Advertisement
১৮ এপ্রিল ২০২৪

জিএসটি নিয়ে কাল অর্থমন্ত্রীদের সঙ্গে ফের বৈঠক জেটলির

পণ্য-পরিষেবা কর (জি এস টি) বিল নিয়ে কংগ্রেসের উপর চাপ বাড়াতে কাল (মঙ্গলবার) রাজ্যের অর্থমন্ত্রীদের সঙ্গে ফের বৈঠকে বসতে চলেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী অরুণ জেটলি। সংসদে বাদল অধিবেশন চলার মাঝেই।

নিজস্ব সংবাদদাতা
নয়াদিল্লি শেষ আপডেট: ২৫ জুলাই ২০১৬ ০২:১০
Share: Save:

পণ্য-পরিষেবা কর (জি এস টি) বিল নিয়ে কংগ্রেসের উপর চাপ বাড়াতে কাল (মঙ্গলবার) রাজ্যের অর্থমন্ত্রীদের সঙ্গে ফের বৈঠকে বসতে চলেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী অরুণ জেটলি। সংসদে বাদল অধিবেশন চলার মাঝেই।

সুর নরম করলেও জিএসটি নিয়ে এখনও সমর্থনের কথা বলেনি কংগ্রেস। সংসদীয় দলের বৈঠকে এ নিয়ে নীরব থেকেছেন সনিয়া গাঁধী। এই পরিস্থিতিতে জিএসটি নিয়ে চাপ বাড়াতে বণিকসভাকেও কাজে লাগাচ্ছে কেন্দ্র। বণিকসভার প্রতিনিধিরা ইতিমধ্যেই রাহুল গাঁধী ও পি চিদম্বরমের সঙ্গে বৈঠক করেছেন। কংগ্রেস নেতাদের সঙ্গেও আলাদা ভাবে বৈঠক করছেন জেটলি। এ বার রাজ্যের অর্থমন্ত্রীদের সঙ্গেও বৈঠক করতে চলেছেন তিনি।

গত মাসে কলকাতায় রাজ্যের অর্থমন্ত্রীদের নিয়ে গড়া দায়িত্বপ্রাপ্ত কমিটির বৈঠকে জিএসটির হার সংবিধান সংশোধনী বিলেই বেঁধে দেওয়া নিয়ে কংগ্রেসের দাবি খারিজ করা হয়। আরও দু’টি বিষয়ে কমিটিতে আলোচনা বাকি। এক, করের হার কত হলে রাজস্ব ক্ষতি হবে না। দুই, দ্বন্দ্ব এড়িয়ে কর বসানোর উপর কেন্দ্র ও রাজ্যের অধিকার বাঁধা। কিন্তু এই দু’টি বিষয় সংসদের বিলের সঙ্গে প্রত্যক্ষ ভাবে জড়িত নয়। সংবিধান সংশোধনী বিল পাশ হলে জিএসটি সংক্রান্ত আরও যে বিলগুলি আনতে হবে, এগুলি তার এক্তিয়ারে। এই অবস্থায় রাজ্যের অর্থমন্ত্রীদের বৈঠকে বসে কংগ্রেসের উপর চাপ বাড়াতে চায় কেন্দ্র।

সংসদীয় প্রতিমন্ত্রী মোখতার আব্বাস নকভি বলেন, সংসদের এই অধিবেশনেই জিএসটি বিল রাজ্যসভায় আনা হতে পারে। বাদল অধিবেশন আর ১৫ দিন বাকি। রাজ্যসভায় এই বিল পাশের পক্ষে রয়েছে সিংহভাগ দল। কিন্তু কংগ্রেসকে বাদ দিয়ে যেহেতু তা উতরানো অসম্ভব, তাই তাদের উপর চাপ বাড়াতে চাইছে মোদী-সরকার।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Arun jaitley Finance Minister GST Bill
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE