Advertisement
২০ এপ্রিল ২০২৪

জিও বনাম টেলি শিল্প কাজিয়া

ট্রাইয়ের নতুন মাসুল নীতি একটি সংস্থা বাদে বাকিদের জন্য প্রতিকূল, সিওএআইয়ের এই বিবৃতি তাদের পক্ষে মানহানিকর দাবি করে সংগঠনের ডিজি রাজন ম্যাথুজকে ক্ষমা চাইতে বলেছিল জিও।

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ০৬ মার্চ ২০১৮ ০২:০৮
Share: Save:

ট্রাইয়ের মাসুল নীতি নিয়ে রিলায়্যান্স-জিও এবং টেলিকম শিল্পের সংগঠন সিওএআইয়ের পত্রযুদ্ধের পারদ ক্রমেই চড়ছে।

ট্রাইয়ের নতুন মাসুল নীতি একটি সংস্থা বাদে বাকিদের জন্য প্রতিকূল, সিওএআইয়ের এই বিবৃতি তাদের পক্ষে মানহানিকর দাবি করে সংগঠনের ডিজি রাজন ম্যাথুজকে ক্ষমা চাইতে বলেছিল জিও। এ বার পাল্টা চিঠিতে জিও-কে ক্ষমা চাইতে বললেন ম্যাথুজ।

জিও-র অন্যতম কর্তা কপূর সিংহ গুলিয়ানিকে পাঠানো চিঠিতে ম্যাথুজ দাবি করেছেন, সার্বিক ভাবে টেলিকম শিল্পের উদ্বেগের কথাই তাঁরা বলেছিলেন বিবৃতিতে। কারণ সেটাই টেলিকম শিল্পের এই সংগঠনের কাজ। ওই বিবৃতি আদৌ জিওর পক্ষে মর্যাদাহানিকর ছিল না। বরং জিওই আক্রমণাত্মক হয়ে সিওএআইয়ের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করে তাদের খাটো করতে চেয়েছে বলে অভিযোগ।

ম্যাথুজের দাবি, তাঁদের বিবৃতি বরং সঠিক ও যুক্তিযুক্ত ছিল। সিওএআই তার অধিকারের সীমার মধ্যে থেকেই মতামত জানিয়েছে। তা কখনওই মানহানিকর হতে পারে না।

সব শেষে তিনি জিওকে পাল্টা হুঁশিয়ারি দিয়ে জনসমক্ষে ক্ষমা চাইতে বলেছেন ও ওই অভিযোগ প্রত্যাহারের দাবি জানিয়েছেন।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

COAI Jio allegations
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE