Advertisement
২৪ এপ্রিল ২০২৪
Business News

সিঙ্গল ব্র্যান্ড রিটেলে ১০০ শতাংশ এফডিআই এ বার সরকারি অনুমোদন ছাড়াই

সিঙ্গল ব্র্যান্ড রিটেলে ১০০ শতাংশ প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগের (এফডিআই) রাস্তা আরও সহজ হয়ে গেল ভারতে। অটোম্যাটিক রুটেই এ বার থেকে ১০০ শতাংশ প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগ সম্ভব।

সিঙ্গল ব্র্যান্ড রিটেল ব্যবসায় যে ভাবে হাট করে খুলে দেওয়া হল প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগের দরজা, তাতে দেশের ব্যবসায়ীরা ক্ষতির মুখে পড়বেন বলে মনে করছে কনফেডারেশন অব অল ইন্ডিয়া ট্রেডার্স। —প্রতীকী ছবি / রয়টার্স।

সিঙ্গল ব্র্যান্ড রিটেল ব্যবসায় যে ভাবে হাট করে খুলে দেওয়া হল প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগের দরজা, তাতে দেশের ব্যবসায়ীরা ক্ষতির মুখে পড়বেন বলে মনে করছে কনফেডারেশন অব অল ইন্ডিয়া ট্রেডার্স। —প্রতীকী ছবি / রয়টার্স।

সংবাদ সংস্থা
নয়াদিল্লি শেষ আপডেট: ১০ জানুয়ারি ২০১৮ ১৮:০৭
Share: Save:

অর্থনৈতিক সংস্কারের লক্ষ্যে ফের উল্লেখযোগ্য পদক্ষেপ করল কেন্দ্রীয় সরকার। সিঙ্গল ব্র্যান্ড রিটেল, শক্তি, অসামরিক বিমান পরিবহণ এবং রিয়েল এস্টেট ব্রোকিং-এর ক্ষেত্রে প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগ (এফডিআই) এবং বিদেশি আর্থিক প্রতিষ্ঠানগুলির (এফআইআই/ এফপিআই) অংশগ্রহণের পথ আরও সুগম করা হল।

সিঙ্গল ব্র্যান্ড রিটেলে ১০০ শতাংশ প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগের (এফডিআই) রাস্তা আরও সহজ হয়ে গেল ভারতে। অটোম্যাটিক রুটেই এ বার থেকে ১০০ শতাংশ প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগ সম্ভব সিঙ্গল ব্র্যান্ড রিটেলে, সরকারি অনুমোদনের প্রয়োজন হবে না। এই ধরনের ব্যবসায় ১০০ শতাংশ প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগের সংস্থান এত দিন ছিল না, তা নয়। কিন্তু ৪৯ শতাংশ বিনিয়োগ করা যেত অটোম্যাটিক রুটে। তার চেয়ে বেশি বিনিয়োগের জন্য সরকারি অনুমোদনের দরকার পড়ত। এ বার থেকে আর সেই অনুমোদনের আর দরকার পড়বে না।

শক্তি ক্ষেত্রে বিদেশি বিনিয়োগের পথও আগের চেয়ে সুগম করা হল। বিদেশি আর্থিক প্রতিষ্ঠানগুলি (এফআইআই / এফপিআই) এ বার থেকে ভারতের শক্তি ক্ষেত্রে বিনিয়োগ করতে পারবে প্রাইমারি মার্কেটের মাধ্যমেই। শক্তি ক্ষেত্রে বিদেশি বিনিয়োগের পথ এত দিনও খোলা ছিল। অটোম্যাটিক রুটে ৪৯ শতাংশ এফডিআই-এর সংস্থান ছিল শক্তি ক্ষেত্রে। কিন্তু এফআইআই বা এফপিআইগুলি শুধু সেকেন্ডারি মার্কেটের (যেমন স্টক এক্সচেঞ্জ) মাধ্যমেই শক্তি বা বিদ্যুতের ব্যবসায় অংশ নিতে পারত। এ বার থেকে এফআইআই / এফপিআইগুলিও প্রাইমারি মার্কেটের মাধ্যমেই এই ব্যবসায় বিনিয়োগ করতে পারবে।

বিমান পরিবহণ ব্যবসায় বিদেশি বিনিয়োগের প্রশ্নেও সংস্কার আনল কেন্দ্র। এয়ার ইন্ডিয়ার অ্যাপ্রুভাল রুটের মাধ্যমে এ বার থেকে বিদেশি এয়ারলাইন সংস্থাগুলি ভারতে বিমান পরিবহণ ব্যবসায় ৪৯ শতাংশ পর্যন্ত বিনিয়োগ করতে পারবে বলে সরকার জানিয়েছে।

আরও পড়ুন: দামি কয়লা, বাড়তে পারে বিদ্যুৎ মাসুল

রিয়েল এস্টেট ব্রোকিং-কে রিয়েল এস্টেট ব্যবসা হিসেবে ধরা হবে না বলে সিদ্ধান্ত নিয়েছে সরকার। তাই সেই ব্যবসাতেও অটোম্যাটিক রুটের মাধ্যমে ১০০ শতাংশ এফডিআই-এর অনুমতি দেওয়া হয়েছে।

আরও পড়ুন: সায় বাড়তি স্পেকট্রাম হাতে নেওয়ায়

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে বুধবার বৈঠকে বসেছিল কেন্দ্রীয় ক্যাবিনেট। সেই বৈঠকেই বিদেশ বিনিয়োগ নীতিতে এই সব বদল আনা হয়েছে। সরকারের এই সব পদক্ষেপের ফলে বিদেশ থেকে আসা বিনিয়োগের পরিমাণ আরও অনেক বাড়বে এবং আয় ও কর্মসংস্থান বৃদ্ধি পাবে বলে দাবি করেছে সরকার।

কনফেডারেশন অব অল ইন্ডিয়া ট্রেডার্স অবশ্য সরকারের এই সিদ্ধান্তের সমালোচনায় সরব হয়েছে। সিঙ্গল ব্র্যান্ড রিটেলে অটোম্যাটিক রুটের মাধ্যমেই ১০০ শতাংশ এফডিআই-কে যে ভাবে ছাড়পত্র দিল সরকার, তাতে বহুজাতিক সংস্থাগুলি ভারতীয় বাজারের দখল নিয়ে নেবে বলে বণিক সংগঠনটির দাবি। সরকারের এই পদক্ষেপ করে বিজেপি-র নির্বাচনী প্রতিশ্রুতির সম্পূর্ণ বিপরীত বলেও কনফেডারেশন দাবি করেছে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE