Advertisement
২০ এপ্রিল ২০২৪

ভর্তুকির দায়মুক্ত করে ওএনজিসি বিলগ্নিকরণে এগোচ্ছে কেন্দ্র

রাষ্ট্রায়ত্ত ওএনজিসি-কে ভর্তুকি মেটানোর দায় থেকে অব্যাহতি দিয়ে তড়িঘড়ি সংস্থার শেয়ার বিক্রির পথে এগোতে চায় কেন্দ্র। সরকারি সূত্রের খবর, দেশের এই বৃহত্তম তেল শোধন সংস্থার ৫% শেয়ার বিলগ্নিকরণের লক্ষ্যে তার বাড়তি মুনাফার সম্ভাবনা আরও উজ্জ্বল করতেই ভর্তুকির নতুন নিয়ম তৈরি করছে কেন্দ্র।

নয়াদিল্লি
সংবাদ সংস্থা  শেষ আপডেট: ২৪ মে ২০১৫ ০২:১৭
Share: Save:

রাষ্ট্রায়ত্ত ওএনজিসি-কে ভর্তুকি মেটানোর দায় থেকে অব্যাহতি দিয়ে তড়িঘড়ি সংস্থার শেয়ার বিক্রির পথে এগোতে চায় কেন্দ্র।

সরকারি সূত্রের খবর, দেশের এই বৃহত্তম তেল শোধন সংস্থার ৫% শেয়ার বিলগ্নিকরণের লক্ষ্যে তার বাড়তি মুনাফার সম্ভাবনা আরও উজ্জ্বল করতেই ভর্তুকির নতুন নিয়ম তৈরি করছে কেন্দ্র। এর জন্য আলোচনা চালাচ্ছে অর্থ মন্ত্রক ও তেল মন্ত্রক। এখনকার নিয়মে ওএনজিসি, গেইল, অয়েল ইন্ডিয়া-র মতো তেল শোধন সংস্থা কেন্দ্রের ভর্তুকির বোঝার বেশির ভাগটাই ভাগ করে নেয়। বিশ্ব বাজারে অশোধিত তেলের দাম কমায় এ বার তাদের দায় কমাতে চাইছে কেন্দ্র। প্রসঙ্গত, পেট্রোল, ডিজেলে ভর্তুকি ওঠার পরে এখন তা বহাল আছে রান্নার গ্যাস ও কেরোসিনে।

অর্থ মন্ত্রকের ব্যয় সংক্রান্ত সচিব রতন পি বাটল জানিয়েছেন, ভর্তুকি ভাগাভাগির নতুন সূত্র তৈরি হলে রেহাই পাবে ওএনজিসি। গত ২০১৪-’১৫ অর্থবর্ষেই সংস্থার ৫% শেয়ার বিক্রির সিদ্ধান্ত নিয়েও তা পিছিয়ে দিতে হয় কেন্দ্রকে। তার কারণ লগ্নিকারীরা সংস্থার ভর্তুকির দায় সম্পর্কে আরও স্পষ্ট করে জানাতে বলেছিলেন কেন্দ্রকে। তখন ভর্তুকির দায় কমানো সম্ভব হয়নি বলে ওএনজিসি-র ভবিষ্যৎ আয় বৃদ্ধির পূর্বাভাস কমে যায়। অথচ, শেয়ার ছাড়ার জন্য তা ছিল জরুরি। এ বার আর দেরি করতে নারাজ কেন্দ্র। সংস্থার শেয়ার বাজারে এনে বিলগ্নিকরণের লক্ষ্যমাত্রা ৬৯,৫০০ কোটি টাকার এক তৃতীয়াংশ পূরণ করতে চায় তারা। রাজকোষ ঘাটতি এই অর্থবর্ষেই জাতীয় আয়ের ৩.৯ শতাংশে নামিয়ে আনতেও নরেন্দ্র মোদীর বিজেপি সরকারের অন্যতম হাতিয়ার রাষ্ট্রায়ত্ত সংস্থার বিলগ্নিকরণ।

ইতিমধ্যেই অবশ্য চলতি ২০১৫-’১৬ অর্থবর্ষের এপ্রিল থেকে জুনে ওএনজিসি, অয়েল ইন্ডিয়াকে ভর্তুকির দায় থেকে কিছুটা রেহাই দিয়েছে তেল মন্ত্রক। তারা জানিয়ে দিয়েছে, বিশ্ব বাজারে অশোধিত তেলের দাম প্রতি ব্যারেলে ৬০ ডলারের মধ্যে থাকলে ওএনজিসি, অয়েল ইন্ডিয়াকে ভর্তুকি খাতে খরচ করতে হবে না। ওএনজিসি-র চেয়ারম্যান ও ম্যানেজিং ডিরেক্টর দিনেশ কে সরাফ জানান, ওই দর ৬০ ডলার ছাড়ালে ধাপে ধাপে বাড়বে তাঁদের ভর্তুকির খরচ। বিশেষজ্ঞদের ধারণা, একটি ত্রৈমাসিকের জন্য আপাতত এই ব্যবস্থা করা হলেও, তা ভবিষ্যতেও চালিয়ে যেতে পারে কেন্দ্রীয় সরকার। সে ক্ষেত্রে ওএনজিসি বিলগ্নিকরণও আরও লাভজনক হবে। প্রসঙ্গত, গত অর্থবর্ষের শেষ তিন মাসেও বিশ্ব বাজারে তেলের দাম তলানিতে এসে ঠেকায় ভর্তুকির দায় নিতে হয়নি সংস্থাকে।

প্রসঙ্গত, এর আগে ২০১১ সালে দ্বিতীয় দফায় ওএনজিসি-র বিলগ্নিকরণের পরে সংস্থায় কেন্দ্রের শেয়ার মালিকানা প্রায় ৬৯ শতাংশ।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

ongc share petrol oil india
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE