Advertisement
২৫ এপ্রিল ২০২৪

খোলা অর্থনীতির পক্ষে সওয়াল চিনের

বিশ্ব বাণিজ্যে বিধিনিষেধ চাপানোর বিপক্ষে সওয়াল করল চিন। একই সঙ্গে মূলধনী বাজারে বিদেশি লগ্নির দরজা আরও বেশি করে খোলার ইঙ্গিত দিয়েছে তারা।

সংবাদ সংস্থা
দাভোস শেষ আপডেট: ১৮ জানুয়ারি ২০১৭ ০১:৪৬
Share: Save:

বিশ্ব বাণিজ্যে বিধিনিষেধ চাপানোর বিপক্ষে সওয়াল করল চিন। একই সঙ্গে মূলধনী বাজারে বিদেশি লগ্নির দরজা আরও বেশি করে খোলার ইঙ্গিত দিয়েছে তারা।

মঙ্গলবার সুইৎজারল্যান্ডের দাভোসে বিশ্ব অর্থনৈতিক ফোরাম বা ডব্লিউ ই এফ-এর উদ্বোধনী সভায় চিনা প্রেসিডেন্ট জি জিংপিং বলেছেন, বিশ্বায়ন থেকে পিছু হটার রাস্তা নেই। কারণ, তাঁর মতে, অবাধ বাণিজ্য ও বিশ্বায়নই দুনিয়া জুড়ে পণ্য-পরিষেবা আদান-প্রদানের পথ তৈরি করেছে। একই সঙ্গে জি-র হুঁশিয়ারি, ‘‘আর্থিক বিশ্বায়ন কিন্তু শাঁখের করাত। তবে সেই বিপদের ভয়ে মুক্ত অর্থনীতি ছেড়ে রক্ষণশীলতার দুনিয়ায় ফিরে যাওয়ার অর্থ ‘অন্ধকার ঘরে নিজেকে বন্দি করে রাখা’। সেখানে থাকলে ‘আলো-হাওয়া’ থেকেও বঞ্চিত রাখতে হবে নিজেকে।’’

এ প্রসঙ্গে চিনা প্রেসিডেন্ট বলেন, অনেকেই এখন বিশ্ব জুড়ে সন্ত্রাসবাদ মাথাচাড়া দেওয়া, শরণার্থী সমস্যা, আর্থিক সঙ্কট ইত্যাদির জন্য আঙুল তুলছেন বিশ্বায়নের দিকেই। কিন্তু শরণার্থী সমস্যার জন্য দায়ী যুদ্ধ ও আঞ্চলিক অস্থিরতা। আবার, আর্থিক সঙ্কটের জন্যও মুক্ত অর্থনীতিকে দোষ দেওয়া যায় না।

জি-র এই মতের সঙ্গে সামঞ্জস্য রেখেই চিনের রাষ্ট্রীয় পরিষদ মূলধনী বাজারে বিদেশি লগ্নি টানার নিয়ম আরও সহজ করার প্রস্তাবও দিয়েছে। যার মধ্যে আছে, সাংহাই, সেনঝেন স্টক এক্সচেঞ্জে শেয়ার লেনদেনে এই প্রথম বিদেশি সংস্থাকে অনুমতি দেওয়া। ব্যাঙ্কিং, বিমা, ক্রেডিট রেটিং ইত্যাদি ক্ষেত্রেও এর শর্ত শিথিল হচ্ছে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Open economy China
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE