Advertisement
২০ এপ্রিল ২০২৪

ব্যবসায় বাধা ট্রাম্প-নামই

বিলাসবহুল বাড়ি-হোটেল তৈরি করা সংস্থা ট্রাম্প অর্গানাইজেশনের অন্যতম এই কর্তা এই প্রথম শহরে পা রেখেছেন মঙ্গলবার। লক্ষ্য, কলকাতায় ‘ট্রাম্প টাওয়ার’ আবাসন প্রকল্পের শিলান্যাস ও বিপণন।

অতিথি: কলকাতায় ডোনাল্ড ট্রাম্প জুনিয়র। বুধবার। নিজস্ব চিত্র

অতিথি: কলকাতায় ডোনাল্ড ট্রাম্প জুনিয়র। বুধবার। নিজস্ব চিত্র

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ২২ ফেব্রুয়ারি ২০১৮ ০৩:২৯
Share: Save:

ট্রাম্প-নামের ধারে ব্যবসার রমরমা তো দূর অস্ত্, বরং সেই নামের ভারই ব্যবসার পথে বাধা হয়ে দাঁড়াচ্ছে। বুধবার কলকাতায় এমনই দাবি করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ছেলে ডোনাল্ড ট্রাম্প জুনিয়র।

বিলাসবহুল বাড়ি-হোটেল তৈরি করা সংস্থা ট্রাম্প অর্গানাইজেশনের অন্যতম এই কর্তা এই প্রথম শহরে পা রেখেছেন মঙ্গলবার। লক্ষ্য, কলকাতায় ‘ট্রাম্প টাওয়ার’ আবাসন প্রকল্পের শিলান্যাস ও বিপণন।

সংশ্লিষ্ট শিল্পমহলের দাবি, দেশ জুড়েই বিলাসবহুল বাড়ির বাজার যখন মার খাচ্ছে, তখন ট্রাম্প টাওয়ারের সাফল্যের কারণ ওই ব্র্যান্ড। তবে জুনিয়রের দাবি, বাবার সুবাদে কোনও বাড়তি সুবিধা তাঁদের নেই। বরং ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট হওয়ার পরে আমেরিকার বাইরে ব্যবসার ক্ষেত্রে কিছু বিধিনিষেধ আরোপ করা হয়েছে। তাঁর কথায়, ‘‘আগে প্রায় ১২ থেকে ১৫টি ব্যবসায়িক প্রকল্প নিয়ে আলোচনা চলছিল। কিন্তু সবগুলি বাস্তবায়িত করা যায়নি।’’ একই কারণে এ রাজ্যে এসে মুখ্যমন্ত্রী বা অর্থমন্ত্রীর সঙ্গেও দেখা করেননি বলে জানান তিনি। মার্কিন সংবাদমাধ্যমের প্রতি কটাক্ষ করে তাঁর অভিযোগ, এ ধরনের দেখা-সাক্ষাতেও নেতিবাচক দিক খুঁজে বার করা হতে পারে।

অবশ্য কলকাতার উষ্ণ আপ্যায়নের পাশাপাশি এখানকার বাজার নিয়ে এ দিন উচ্ছ্বাস প্রকাশ করলেন ৯৫০ কোটি ডলারের (প্রায় ৬২,৪৯১ কোটি টাকা) সংস্থাটির অন্যতম কর্তা। ৪০০ কোটি টাকার এই প্রকল্পের ৭৩% ইতিমধ্যেই বিক্রি হয়ে গিয়েছে বলে দাবি ট্রাম্প টাওয়ারের নির্মাণ সংস্থাগুলির। যদিও জুনিয়রের দাবি, মার্কিন প্রেসিডেন্টের নাম জুড়ে থাকার ধারে তা হচ্ছে না। বরং ট্রাম্প নামের ভারই তাঁর ব্যবসায় বাধা।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE