Advertisement
২৫ এপ্রিল ২০২৪

বিদেশি লগ্নির সীমা বাড়াতে সায় কোটাক ব্যাঙ্ককে

অবশেষে প্রত্যক্ষ বিদেশি লগ্নি নিয়ে যাবতীয় বাধা কাটিয়ে উঠল কোটাক মহীন্দ্রা ব্যাঙ্ক। সেখানে ওই লগ্নির সীমা বাড়িয়ে ৫৫% করার জন্য কোটাকের প্রস্তাবে শুক্রবার সায় দিয়েছে বিদেশি লগ্নি উন্নয়ন পর্ষদ (এফআইপিবি)। যে প্রস্তাব এক সময় খারিজ করে দিয়েছিল রিজার্ভ ব্যাঙ্ক। এমনকী এফআইপিবি-ও এর আগে পিছিয়ে দিয়েছিল তাদের এ সংক্রান্ত সিদ্ধান্ত।

নয়াদিল্লি
সংবাদ সংস্থা  শেষ আপডেট: ০৪ জুলাই ২০১৫ ০২:৫১
Share: Save:

অবশেষে প্রত্যক্ষ বিদেশি লগ্নি নিয়ে যাবতীয় বাধা কাটিয়ে উঠল কোটাক মহীন্দ্রা ব্যাঙ্ক। সেখানে ওই লগ্নির সীমা বাড়িয়ে ৫৫% করার জন্য কোটাকের প্রস্তাবে শুক্রবার সায় দিয়েছে বিদেশি লগ্নি উন্নয়ন পর্ষদ (এফআইপিবি)। যে প্রস্তাব এক সময় খারিজ করে দিয়েছিল রিজার্ভ ব্যাঙ্ক। এমনকী এফআইপিবি-ও এর আগে পিছিয়ে দিয়েছিল তাদের এ সংক্রান্ত সিদ্ধান্ত।

প্রসঙ্গত, কিছু দিন আগেই আইএনজি বৈশ্য ব্যাঙ্ককে নিজেদের হাতে নিয়েছে কোটাক মহীন্দ্রা ব্যাঙ্ক। এই সংযুক্তির হাত ধরে ব্যাঙ্কটিতে বিদেশি লগ্নির অঙ্ক দাঁড়িয়েছিল ৪৮.৫৫ শতাংশে। তাই, কোটাক ব্যাঙ্কে বিদেশি অংশীদারির পরিমাণ ইতিমধ্যেই অনুমোদিত ঊর্ধ্বসীমা ছুঁয়ে ফেলার যুক্তি দেখিয়ে তাদের প্রত্যক্ষ বিদেশি লগ্নি আরও বাড়ানোর আবেদন নাকচ করে দেয় রিজার্ভ ব্যাঙ্ক। এর পর কোটাক ব্যাঙ্ক যায় এফআইপিবি-র দরজায়। একই কারণে সিদ্ধান্ত নিতে দেরি করে তারাও।

সরকারি সূত্রের খবর, এ দিন এক বৈঠকে কেন্দ্রীয় আর্থিক পরিষেবা দফতর এই বিষয়ে নিজেদের মতামত জানানোর পরই কোটাক ব্যাঙ্কের আবেদনপত্রে সায় দেয় অর্থ সচিব রাজীব মহর্ষির নেতৃত্বাধীন এফআইপিবি।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

kotak bank foreign investment fipb
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE