ্ক অফিসার্স অ্যাসোসিয়েশনের ডাকা এই ধর্মঘটের উদ্দেশ্য, নোট বাতিলের জেরে মানুষের হয়রানির প্রতিবাদ ও ব্যাঙ্কের অনুৎপাদক সম্পদ উদ্ধারের দাবি তোলা। ধর্মঘটে সামিল হবে রাষ্ট্রায়ত্ত, বেসরকারি ও বিদেশি ব্যাঙ্কগুলি। তবে গ্রামীণ ব্যাঙ্ক, সমবায় ব্যাঙ্ক ও রিজার্ভ ব্যাঙ্ক এতে থাকবে কি না ঠিক নেই। অল ইন্ডিয়া রিজার্ভ ব্যাঙ্ক এমপ্লয়িজ অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক সমীর ঘোষ জানান, ‘‘আমাদের সামিল হওয়া নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।’’

বেফির সাধারণ সম্পাদক প্রদীপ বিশ্বাস জানান, ‘‘নোট নাকচের ধাক্কায় যাঁরা প্রাণ হারিয়েছেন, বারবার দাবি করা সত্ত্বেও তাঁদের ক্ষতিপূরণের ব্যবস্থা করেনি কেন্দ্র। এটিএম থেকে দিনে ১০ হাজার টাকা তোলা যাবে বলে জানালেও বহু জায়গাতেই নোটের অভাবে সমস্যা মিটছে না। অনুৎপাদক সম্পদ উদ্ধারেও রুটিন পদক্ষেপ ছাড়া বাড়তি উদ্যোগ চোখে পড়েনি। তাই এই ধর্মঘট।’’

এআইবিইএ সভাপতি রাজেন নাগরের দাবি, ‘‘গত ৩১ মার্চ রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কগুলির অনুৎপাদক সম্পদ ছিল ৫.৩৯ লক্ষ কোটি টাকা। ৬ মাসে তা বেড়ে হয়েছে ৬.৭০ লক্ষ কোটি।’’ তাঁদের আশঙ্কা, নোট সঙ্কটে শিল্প এত ভুগেছে যে, বাড়বে ঋণখেলাপির বহর। যা আরও বাড়াবে অনুৎপাদক সম্পদ।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Bank Strike
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE