Advertisement
১৯ এপ্রিল ২০২৪

প্রদর্শনী-মঞ্চে ভিড় বড় গাড়িরই

প্রচলিত ধারণা— ভারত মূলত ছোট গাড়ির বাজার। বুধবার গ্রেটার নয়ডার গাড়ি প্রদর্শনী চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল, ভাঙছে সেই ধারণা। ভারতের গাড়ি বাজার সম্পর্কে দ্রুত দৃষ্টিভঙ্গি বদলাচ্ছে দেশি-বিদেশি সংস্থাগুলি।

দিল্লির অটো এক্সপোয় আলিয়া ভট্ট। বুধবার । পিটিআই

দিল্লির অটো এক্সপোয় আলিয়া ভট্ট। বুধবার । পিটিআই

দেবপ্রিয় সেনগুপ্ত
গ্রেটার নয়ডা শেষ আপডেট: ০৪ ফেব্রুয়ারি ২০১৬ ০১:০৫
Share: Save:

প্রচলিত ধারণা— ভারত মূলত ছোট গাড়ির বাজার। বুধবার গ্রেটার নয়ডার গাড়ি প্রদর্শনী চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল, ভাঙছে সেই ধারণা। ভারতের গাড়ি বাজার সম্পর্কে দ্রুত দৃষ্টিভঙ্গি বদলাচ্ছে দেশি-বিদেশি সংস্থাগুলি। যে-কারণে, আজ, অটো এক্সপো-র মঞ্চে বড় গাড়ি দেখানোর উপরেই জোর দিল তারা। বিশেষত স্পোর্টস ইউটিলিটি ভেহিকল বা এসইউভি। কারণ চাহিদার নিরিখে এগিয়ে এরাই।

তবে শুধু গাড়ি নয়, প্রদর্শনীর আকর্ষণ ছিল নক্ষত্রখচিত অতিথি সমাগম ঘিরেও। ঝকমকে আলোয় গাড়ির উপর থেকে পর্দা সরাতে এ দিন বিভিন্ন প্যাভিলিয়নে উপস্থিত ছিলেন সচিন তেন্ডুলকর, বিরাট কোহলি, জাহির খান ও মোহিন্দর অমরনাথের মতো ক্রিকেটার। ছিলেন রুপোলি পর্দার তারকা ক্যাটরিনা কাইফ, আলিয়া ভট্ট, রণবীর কপূর।

বড় গাড়ির বাজার নজরে রেখেই ভিতারা ব্রেজা গাড়িটি দেখিয়ে এ দিনই প্রথম এসইউভি-র বাজারে পা রাখল মারুতি-সুজুকি। মার্চের মধ্যে বাজারে আসবে সেটি। তবে এটি প্রচলিত এসইউভি-র চেয়ে ছোট, যাকে বলে কমপ্যাক্ট এসইউভি। ভাবনা থেকে শুরু করে তৈরি, সবটাই এই প্রথম হয়েছে ভারতে। জাপানে নয়।

তেমনই হুন্ডাই দেখিয়েছে কমপ্যাক্ট এসইউভি টুসন। জিপ-এর ঝুলিতে রয়েছে র‌্যাঙ্গলার এবং গ্র্যান্ড চেরোকি এসআরটি। দু’টিই এসইউভি। ভারতে পুরোদস্তুর আমদানি করা হবে এ বছরের মাঝামাঝি থেকেই। এ ছাড়া তারা এই মুলুকের জন্য নতুন একটি এসইউভি তৈরি করবে ২০১৭ সাল থেকে, রঞ্জনগাঁও কারখানায়। এ জন্য ২৮ কোটি ডলার লগ্নি করেছে সংস্থা। মার্সিডিজ বেঞ্জের ছিল দু’টি এসইউভি জিএলসি, এস-ক্লাস ক্যাব্রিওলে।

নিসান মোটর দেখিয়েছে হাইব্রিড এসইউভি এক্সট্রেল। এবং সেই সঙ্গে সুপার-কার জিটিআর। দু’টিই পুরোপুরি জাপান থেকে আমদানি করে বিক্রি করা হবে ভারতে।

টাটা মোটরস তুলে ধরে এসইউভি হেক্সা ও কমপ্যাক্ট এসইউভি নেক্সন। সঙ্গে অবশ্য জিকা (হ্যাচব্যাক) ও কাইট৫ (কমপ্যাক্ট সেডান)-ও ছিল। সংস্থার প্রধান কর্তা (বিপণন) এস এন বর্মনের বক্তব্য, এখনও দেশে এসইউভি-র বিক্রি সার্বিক ভাবে যাত্রী গাড়ির তুলনায় কম। তবে তরুণ ক্রেতাদের হাত ধরে সেগুলির চাহিদা বাড়ছে। তাই গাড়ি সংস্থাগুলিও সেই ভাবে কোমর বেঁধে এগোচ্ছে।

নিসান অবশ্য এসইউভি-র পাশাপাশি বাজি রেখেছে ছোট কম দামি গাড়িতেও। আর সেই বাজারের উপর তাদের ভরসা স্পষ্ট নিসান মোটর ইন্ডিয়া-র এমডি অরুণ মলহোত্র-র কথায়। তিনি জানান, এপ্রিল-জুনের মধ্যে এ দেশে তাঁরা কম দামি ছোট গাড়ি বাজারে আনবেন। সেটির ‘কোড’ নাম ‘আই২’। তাঁর ইঙ্গিত, ক্রেতার নজর টানতে সংস্থার ছোট গাড়ি ডাটসন গো-র থেকেও কম হতে পারে সেটির দাম।


পর্দা উঠল নিসান জিটিআর-এর। বুধবার।ছবি: দেবপ্রিয় সেনগুপ্ত

এগুলি ছাড়াও এ দিন প্রদর্শিত হয় হোন্ডার বিআরভি (ক্রসওভার ইউটিলিটি ভেহিকল, এসইউভি এবং এমপিভি-র মিশেল)। জেনারেল মোটরসের শেভ্রোলে স্পিন, শেভ্রোলে এসেনশিয়া ও শেভ্রোলে বিট অ্যাকটিভ। প্রথমটি এমপিভি। দ্বিতীয়টি নচব্যাক। তৃতীয়টি কনসেপ্ট কার, অর্থাৎ ভাবনা স্তরে রয়েছে। প্রথম দু’টি ভারতের বাজারে আসবে ২০১৭ সালে। দেখানো হয় ফোক্সভাগেনের কমপ্যাক্ট সেডান অ্যামিও। ইসুজুর ডি ম্যাক্স ভি ক্রস (অ্যাডভেঞ্চার ইউটিলিটি ভেহিকল)।
এ দিন বেশির ভাগ গাড়িই শুধু প্রদর্শিত হয়। বাজারে আনা হয় মাত্র কয়েকটি। গাড়ি শিল্পমহল সূত্রের খবর, প্রদর্শনীতে অনেকের ভিড়ে হারিয়ে না- গিয়ে, পরে আনুষ্ঠানিক ভাবে বাজারে এনে মনোযোগ আকর্ষণের জন্যই এই বিপণন কৌশল।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

business car expo alia
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE