Advertisement
১৯ এপ্রিল ২০২৪

রিজার্ভ ব্যাঙ্কের ডানা ছাঁটায় পিছু হটতে পারে কেন্দ্র

রিজার্ভ ব্যাঙ্কের স্বাধীনতা কাটছাঁট করার দৌড়ে ফের পিছু হটার ইঙ্গিত দিল কেন্দ্র। ফলে রঘুরাম রাজন বনাম অরুণ জেটলির লড়াই সন্ধির দিকেই মোড় নিতে পারে বলে মনে করছে সংশ্লিষ্ট মহল।

সংবাদ সংস্থা
নয়াদিল্লি শেষ আপডেট: ২৮ জুলাই ২০১৫ ০১:৫৫
Share: Save:

রিজার্ভ ব্যাঙ্কের স্বাধীনতা কাটছাঁট করার দৌড়ে ফের পিছু হটার ইঙ্গিত দিল কেন্দ্র। ফলে রঘুরাম রাজন বনাম অরুণ জেটলির লড়াই সন্ধির দিকেই মোড় নিতে পারে বলে মনে করছে সংশ্লিষ্ট মহল।

সুদের হার স্থির করা নিয়ে আরবিআই গভর্নরের হাত থেকে ক্ষমতা কার্যত কেড়ে নেওয়ার প্রস্তাব এনে গত বৃহস্পতিবারই খসড়া বিধি প্রকাশ করে অর্থ মন্ত্রক। কিন্তু সোমবার অর্থমন্ত্রী অরুণ জেটলির মন্তব্য ইঙ্গিত দিচ্ছে, সেই অবস্থান থেকে সরে আসতে পারেন তাঁরা। জেটলি বলেন, ‘‘বিষয়টি নিয়ে যে-কথাবার্তা চলছে, এই খসড়া বিধি তারই অঙ্গ। এ নিয়ে ৮ অগস্টের মধ্যে মতামত চাওয়া হয়েছে।’’ অর্থ প্রতিমন্ত্রী জয়ন্ত সিন্‌হাও জানান, ‘‘কেন্দ্র রিজার্ভ ব্যাঙ্কের বক্তব্য জেনে ও বিভিন্ন দেশে চালু পদ্ধতি খতিয়ে দেখে সিদ্ধান্ত নেবে।’’

শীর্ষ ব্যাঙ্ক কর্তা রঘুরাম রাজনের সঙ্গে জেটলির এই লড়াইয়ে মন্ত্রীরা ঘরোয়া বৈঠকে অভিযোগ করছিলেন, রাজন সুদ কমাতে অহেতুক টালবাহানা করছেন। প্রস্তাবিত ওই বিধি চালু হলে, সুদ ধার্যের ক্ষমতা শীর্ষ ব্যাঙ্কের হাত থেকে কার্যত কেন্দ্রের হাতে চলে যাবে। একটি ৭ সদস্যের সুদ-নীতি কমিটি তা ঠিক করবে। যেখানে ৪ জনকেই কেন্দ্র নিয়োগ করবে। গভর্নরের বিশেষ ক্ষমতা বা ‘ভেটো পাওয়ার’-এর প্রস্তাবও নেই এতে। এর জেরে শীর্ষ ব্যাঙ্কের স্বাধীনতায় হাত পড়লে অর্থনীতিরই ক্ষতি হবে বলে শোরগোল পড়ে যায় বিশেষজ্ঞদের মধ্যে। সেই পরিপ্রেক্ষিতেই এ দিন মুখ খোলেন জেটলি ও সিন্‌হা।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE