Advertisement
১৯ এপ্রিল ২০২৪

সোনা আমদানিতে রাশ টানতে আরও কড়া সরকার

এই দিন সোনা আমদানি নিয়ন্ত্রিত কবার উদ্দেশে ওই নির্দেশ জারি করেছে কেন্দ্রীয় বাণিজ্যমন্ত্রকের আওতায় থাকা বিদেশি বাণিজ্যের ডিরেক্টর জেনারেল (ডিজিএফটি)।

নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ১৯ অক্টোবর ২০১৭ ০২:৪৯
Share: Save:

সোনা আমদানির উপর আরেক প্রস্ত বিধি নিষেধ জারি করল কেন্দ্র। বুধবার তাদের নির্দেশ, সোনা আমদানির অনুমতিপ্রাপ্ত চার তারা এবং পাঁচ তারা শ্রেণির রফতানি সংস্থাগুলি যথেচ্ছ ভাবে আর সোনা আমদানি করতে পারবে না।

এই দিন সোনা আমদানি নিয়ন্ত্রিত কবার উদ্দেশে ওই নির্দেশ জারি করেছে কেন্দ্রীয় বাণিজ্যমন্ত্রকের আওতায় থাকা বিদেশি বাণিজ্যের ডিরেক্টর জেনারেল (ডিজিএফটি)। বছরে কম পক্ষে ৫ হাজার কোটি টাকার সোনার গয়না অথবা অন্যান্য পণ্য রফতানি করে এমন বেশ কিছু সংস্থাকে সোনা আমদানি করার জন্য অনুমতি সংক্রান্ত বিশেষ সার্টিফিকেট মঞ্জুর করেছিল কেন্দ্রীয় সরকার। সোনা আমদানির ক্ষেত্রে ওই সব সংস্থা ‘নমিনেটেড এজেন্সি’ বলে পরিচিত। এই দিন এক নির্দেশ জারি করে ডিজিএফটি বলেছেন যে, ওই ধরণের নমিনেটেড এজেন্সিগুলি এখন থেকে কেবল রফতানির উদ্দেশ গয়না তৈরির জন্যই সোনা আমদানি করত পারবে। ভারতের বাজারে কাঁচা সোনা বিক্রি করার জন্য আর তা আমদানি করতে পারবে না তারা।

কেন এমন নির্দেশ জারি করল ডিজিএফটির দফতর? সোনার আমদানি-রফতানি মহলের ব্যাখ্যা, আমদানি শুল্ক ফাঁকি দেওয়ার উদ্দেশে ওই সব নমিনেটেড এজেন্সির মধ্যে অনেকেই সেই সব দেশ থেকেই সোনা আমদানি করত, ভারতের সঙ্গে যাদের অবাধ বাণিজ্য চুক্তি রয়েছে। এর ফলে সোনা আমদানির জন্য ওই সব সংস্থাকে আমদানি শুল্ক দিতে হত না। অথচ আমদানি করা সোনার একটা বড় অংশই ভারতের বাজারে বিক্রি করত তারা। শুল্ক ফাঁকি দেওয়ার ওই পথ বন্ধ করতেই বিদেশি বাণিজ্য দফতর ওই নির্দেশ জারি করেছে।

জেম অ্যান্ড জুয়েলারি এক্সপোর্ট প্রমোশন কাউন্সিলের প্রাক্তন চেয়ারম্যান পঙ্কজ পারেখ বলেন, ‘‘আমদানি শুল্ক ফাঁকি বন্ধ করতে মাস দুয়েক আগে কেন্দ্রীয় সরকার দক্ষিণ কোরিয়া থেকে সোনা আদানি বন্ধ করে দিয়েছিল।

ভারতের সঙ্গে অবাধ বাণিজ্য রয়েছে এমন দেশগুলির তালিকায় দক্ষিন কোরিয়া রয়েছে। কিন্তু তা সত্ত্বেও শুল্ক ফাঁকি পুরোপুরি বন্ধ করা যায়নি। কারণ, ওই তালিকায় থাকা অন্য কিছু দেশের মাধ্যমে বেশ কিছু নমিনেটে়ড এজেন্সি ভারতে সোনা আমদানি করে শুল্ক ফাঁকি দিচ্ছিল। এবার তা পুরোটাই বন্ধ হবে বলে আশা করা যায়।’’

কেন্দ্রীয় সরকার বেশ কিছু দিন ধরেই সোনার আমদানির উপর রাশ টানার উদ্দেশে সোনার আমদানি শুল্কের হার বৃদ্ধি সহ একাধিক পদক্ষেপ করেছে। কিন্তু তা সত্ত্বেও দেশে সোনার আমদানি গত বছরের থেকে বেড়েছে বলে জানান অল ইন্ডিয়া জেম অ্যান্ড জুয়েলারি ট্রেড ফেডারেশনের প্রাক্তন চেয়ারম্যান এবং গয়না ব্যবসায়ী বাছরাজ বামালুয়া। তিনি বলেন, ‘‘২০১৬ সালে পুরো বছরে ভারতে সোনা আমদানি হয়েছে ৭০০ টনের মতো। চলতি বছরে গত সেপ্টেম্বর মাসের মধ্যেই সোনা আমদানির পরিমাণ গত বছরের ওই অঙ্ক ছাড়িয়ে গিয়েছে।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

gold Import Government
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE