Advertisement
১৯ এপ্রিল ২০২৪

গুজরাতে বায়ু বিদ্যুৎ প্রকল্প সিইএসসি-র

রাজস্থানের পরে এ বার গুজরাতে বায়ু বিদ্যুৎ প্রকল্প গড়ে তুলবে সিইএসসি। যার উৎপাদন ক্ষমতা হবে ২৬ মেগাওয়াট। চলতি অর্থবর্ষ থেকেই এই প্রকল্পের কাজ শুরু হবে। সম্প্রতি এক সাংবাদিক বৈঠকে এ কথা জানান সংস্থার চেয়ারম্যান সঞ্জীব গোয়েন্কা।

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ২৪ মে ২০১৫ ০২:০৯
Share: Save:

রাজস্থানের পরে এ বার গুজরাতে বায়ু বিদ্যুৎ প্রকল্প গড়ে তুলবে সিইএসসি। যার উৎপাদন ক্ষমতা হবে ২৬ মেগাওয়াট। চলতি অর্থবর্ষ থেকেই এই প্রকল্পের কাজ শুরু হবে। সম্প্রতি এক সাংবাদিক বৈঠকে এ কথা জানান সংস্থার চেয়ারম্যান সঞ্জীব গোয়েন্কা। তাঁর দাবি, প্রকল্প গড়ে উঠলে সিইএসসি-র অপ্রচলিত বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা দাঁড়াবে ৭৫ মেগাওয়াট।

অন্য দিকে, এক দিনের মধ্যে নতুন গ্রাহকদের বিদ্যুৎ সংযোগ দেবে সিইএসসি। এখন এর জন্য ২-৩ দিন সময় লাগে। গোয়েন্কা জানান, আগামী বছর মার্চের মধ্যে সিইএসসি গ্রাহকদের আবেদন করার ২৪ ঘণ্টার মধ্যে বিদ্যুৎ সংযোগ দেবে। তার জন্য ২ হাজার কোটি টাকা খরচে পরিকাঠামো তৈরি করা হচ্ছে। গোয়েন্কা এ কথাও বলেছেন, কলকাতায় যাতে লোডশেডিং না-হয়, সে দিকে লক্ষ রেখেই তাঁরা সংস্থার উৎপাদন ক্ষমতা বাড়ানোর পাশাপাশি প্রয়োজনে বাজার থেকে বিদ্যুৎ আমদানির ব্যবস্থাও করছেন।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

CESC wind power project gujarat kolkata
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE