Advertisement
১৯ এপ্রিল ২০২৪

জিএসটি রিটার্ন ফাইল করার জন্য হাতে আর মাত্র কয়েকটা দিন

পদক্ষেপটি নেওয়ার নেপথ্যে মূল কারণটিই ছিল বিভিন্ন শিল্প ও বাণিজ্য সংস্থাগুলির উদ্বেগ। বিষয়টি নতুন হলেও, দেশজুড়ে কোনও মানুষের যাতে কোনওরকম কোনও অসুবিধা ছাড়াই, মসৃণভাবে জিএসটি লাগু হতে পারে, তার সমস্ত ব্যবস্থা ইতিমধ্যেই নেওয়া হয়েছে।

বিজ্ঞাপন প্রতিবেদন
শেষ আপডেট: ১৭ অগস্ট ২০১৭ ১২:২৮
Share: Save:

১৮ জুন,২০১৭ - জিএসটি লাগু হয়ে গিয়েছে দেশজুড়ে। অর্থাৎ 'এক দেশ, এক কর'। এবার জিএসটি রিটার্নের পালা। হাতে আর মাত্র কয়েকটা দিন। যেহেতু গোটা বিষয়টি সকলের কাছেই নতুন, তাই নেওয়া হয়েছে এক কার্যকরী সিদ্ধান্ত। জিএসটি চালু হওয়ার পরে ১৭তম জিএসটি কাউন্সিলের বৈঠকে প্রথম দুই মাসের জন্য জিএসটিআর ১ এবং জিএসটিআর ২ ফর্ম জমা দেওয়ার সময়সীমা বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যার ফলে আরও অনেকটা সময় পাচ্ছেন ব্যবসায়ীরা।

এই পদক্ষেপটি নেওয়ার নেপথ্যে মূল কারণটিই ছিল বিভিন্ন শিল্প ও বাণিজ্য সংস্থাগুলির উদ্বেগ। বিষয়টি নতুন হলেও, দেশজুড়ে কোনও মানুষের যাতে কোনওরকম কোনও অসুবিধা ছাড়াই, মসৃণভাবে জিএসটি লাগু হতে পারে, তার সমস্ত ব্যবস্থা ইতিমধ্যেই নেওয়া হয়েছে। আর এই পদক্ষেপটি সফলও হয়েছে। সুবিধা পাচ্ছেন ব্যবসায়ীরাও। তাঁদের এবার শুধুমাত্র জুলাই এবং আগস্টের বাহ্যিক ও অভ্যন্তরীণ সরবারহের বিষয়ে সংক্ষিপ্ত তথ্য দিলেই চলবে। যদিও পরবর্তী সময়ে ওই দুই মাসের বিস্তারিত তথ্য ফাইল করতে হবে ব্যবসায়ীদের।

এই পদক্ষেপের ফলে, ব্যবসায়ীরা নিজের ব্যবসাকে জিএসটির সঙ্গে মানিয়ে নিতে আরও ২৫ দিন তো পাচ্ছেনই, উপরোন্ত নির্ধারিত সময়ের মধ্যে জিএসটি রিটার্ন ফাইল না করার জরিমানা ও লেট ফি থেকেও নিস্তার পাচ্ছেন।

কীভাবে জিএসটিআর ৩বি ফাইল করবেন

জিএসটিআর ৩বি ফর্মে মোট ৬টি টেবিল রয়েছে, যেগুলির প্রত্যেকটিতে নির্দিষ্ট তথ্য এবং বিবরণ দিতে হবে। চলুন, একবার সেগুলি দেখে নেওয়া যাক।

টেবল ১: অভ্যন্তরীণ ও বাহ্যিক সরবারহের বিস্তারিত বিবরণ, যা ফেরতযোগ্য

এই টেবিলে মোট করযোগ্য মূল্য একত্র করতে হবে(অন্তঃরাজ্য এবং আন্তঃরাজ্য উভয়), সঙ্গে নিম্নলিখিত সরবারহগুলির উপর প্রযোজ্য কর (সিজিএসটি, এসজিএসটি /ইউটিজিএসটি, আইজিএসটি, এবং সেস)।

জিরো রেট, নিল রেট এবং ছাড় বাদে বাহ্যিক করযোগ্য সরবারহ। বাহ্যিক করযোগ্য সরবারহ (জিরো রেট) নিল রেটে়ড এবং ছাড় বহির্ভূত বাহ্যিক সরবারহ রিভার্স চার্জের ভিত্তিতে অভ্যন্তরীণ সরবরাহের উপর প্রদেয় অর্থ বাহ্যিক সরবারহ যার উপর জিএসটি প্রযোজ্য নয়।

টেবল ২: অনিবন্ধীকৃত ব্যক্তি, যৌথ বিক্রেতা এবং ইউআইন হোল্ডারদেরকে করা অভ্যন্তরীণ সরবারহের বিস্তারিত তথ্য

এই টেবিলে আপনাকে সরবারহের স্থান, মোট করযোগ্য মূল্য এবং নিম্নলিখিত সংস্থার ক্ষেত্রে অন্তঃরাজ্য সরবরাহের জন্য প্রযোজ্য আইজিএসটি একত্রিত করতে হবে:

অনিবন্ধীকৃত ব্যক্তিদের জন্য অন্তঃরাজ্য সরবারহ যৌথ বিক্রেতাদেরকে করা অন্তঃরাজ্য সরবারহ ইউআইএন হোল্ডারদেরকে করা অন্তঃরাজ্য সরবারহ

টেবিল ৩: করযোগ্য ক্রেডিটের বিষয়ে বিস্তারিত তথ্য

এই টেবিলে নিম্নলিখিত বিষয়গুলি একত্রিত করতে হবে।

আইটিসি উপলভ্য (সম্পূর্ণ বা আংশিক): নিম্নোক্ত অভ্যন্তরীণ সরবারহের যেগুলিতে আইটিসি রয়েছে সেগুলির বিস্তারিত বিবরণ দিতে হবে।

পণ্যদ্রব্যের আমদানি: পণ্য আমদানির ক্ষেত্রে প্রদেয় আইজিএসটি'র ট্যাক্স ক্রেডিট

পরিষেবা আমদানি: পরিষেবা আমদানির ক্ষেত্রে প্রদেয় আইজিএসটি'র ট্যাক্স ক্রেডিট

অভ্যন্তরীন সরবারহের ক্ষেত্রে যেগুলি ফেরতযোগ্য: অভ্যন্তরীণ সরবারহের ক্ষেত্রে যেগুলির উপর জিএসটি দেওয়া হয়ে গিয়েছে, সেগুলির আইটিসি একত্রিত করতে হবে। যেমন, স্পনসরশিপ, ইউআরডি-র থেকে ক্রয় করা দ্রব্য ইত্যাদি অর্থাৎ আমদানিকৃত পণ্য ও পরিষেবা ব্যতীত সবকিছু।

আইএসডি থেকে অভ্যন্তরীণ সরবারহ: ইনপুট সার্ভিস ডিস্ট্রিবিউটর (আইএসডি) থেকে প্রাপ্ত ইনপুট ট্যাক্স ক্রেডিট।

অন্যান্য আইটিসি: উপরোক্ত বিষয়গুলি ব্যতীত, বাকি অভ্যন্তরীণ সরবারহ করা দ্রব্যাদির আইটিসি নথিবদ্ধ করতে হবে।

ফেরতযোগ্য আইটিসি: ব্যবসায়িক উদ্দেশে নয় অথবা ছাড়যোগ্য সরবারহের জন্য আংশিক ব্যবহৃত অভোগ পণ্য কিংবা ইনপুট সার্ভিসের ক্ষেত্রে ফেরতযোগ্য আইটিসি'র বিস্তারিত তথ্য দিতে হবে। যদি অভোগ পণ্য, কিংবা যন্ত্রাংশের উপর আগে থেকে ছাড় দেওয়া হয়ে থাকে, তবে সেক্ষেত্রে আইটিসি উপলব্ধ হবে না। সেগুলিও এই টেবিলে নথিবধ্য করা প্রয়োজন।

যোগ্য আইটিসির পরিমাণ: উপলব্ধ আইটিসি থেকে ফেরতযোগ্য আইটিসি'র পরিমাণ বাদ দিলেই পাওয়া যাবে যোগ্য আইটিসি।

অযোগ্য আইটিসির পরিমাণ: নেতিবাচক তালিকাতে তালিকাভুক্ত অভ্যন্তরীণ সরবারহের উপর প্রদেয় জিএসটি সম্পর্কে বিস্তারিত বিবরণ প্রদান করতে হবে, যা ইনপুট ট্যাক্স ক্রেডিটের জন্য যোগ্য নয়।

টেবিল ৪: অভ্যন্তরীণ সরবারহ যেগুলিতে ছাড় রয়েছে, নিল-রেটেড অথবা জিএসটির আওতায় পড়ে না, তার বিবরণ

এই টেবিলে আন্তঃবর্তী এবং অন্তঃবর্তী সরবারহের বিবরণ একত্রিত করতে হবে।

যৌথ সরবারহকারীদের থেকে সরবারহ এবং, নিল-রেটেড ও ছাড়প্রাপ্ত অভ্যন্তরীণ সরবারহের বিবরণ অভ্যন্তরীণ সরবারহ যেগুলি জিএসটি'র আওতায় পড়ে না

টেবিল ৫: কর প্রদান

এই টেবিলে আপনাকে স্ব-নির্ধারিত প্রদেয় করের পরিমাণ ঘোষণা করতে হবে। প্রদেয় করের পরিমাণ পাবেন নিম্নলিখিত বিষয়গুলি থেকে।

আইটিসি'র মাধ্যমে প্রদেয় কর (সিজিএসটি, এসজিএসটি / ইউটিজিএসটি, আইজিএসটি এবং সেস) প্রদেয় কর টিডিএস / টিসিএস কর / সেস, যা নগদে দেওয়া হয়েছে সুদ এবং লেট ফি

টেবিল ৬: টিডিএস / টিসিএস ক্রেডিট

এই টেবিলে সিজিএসটি, এসজিএসটি / ইউটিজিএসটি এবং আইজিএসটি'র জন্য প্রদেয় টিডিএস ও টিসিএস এর বিস্তারিত বিবরণ একত্রিত করতে হবে। যদিও এক্ষেত্রে আপনার চিন্তা নেই, কারণ জিএসটির প্রাথমিক পর্যায়ের থেকে এগুলি সম্পূর্ণ আলাদা এবং বিজ্ঞপ্তি না পাওয়া পর্যন্ত এটি প্রযোজ্য হবে না।

বিঃ দ্রঃ আপনার জিএসটি৩বি ফাইল করার সময়ে উপরোক্ত পয়েন্টগুলিতে ব্যবহার করা, মোট করযোগ্য মূ্ল্য এইভাবে গণনা করতে পারেন-

করযোগ্য মূল্য = চালানের মূল্য + ডেবিট নোটের মান - ক্রেডিট নোটের মূল্য + অগ্রিম প্রাপ্ত অর্থের মূল্য, যা ওই মাসের মধ্যে ইস্যু করা হয়নি - ইনভয়েসের বিনিময়ে অগ্রিম প্রাপ্ত অর্থের মূল্য

জিএসটি৩বি সহ জিএসটি রিটার্ন এবং এর পরবর্তী রিটার্নগুলি, যেমন জিএসটিআর-১ এবং জিএসটিআর-২ খুব সহজেই ফাইল করতে পারেন Tally.ERP 9 সফটওয়্যারটি ব্যবহার করে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

GST Tally
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE